ETV Bharat / state

BJP Leader arrested with firearms : আগ্নেয়াস্ত্র-সহ লালগড়ে গ্রেফতার বিজেপি নেতা - ধৃত ব্যক্তি বেলাটিকরি অঞ্চলের বিজেপির শক্তি কেন্দ্র প্রমুখ

ধৃত ব্যক্তি বেলাটিকরি অঞ্চলের বিজেপির শক্তিকেন্দ্র প্রমুখ । তাঁর কাছ থেকে একটি দেশী বন্দুক ও দু'রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে পুলিশ ।

BJP Leader
দুর্গাপদ মুদি
author img

By

Published : Dec 5, 2021, 7:26 PM IST

Updated : Dec 5, 2021, 8:26 PM IST

ঝাড়গ্রাম, 5 ডিসেম্বর : অস্ত্র-সহ গ্রেফতার বিজেপি কর্মী ৷ শনিবার তাঁকে গ্রেফতার করে লালগড় থানার পুলিশ ৷ ধৃত দুর্গাপদ মুদিকে (32) রবিবার ঝাড়গ্রাম আদালতে তোলা হয় । তাঁকে 3 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক । পুলিশ সুপার বিশ্বজিৎ ঘোষ বলেন, ‘‘লালগড় এলাকায় দেশী বন্দুক নিয়ে ঘোরার অভিযোগে এক যুবককে গ্রেফতার করা হয়েছে । তাঁকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে ।’’

দুর্গাপদ বেলাটিকরি অঞ্চলের বিজেপির শক্তিকেন্দ্র প্রমুখ । পুলিশ সূত্রে জানা গিয়েছে, বেলাটিকরি গ্রামে শনিবার কয়েকজন বসে মদ্যপান করছিলেন । সে সময় ধৃতের কাছ থেকে একটি দেশী ওয়ান শাটার বন্দুক পড়ে যায় । স্থানীয়রা তাঁকে ধরে রেখে লালগড় থানায় খবর দেন । পরে পুলিশ এসে ধৃতের কাছ থেকে একটি দেশী বন্দুক ও দু'রাউন্ড কার্তুজ উদ্ধার করে ।

আরও পড়ুন : TMC Inner Clash Closed Bus at Khardaha: খড়দায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে বন্ধ হল বাস, ভোগান্তিতে নিত্যযাত্রীরা

এদিনের ঘটনায় তৃণমূল ব্লক সভাপতি শ্যামল মাহাত বলেন, ‘‘ওই বিজেপি নেতা এলাকায় সন্ত্রাস সৃষ্টি করার জন্য বন্দুক নিয়ে ঘুরে বেড়াচ্ছিল । পুলিশ তাকে গ্রেফতার করেছে ।’’ শক্তিকেন্দ্র প্রমুখের গ্রেফতারিতে অবশ্য ধৃতের পাশেই দাঁড়িয়েছে পদ্মশিবির ৷ বিজেপি জেলা সভাপতি তুফান মাহাত বলেন, ‘‘মোটরবাইকে করে বাড়ি ফিরছিল শক্তিকেন্দ্রের প্রমুখ দুর্গা । তৃণমূলের লোকেরা বসে মদ্যপান করছিল। তাঁরাই দুর্গাকে আটকে মারধর করে । পরে আবার পুলিশের হাতে তুলে দিয়েছে । মিথ্যে মামলায় ওকে ফাঁসানো হয়েছে ।’’

ঝাড়গ্রাম, 5 ডিসেম্বর : অস্ত্র-সহ গ্রেফতার বিজেপি কর্মী ৷ শনিবার তাঁকে গ্রেফতার করে লালগড় থানার পুলিশ ৷ ধৃত দুর্গাপদ মুদিকে (32) রবিবার ঝাড়গ্রাম আদালতে তোলা হয় । তাঁকে 3 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক । পুলিশ সুপার বিশ্বজিৎ ঘোষ বলেন, ‘‘লালগড় এলাকায় দেশী বন্দুক নিয়ে ঘোরার অভিযোগে এক যুবককে গ্রেফতার করা হয়েছে । তাঁকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে ।’’

দুর্গাপদ বেলাটিকরি অঞ্চলের বিজেপির শক্তিকেন্দ্র প্রমুখ । পুলিশ সূত্রে জানা গিয়েছে, বেলাটিকরি গ্রামে শনিবার কয়েকজন বসে মদ্যপান করছিলেন । সে সময় ধৃতের কাছ থেকে একটি দেশী ওয়ান শাটার বন্দুক পড়ে যায় । স্থানীয়রা তাঁকে ধরে রেখে লালগড় থানায় খবর দেন । পরে পুলিশ এসে ধৃতের কাছ থেকে একটি দেশী বন্দুক ও দু'রাউন্ড কার্তুজ উদ্ধার করে ।

আরও পড়ুন : TMC Inner Clash Closed Bus at Khardaha: খড়দায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে বন্ধ হল বাস, ভোগান্তিতে নিত্যযাত্রীরা

এদিনের ঘটনায় তৃণমূল ব্লক সভাপতি শ্যামল মাহাত বলেন, ‘‘ওই বিজেপি নেতা এলাকায় সন্ত্রাস সৃষ্টি করার জন্য বন্দুক নিয়ে ঘুরে বেড়াচ্ছিল । পুলিশ তাকে গ্রেফতার করেছে ।’’ শক্তিকেন্দ্র প্রমুখের গ্রেফতারিতে অবশ্য ধৃতের পাশেই দাঁড়িয়েছে পদ্মশিবির ৷ বিজেপি জেলা সভাপতি তুফান মাহাত বলেন, ‘‘মোটরবাইকে করে বাড়ি ফিরছিল শক্তিকেন্দ্রের প্রমুখ দুর্গা । তৃণমূলের লোকেরা বসে মদ্যপান করছিল। তাঁরাই দুর্গাকে আটকে মারধর করে । পরে আবার পুলিশের হাতে তুলে দিয়েছে । মিথ্যে মামলায় ওকে ফাঁসানো হয়েছে ।’’

Last Updated : Dec 5, 2021, 8:26 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.