ঝাড়গ্রাম, 24 এপ্রিল : এবার ঝাড়গ্রামে কোরোনায় আক্রান্ত হলেন একজন ৷ ঝাড়গ্রাম জেলা সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন এক রোগীর রিপোর্ট পজ়িটিভ এসেছে ৷
রিপোর্ট আসার পরই ওই রোগীকে আজ দুপুরে ঝাড়গ্রাম জেলা সুপার স্পেশালিটি হাসপাতাল থেকে পশ্চিম মেদিনীপুর জেলার আয়ুষ হাসপাতালে পাঠানো হয় ৷ কিন্তু কোরোনা পজ়িটিভ থাকায় ওই রোগীকে ভরতি নিতে অস্বীকার করে আয়ুস হাসপাতাল কর্তৃপক্ষ ৷ এই নিয়ে প্রশাসনিক জটিলতা দেখা দেয় । পরে সন্ধ্যায় ওই রোগীকে পূর্ব মেদিনীপুরের বড়মা হাসপাতালে পাঠানো হয় ৷
স্বাস্থ্যদপ্তর সূত্রে খবর , ঝাড়গ্রামের বড়গহিরা গ্রামের বাসিন্দা ওই ব্যক্তি পেশায় দিনমজুর ৷ বয়স 40 ৷ তিনি এগরায় এক আত্মীয়ের বাড়িতে গিয়েছিলেন ৷ লকডাউনের আগে তিনি গ্রামে ফেরেন ৷ কিন্তু বাসিন্দারা তাঁকে গ্রামে ঢুকতে দেননি ৷ ওই ব্যক্তি বিভিন্ন জায়গায় ঘুরে তারপর 21 এপ্রিল ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের ভাঙাগড় গ্রামীণ হাসপাতালে আউটডোরে দেখাতে যান ৷ কিন্তু এগরা থেকে ফিরেছেন শুনে হাসপাতাল কর্তৃপক্ষ তাঁকে অ্যাম্বুলেন্সে ঝাড়গ্রাম জেলা সুপার স্পেশালিটিতে পাঠিয়ে দেন ৷ 21 তারিখ থেকে তিনি ঝাড়গ্রাম জেলা সুপার স্পেশিলিটিতে আইসোলেশনে ছিলেন ৷ গত বুধবার তাঁর সোয়াবের নমুনা নিয়ে মেদিনীপুর মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগে পরীক্ষার জন্য পাঠানো হয় ৷ আজ তাঁর রিপোর্ট পজ়িটিভ আসে ৷ এরপরেই ওই রোগীকে স্থানান্তরিত করা হয় ৷