ETV Bharat / state

"খুনি মাওবাদী ছত্রধর দূর হটাও", পোস্টার ঝাড়গ্রামে - ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর ২ নম্বর ব্লকের পেটবিন্ধি গ্রাম পঞ্চায়েতের পেটবিন্ধি গ্রামের ঘটনা ৷

"ছত্রধর মাহাত খুনি ৷ টিএমসি নেতা গো ব্যাক।" এই মর্মে পোস্টার পড়ল ঝাড়গ্রামের জঙ্গলমহল এলাকায় ৷ ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়ায় এলাকায় ৷ পোস্টারে লাল কালিতে লেখা ছিল, " টিএমসি নেতা গো ব্যাক", "মাওবাদী খুনি ছত্রধর মাহাত কে দূর হটাও " ৷ এছাড়াও পোস্টারে লেখা ছিল "2021 এ আসছে দিন, ছত্রধরের মুখে চুনকালি দিন " ৷

এই পোষ্টারের জেরে চাঞ্চল্য ছড়ায় এলাকায়
এই পোস্টারের জেরে চাঞ্চল্য ছড়ায় এলাকায়
author img

By

Published : Jan 7, 2021, 5:02 PM IST

ঝাড়গ্রাম, 6 জানুয়ারি : বুধবার পেটবিন্ধি থেকে ডাংরিয়া গ্রাম পর্যন্ত তিন কিলোমিটারের একটি মিছিলের আয়োজন করা হয়েছিল ঝাড়গ্রামের পেটবিন্ধি গ্রামে ৷ আয়োজক তৃণমূল পেটবিন্ধি গ্রাম পঞ্চায়েত ৷ বিজেপির বিরূদ্ধ স্লোগানের মাধ্যমেই এই মিছিল সারার কথা ছিল ৷ এই মিছিলে হাঁটার কথা ছিল তৃণমূলের রাজ্য সম্পাদক ছত্রধর মাহাত থেকে শুরু করে ঝাড়গ্রাম জেলা সভাপতি ও জেলা পরিষদের অন্য সদস্যদের ৷ কিন্তু শেষলগ্নে মিছিলে যোগদান করেননি ছত্রধর মাহাত ৷ কারণ অধরা ৷ ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর ২ নম্বর ব্লকের পেটবিন্ধি গ্রাম পঞ্চায়েতের পেটবিন্ধি গ্রামের ঘটনা ৷

মিছিল হওয়ার কথা ছিল এদিন দুপুর আড়াইটে থেকে ৷ ছত্রধর মিছিলে যোগদান না করলেও মিছিলে উপস্থিত ছিলেন জেলা সভাপতি দুলাল মুর্মু, জেলার দায়িত্ব প্রাপ্ত দেবাশিস চৌধুরি, জেলা পরিষদ সদস্য স্বপন পাত্র সহ অন্যরা । মিছিল শুরুর কিছুক্ষণ আগে থেকেই এলাকাবাসীর নজরে আসে ছত্রধর মাহাতর নামে বিভিন্ন পোস্টার ৷ সেই পোস্টারে লাল কালিতে লেখা ছিল, " টিএমসি নেতা গো ব্যাক", "মাওবাদী খুনি ছত্রধর মাহাতকে দূর হটাও " ৷ এছাড়াও পোস্টারে লেখা ছিল "2021 এ আসছে দিন, ছত্রধরের মুখে চুনকালি দিন " ৷

এইসব পোস্টারের জন্য তৃণমূল আঙুল তুলছে বিজেপির দিকেই ৷ তৃণমূলের ব্লক সভাপতি টিঙ্কু পাল এবিষয়ে বলেন, "এগুলো সব বিজেপির কাজ। পায়ের নিচ থেকে মাটি সরছে তাই বিজেপি এসব করছে।" যদিও বিজেপির দাবি এই সম্পর্কে তারা কিছুই জানে না ।

ঝাড়গ্রাম, 6 জানুয়ারি : বুধবার পেটবিন্ধি থেকে ডাংরিয়া গ্রাম পর্যন্ত তিন কিলোমিটারের একটি মিছিলের আয়োজন করা হয়েছিল ঝাড়গ্রামের পেটবিন্ধি গ্রামে ৷ আয়োজক তৃণমূল পেটবিন্ধি গ্রাম পঞ্চায়েত ৷ বিজেপির বিরূদ্ধ স্লোগানের মাধ্যমেই এই মিছিল সারার কথা ছিল ৷ এই মিছিলে হাঁটার কথা ছিল তৃণমূলের রাজ্য সম্পাদক ছত্রধর মাহাত থেকে শুরু করে ঝাড়গ্রাম জেলা সভাপতি ও জেলা পরিষদের অন্য সদস্যদের ৷ কিন্তু শেষলগ্নে মিছিলে যোগদান করেননি ছত্রধর মাহাত ৷ কারণ অধরা ৷ ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর ২ নম্বর ব্লকের পেটবিন্ধি গ্রাম পঞ্চায়েতের পেটবিন্ধি গ্রামের ঘটনা ৷

মিছিল হওয়ার কথা ছিল এদিন দুপুর আড়াইটে থেকে ৷ ছত্রধর মিছিলে যোগদান না করলেও মিছিলে উপস্থিত ছিলেন জেলা সভাপতি দুলাল মুর্মু, জেলার দায়িত্ব প্রাপ্ত দেবাশিস চৌধুরি, জেলা পরিষদ সদস্য স্বপন পাত্র সহ অন্যরা । মিছিল শুরুর কিছুক্ষণ আগে থেকেই এলাকাবাসীর নজরে আসে ছত্রধর মাহাতর নামে বিভিন্ন পোস্টার ৷ সেই পোস্টারে লাল কালিতে লেখা ছিল, " টিএমসি নেতা গো ব্যাক", "মাওবাদী খুনি ছত্রধর মাহাতকে দূর হটাও " ৷ এছাড়াও পোস্টারে লেখা ছিল "2021 এ আসছে দিন, ছত্রধরের মুখে চুনকালি দিন " ৷

এইসব পোস্টারের জন্য তৃণমূল আঙুল তুলছে বিজেপির দিকেই ৷ তৃণমূলের ব্লক সভাপতি টিঙ্কু পাল এবিষয়ে বলেন, "এগুলো সব বিজেপির কাজ। পায়ের নিচ থেকে মাটি সরছে তাই বিজেপি এসব করছে।" যদিও বিজেপির দাবি এই সম্পর্কে তারা কিছুই জানে না ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.