ETV Bharat / state

Court Staff Recruitment Exam: জেলা আদালতের কর্মী নিয়োগের পরীক্ষায় নকল করার অভিযোগে গ্রেফতার 6 - Jhargram District Court

গতকাল ঝাড়গ্রাম জেলা আদালতে কর্মী নিয়োগের (Court Staff Recruitment Exam) পরীক্ষায় নকল করার অভিযোগে 6 জন পরীক্ষার্থীকে গ্রেফতার করে পুলিশ (Several Arrested by Police)। সোমবার ধৃত 6 পরীক্ষার্থীকে সোমবার ঝাড়গ্রাম আদালতে তোলা হয়। বিচারক এদিন তাদের সকলেরই জামিন মঞ্জুর করে দেন ৷

Court Staff Recruitment Exam
ঝাড়গ্রাম জেলা আদালতের কর্মী নিয়োগের পরীক্ষায় নকল করার অভিযোগে গ্রেফতার 6
author img

By

Published : Nov 14, 2022, 10:52 PM IST

ঝাড়গ্রাম, 14 নভেম্বর: ঝাড়গ্রাম জেলা আদালতে (Jhargram District Court) বিভিন্ন পদে নিয়োগের জন্য রবিবার ঝাড়গ্রাম জেলার বিভিন্ন স্কুলে পরীক্ষা ছিল (Court Staff Recruitment Exam)। পরীক্ষা দেওয়ার জন্য রাজ্যের বিভিন্ন জেলা থেকে পরীক্ষার্থীরা এসেছিলেন ঝাড়গ্রামে । সেই পরীক্ষায় নকল করার অভিযোগে পুলিশ ছ'জনকে গ্রেফতার করে ৷

গতকালের পরীক্ষা হলে কোনও প্রকার ইলেকট্রনিক্স যন্ত্র বা মোবাইল (Mobile) নিয়ে যাওয়া যাবে না তা পরিষ্কার জানিয়েচ্ছিল পরীক্ষকরা । কিন্তু গতকাল পরীক্ষা চলাকালীন মানিকপাড়া হাই স্কুলের নকল করার অভিযোগ উঠে এক পরীক্ষার্থীর বিরুদ্ধে। আর তাতেই লালগড় হাইস্কুলের প্রধান শিক্ষকের অভিযোগের ভিত্তিতে মানিকপাড়া গেট হাউসের পুলিশ ওই ছাত্রকে গ্রেফতার করে।

এরপর লালগড়ের সারদামণি গার্লস হাইস্কুল এবং লালগড় সরকারি ডিগ্রি কলেজে নকল করার অভিযোগে লালগড় থানার পুলিশ পাঁচজনকে গ্রেফতার করে। পুলিশ জানিয়েছে ধৃত পরীক্ষার্থীরা হল, শুভঙ্কর টিকাদার (25), ফিরোজ শেখ (25), কৌসর আলি (25), বিশ্বজিৎ মণ্ডল (27), প্রতীক সরকার (28), শ্রীদাম কর্মকার (26)।

আরও পড়ুন: পুরনো প্রশ্নপত্রে হাফ ইয়ারলি পরীক্ষা, শিক্ষিকাদের আটকে রেখে বিক্ষোভ করণদিঘিতে

তাদের মধ্যে নদিয়া জেলার আড়ংঘাটার বাসিন্দা শুভঙ্কর টিকাদার, চৌগাছার বিশ্বজিৎ মণ্ডল, পাথুরিয়াঘাটার প্রতীক সরকার, গোবিন্দপুরের শ্রীদাম কর্মকার এবং মালদা জেলার লাহাড়িতোলার বাসিন্দা ফিরোজ শেখ ও কৌসর আলি। সোমবার ধৃতদের ঝাড়গ্রাম আদালতে তোলা হলে 6 জন পরীক্ষার্থীর জামিন মঞ্জুর করেন বিচারক। অভিযুক্ত পক্ষের আইনজীবী দেবনাথ চৌধুরী বলেন, "ধৃতদের বিরুদ্ধে 188 নম্বর ধারায় (সরকারি নির্দেশের অবমাননা করা) মামলা করেছিল পুলিশ। এদিন আদালতে তোলা হলে বিচারক তাদের জামিন মঞ্জুর করেন।"

ঝাড়গ্রাম, 14 নভেম্বর: ঝাড়গ্রাম জেলা আদালতে (Jhargram District Court) বিভিন্ন পদে নিয়োগের জন্য রবিবার ঝাড়গ্রাম জেলার বিভিন্ন স্কুলে পরীক্ষা ছিল (Court Staff Recruitment Exam)। পরীক্ষা দেওয়ার জন্য রাজ্যের বিভিন্ন জেলা থেকে পরীক্ষার্থীরা এসেছিলেন ঝাড়গ্রামে । সেই পরীক্ষায় নকল করার অভিযোগে পুলিশ ছ'জনকে গ্রেফতার করে ৷

গতকালের পরীক্ষা হলে কোনও প্রকার ইলেকট্রনিক্স যন্ত্র বা মোবাইল (Mobile) নিয়ে যাওয়া যাবে না তা পরিষ্কার জানিয়েচ্ছিল পরীক্ষকরা । কিন্তু গতকাল পরীক্ষা চলাকালীন মানিকপাড়া হাই স্কুলের নকল করার অভিযোগ উঠে এক পরীক্ষার্থীর বিরুদ্ধে। আর তাতেই লালগড় হাইস্কুলের প্রধান শিক্ষকের অভিযোগের ভিত্তিতে মানিকপাড়া গেট হাউসের পুলিশ ওই ছাত্রকে গ্রেফতার করে।

এরপর লালগড়ের সারদামণি গার্লস হাইস্কুল এবং লালগড় সরকারি ডিগ্রি কলেজে নকল করার অভিযোগে লালগড় থানার পুলিশ পাঁচজনকে গ্রেফতার করে। পুলিশ জানিয়েছে ধৃত পরীক্ষার্থীরা হল, শুভঙ্কর টিকাদার (25), ফিরোজ শেখ (25), কৌসর আলি (25), বিশ্বজিৎ মণ্ডল (27), প্রতীক সরকার (28), শ্রীদাম কর্মকার (26)।

আরও পড়ুন: পুরনো প্রশ্নপত্রে হাফ ইয়ারলি পরীক্ষা, শিক্ষিকাদের আটকে রেখে বিক্ষোভ করণদিঘিতে

তাদের মধ্যে নদিয়া জেলার আড়ংঘাটার বাসিন্দা শুভঙ্কর টিকাদার, চৌগাছার বিশ্বজিৎ মণ্ডল, পাথুরিয়াঘাটার প্রতীক সরকার, গোবিন্দপুরের শ্রীদাম কর্মকার এবং মালদা জেলার লাহাড়িতোলার বাসিন্দা ফিরোজ শেখ ও কৌসর আলি। সোমবার ধৃতদের ঝাড়গ্রাম আদালতে তোলা হলে 6 জন পরীক্ষার্থীর জামিন মঞ্জুর করেন বিচারক। অভিযুক্ত পক্ষের আইনজীবী দেবনাথ চৌধুরী বলেন, "ধৃতদের বিরুদ্ধে 188 নম্বর ধারায় (সরকারি নির্দেশের অবমাননা করা) মামলা করেছিল পুলিশ। এদিন আদালতে তোলা হলে বিচারক তাদের জামিন মঞ্জুর করেন।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.