ঝাড়গ্রাম, 24 মার্চ: জঙ্গলে মহুল ফুল সংগ্রহ করতে গিয়ে হাতির হানায় মৃত্যু হল 3 জনের । নিখোঁজ রয়েছেন বেশ কয়েকজন । শুক্রবার ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রামের বেলপাহাড়ি এলাকায় (Elephant Attack in Jhargram)। জানা গিয়েছে, ঝাড়গ্রাম বনবিভাগের অন্তর্গত ভুলাভেদা রেঞ্জে এদিন সকাল থেকে একটি দলছুট হাতি ছিল । ভুলাভেদা রেঞ্জের অন্তর্গত কাঁকড়াঝোড় বিটের দলদলি গ্রামের গুরুচরণ মাহাতো (65) নামের এক বৃদ্ধ মহুল ফুল সংগ্রহ করতে গ্রাম সংলগ্ন জঙ্গলে গিয়েছিলেন । সেখানেই হাতির সামনে পড়ে গেলে শুঁড়ে করে তুলে আছাড় মারে তাঁকে । ফলে ঘটনাস্থলেই মৃত্যু হয় গুরুচরণের (Jhargram News)।
এই ঘটনার কিছুক্ষণ পরেই কাঁকড়াঝোড় বিটের মধ্যেই ফুলগেড়িয়া সরোজ মাহাতো (62) নামে আর এক বৃদ্ধের মৃত্যু হয় হাতির হানায় । এরপর একইভাবে মৃত্যু হয় ভুলাভেদা বিটের অন্তর্গত টংবেদা গ্রামের সুভালা পাল (55) নামে এক মহিলার ৷ এরা তিনজনেই জঙ্গলে মহুল ফুল সংগ্রহ করতে গিয়েছিলেন ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জঙ্গলে মহুল ফুল সংগ্রহ করতে যাওয়া বেশ কয়েকজন এখনও নিখোঁজ রয়েছে । এই বিষয়ে ঝাড়গ্রাম জেলা বনাধিকারিক শেখ ফরিদ বলেন, "ওই এলাকায় এদিন সকাল থেকে একটি হাতি ছিল । মহুল ফুল সংগ্রহ করতে গিয়ে একটি হাতির হানায় পৃথক তিনটি ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে । ঘটনাস্থলে বনকর্মী এবং আধিকারিকরা রয়েছেন । ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে সরকারি নিয়ম-নীতি মেনেই আর্থিক সাহায্য তুলে দেওয়া হবে ।"
জানা গিয়েছে, এই দলছুট দাঁতাল হাতিটি কাঁকড়াঝোড় জঙ্গল সংলগ্ন এলাকায় ছিল । সেখান থেকে দলদলি, ফুলগেড়িয়া, টংবেদা এই রাস্তা দিয়ে যাওয়ার পথে মহুল ফুল সংগ্রহ করতে আসা সাধারণ গ্রামবাসীদের উপর হামলা চালায় । গত রবিবার থেকে এখনও পর্যন্ত হাতির হানায় মোট 7 জনের মৃত্যু হল । গত রবিবার নয়াগ্রামে হাতির হানায় দয়মন্তী মাহাতো (33) নামে এক গৃহবধূর মৃত্যু হয় । তারপরের দিন সোমবার রাত্রে সাঁকরাইলের চুনপাড়ায় হাতির হানায় সুজিত মাহাতো (34) নামে এক ব্যক্তি এবং মানিকপাড়া রেঞ্জের বালিয়া গ্রামে হাতির থানায় মৃত্যু হয় নমিতা মাহাতো (64) নামের এক বৃদ্ধার মৃত্যু হয় ।
এছাড়াও গত 26 ফেব্রুয়ারি বিনপুর থানার বসন্তপুর গ্রামে হাতি হানায় গুরুতর জখম হয়ে ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন থাকা মঙ্গলা খামরাইয়ের (87) বুধবার রাত্রে মৃত্যু হয় । হাতির হানার ঘটনায় এই 7 জনের মৃত্যুতে রীতিমতো আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে বেলপাহাড়িজুড়ে । দলছুট এই হাতিটিকে ঝাড়খণ্ডের দিকে পাঠানোর জন্য তোড়জোড় শুরু করেছে বন বিভাগ ।
আরও পড়ুন : ঝাড়গ্রামে 36 ঘণ্টায় হাতির তাণ্ডবে মৃত্যু 3 জনের, আতঙ্কে জেলাবাসী