ETV Bharat / state

Marriage Promise Breach: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস, গ্রেফতার অভিযুক্ত

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস (Fake promise of marriage) ৷ গ্রেফতার অভিযুক্ত ৷ ধৃতের জেল হেফাজতের নির্দেশ আদালতের ৷ অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় দন্ডবিধির 471 ও 376 ধারায় মামলা রুজু পুলিশের ৷

Marriage Promise Breach
বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস
author img

By

Published : Oct 16, 2022, 11:09 PM IST

ঝাড়গ্রাম, 16 অক্টোবর: মহিলাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস ও অন্তঃসত্ত্বা করার অভিযোগে যুবকের বিরুদ্ধে (Fake promise of marriage) ৷ ঝাড়গ্রামের মানিকপাড়া এলাকার ঘটনায় মহিলার অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ ৷

পুলিশ সূত্রে খবর, ধৃতের নাম দীপক মাহাতো (40)। ঝাড়গ্রাম ব্লকের মানিকপাড়া এলাকার বাসিন্দা নির্যাতিতা ওই মহিলা গতকাল অর্থাৎ 15 অক্টোবর ঝাড়গ্রাম মহিলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন । অভিযোগে নির্যাতিতা মহিলা জানান, ঝাড়গ্রাম শহরের জামদা এলাকার একটি আটা মিলে তাঁরা দু‘জনে কাজ করতেন । সেখানেই দীপকের সঙ্গে পরিচয় হয়েছিল তাঁর ৷ এরপর ধীরে ধীরে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে তাদের । দীপক তাঁকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস করেছে। সম্প্রতি ওই মহিলা অন্তঃসত্ত্বা হয়ে পড়েন । এরপরে দীপক ওই মহিলাকে বিয়ে করতে অস্বীকার করেন । বর্তমানে ওই মহিলা ছ'মাসের অন্তঃসত্ত্বা ৷

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস

আরও পড়ুন: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ, গ্রেফতার যুবক

ওই মহিলার অভিযোগের ভিত্তিতেই অভিযুক্ত দীপক মাহাতোকে শনিবার রাতে তার বাড়ি থেকে গ্রেফতার করেছে ঝাড়গ্রাম থানার পুলিশ ৷ রবিবার মহিলা থানার পুলিশ ঝাড়গ্রামের সিজেএম বিচারক ভারপ্রাপ্ত সুপ্তি সরকারের এজলাসে তোলা হয়। প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগের ধারায় মামলা রুজু করেছে পুলিশ। ধৃতের বিরুদ্ধে 417 এবং 376 নম্বর ধারায় মামলা রুজু হয়েছে । এদিন বিচারক অভিযুক্তের 14দিনের জেল হেফাজতের নির্দেশ দেন । অভিযোগকারী মহিলার মেডিক্যাল পরীক্ষার নির্দেশ দিয়েছেন বিচারক ।

ঝাড়গ্রাম, 16 অক্টোবর: মহিলাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস ও অন্তঃসত্ত্বা করার অভিযোগে যুবকের বিরুদ্ধে (Fake promise of marriage) ৷ ঝাড়গ্রামের মানিকপাড়া এলাকার ঘটনায় মহিলার অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ ৷

পুলিশ সূত্রে খবর, ধৃতের নাম দীপক মাহাতো (40)। ঝাড়গ্রাম ব্লকের মানিকপাড়া এলাকার বাসিন্দা নির্যাতিতা ওই মহিলা গতকাল অর্থাৎ 15 অক্টোবর ঝাড়গ্রাম মহিলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন । অভিযোগে নির্যাতিতা মহিলা জানান, ঝাড়গ্রাম শহরের জামদা এলাকার একটি আটা মিলে তাঁরা দু‘জনে কাজ করতেন । সেখানেই দীপকের সঙ্গে পরিচয় হয়েছিল তাঁর ৷ এরপর ধীরে ধীরে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে তাদের । দীপক তাঁকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস করেছে। সম্প্রতি ওই মহিলা অন্তঃসত্ত্বা হয়ে পড়েন । এরপরে দীপক ওই মহিলাকে বিয়ে করতে অস্বীকার করেন । বর্তমানে ওই মহিলা ছ'মাসের অন্তঃসত্ত্বা ৷

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস

আরও পড়ুন: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ, গ্রেফতার যুবক

ওই মহিলার অভিযোগের ভিত্তিতেই অভিযুক্ত দীপক মাহাতোকে শনিবার রাতে তার বাড়ি থেকে গ্রেফতার করেছে ঝাড়গ্রাম থানার পুলিশ ৷ রবিবার মহিলা থানার পুলিশ ঝাড়গ্রামের সিজেএম বিচারক ভারপ্রাপ্ত সুপ্তি সরকারের এজলাসে তোলা হয়। প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগের ধারায় মামলা রুজু করেছে পুলিশ। ধৃতের বিরুদ্ধে 417 এবং 376 নম্বর ধারায় মামলা রুজু হয়েছে । এদিন বিচারক অভিযুক্তের 14দিনের জেল হেফাজতের নির্দেশ দেন । অভিযোগকারী মহিলার মেডিক্যাল পরীক্ষার নির্দেশ দিয়েছেন বিচারক ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.