ঝাড়গ্রাম 3 অক্টোবর : হাসপাতালে একাধিক বার বলেও মেলেনি ছুটি । অবশেষে হাসপাতালে বাইরের জানালার গ্রিল দিয়ে পালাতে গেলে আটকে গেল রোগী । পরে হাসপাতালের নিরাপত্তারক্ষী রোগীকে নামিয়ে আনেন হাসপাতালে জানালা থেকে । ঝাড়গ্রাম জেলার ঘটনা ।
হাসপাতালে সূত্রের খবর, ঝাড়গ্রাম ব্লকের খালশিউলি গ্রামের কিঙ্কর মন্ডল নামের এক ব্যক্তি পেটের যন্ত্রণা নিয়ে কিছু দিন আগে হাসপাতালে ভরতি হয়েছিল । একটু সুস্থ হতেই ছুটি চান কিঙ্কর । কিন্তু, তাঁর শরীরের অবস্থা ঠিক না থাকায় হাসপাতালে আরও কিছু দিন থাকার কথা বলা হয় । কিন্তু, এরপরেও ছুটির জন্য নার্সদের কাছে বারে বারে যেতে থাকেন তিনি । হাসপাতালের কর্তব্যরত নার্সরা তাঁকে জানিয়ে দেয় ডাক্তারবাবু ছুটি না দিলে ছাড়া হবে না । তারপরেই হাসপাতাল থেকে পালানোর চেষ্টা করে তাকে নিচে নামায় ।
ঝাড়গ্রাম হাসপাতালের সুপার ইন্দ্রনীল সরকার কে ফোন করলে ফোনে পাওয়া যায়নি ।