ETV Bharat / state

Kurmi on Abhishek Convoy Attack: অভিষেকের কনভয়ে হামলায় সিবিআই তদন্তের দাবি কুড়মি ঘাঘর ঘেরা কেন্দ্রীয় কমিটির - TMC

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়ে হামলার ঘটনায় সিবিআই তদন্তের দাবি কুড়মিদের ৷ আজ জনজাতি সংগঠনের তরফে সাংবাদজিক বৈঠক করা হয় ৷ সেখানে কুড়মি সমাজ পশ্চিমবঙ্গের রাজ্য সভাপতি রাজেশ মাহাত অভিযোগ করেন, তাঁদের শান্তিপূর্ণ আন্দোলনকে কালিমালিপ্ত করা হচ্ছে ৷

Kurmi on Abhishek Convoy Attack ETV BHARAT
Kurmi on Abhishek Convoy Attack
author img

By

Published : May 27, 2023, 7:12 PM IST

ঝাড়গ্রাম, 27 মে: গড়শালবনিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়ে হামলার ঘটনায় সিবিআই তদন্তের দাবি কুড়মি সমাজের সংগঠন ঘাঘর ঘেরা কেন্দ্রীয় কমিটির ৷ শুক্রবার রাতের ঘটনায় কুড়মিরা যুক্ত রয়েছে ? নাকি এর পিছনে কোনও রাজনৈতিক ইন্ধন রয়েছে ? তা কুড়মিদেরকে জানানোর জন্য 48 ঘণ্টা সময় দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ তবে, 18 ঘণ্টার মধ্যে ঝাড়গ্রাম শহরে সাংবাদিক সম্মেলন করে ঘাঘর ঘেরা কেন্দ্রীয় কমিটি ৷ সেখানেই ঘটনা জড়িতদের ধরতে সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন কুড়মি সমাজ পশ্চিমবঙ্গের রাজ্য সভাপতি রাজেশ মাহাত ৷

সংগঠনের নেতা সুদীপ রায় মাহাত জানান, ঝাড়গ্রামে নব জোয়ার কর্মসূচিতে গড়শালবনির কাছে শান্তিপূর্ণভাবে ঘাঘর ঘেরা (বিক্ষোভ) কর্মসূচি চলছিল ৷ কিন্তু, অভিষেক কুড়মিদের সঙ্গে দেখা করেননি ৷ তাঁর কনভয়ে মন্ত্রী বীরবাহা হাঁসদার গাড়িতে হামলা চালানো হয় ৷ তিনি স্বীকার করেছেন যে, মন্ত্রীর গাড়ি লক্ষ্য করে ইট ছোড়া হয় ৷ কিন্তু, সেই ঘটনায় কুড়মিরা যুক্ত নয় বলে দাবি করেছেন তিনি ৷ তাঁরা এই ঘটনার নিন্দাও করেছেন ৷ এমনকি তাঁদের ঘাঘর ঘেরা কেন্দ্রীয় কমিটিকে এই হামলার সঙ্গে জড়িত বলা হচ্ছে বলেও অভিযোগ করেছেন ৷ যা সম্পূর্ণ মিথ্যে বলে জানান তিনি ৷ এর পরেই বিচারবিভাগীয় অথবা সিবিআই তদন্তের দাবি তোলেন তিনি ৷

আরও পড়ুন: কুড়মি আন্দোলনের নামে রাজ্যে জাতির মধ্যে অশান্তি বাঁধাতে চায় বিজেপি: মমতা

কুড়মি সমাজ পশ্চিমবঙ্গের রাজ্য সভাপতি রাজেশ মাহাত বলেন, ‘‘কোনও হিংস়ই সমর্থনযোগ্য নয় ৷ আমরা কোনও হিংসাকে সমর্থন করছি না । যাঁরা দোষী তাঁরা শাস্তি পাক ৷ নিরপেক্ষ তদন্ত হোক ৷ আমাদের এই শান্তিপূর্ণ আন্দোলনকে যে বা যারা বিপথগামী, কালিমালিপ্ত করার চক্রান্ত চালাচ্ছে, তাদের আমরা তীব্র ধিক্কার জানাই ৷ আমাদের এই কর্মসূচি এতদিন ধরে শান্তিপূর্ণভাবে চালিয়ে এসেছি ৷ প্রতিটি আন্দোলন শান্তিপূর্ণ হয়েছে ৷ কুড়মি জাতির উপর আমার আস্থা ভরসা আছে ৷ কুড়মি জাতি শান্তি প্রিয় জনজাতি ৷ এই ঘটনার সঙ্গে কোনওভাবেই ঘাঘর ঘেরা কেন্দ্রীয় কমিটি যুক্ত নেই ৷ এর পূর্ণাঙ্গ তদন্ত হোক ৷’’

ঝাড়গ্রাম, 27 মে: গড়শালবনিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়ে হামলার ঘটনায় সিবিআই তদন্তের দাবি কুড়মি সমাজের সংগঠন ঘাঘর ঘেরা কেন্দ্রীয় কমিটির ৷ শুক্রবার রাতের ঘটনায় কুড়মিরা যুক্ত রয়েছে ? নাকি এর পিছনে কোনও রাজনৈতিক ইন্ধন রয়েছে ? তা কুড়মিদেরকে জানানোর জন্য 48 ঘণ্টা সময় দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ তবে, 18 ঘণ্টার মধ্যে ঝাড়গ্রাম শহরে সাংবাদিক সম্মেলন করে ঘাঘর ঘেরা কেন্দ্রীয় কমিটি ৷ সেখানেই ঘটনা জড়িতদের ধরতে সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন কুড়মি সমাজ পশ্চিমবঙ্গের রাজ্য সভাপতি রাজেশ মাহাত ৷

সংগঠনের নেতা সুদীপ রায় মাহাত জানান, ঝাড়গ্রামে নব জোয়ার কর্মসূচিতে গড়শালবনির কাছে শান্তিপূর্ণভাবে ঘাঘর ঘেরা (বিক্ষোভ) কর্মসূচি চলছিল ৷ কিন্তু, অভিষেক কুড়মিদের সঙ্গে দেখা করেননি ৷ তাঁর কনভয়ে মন্ত্রী বীরবাহা হাঁসদার গাড়িতে হামলা চালানো হয় ৷ তিনি স্বীকার করেছেন যে, মন্ত্রীর গাড়ি লক্ষ্য করে ইট ছোড়া হয় ৷ কিন্তু, সেই ঘটনায় কুড়মিরা যুক্ত নয় বলে দাবি করেছেন তিনি ৷ তাঁরা এই ঘটনার নিন্দাও করেছেন ৷ এমনকি তাঁদের ঘাঘর ঘেরা কেন্দ্রীয় কমিটিকে এই হামলার সঙ্গে জড়িত বলা হচ্ছে বলেও অভিযোগ করেছেন ৷ যা সম্পূর্ণ মিথ্যে বলে জানান তিনি ৷ এর পরেই বিচারবিভাগীয় অথবা সিবিআই তদন্তের দাবি তোলেন তিনি ৷

আরও পড়ুন: কুড়মি আন্দোলনের নামে রাজ্যে জাতির মধ্যে অশান্তি বাঁধাতে চায় বিজেপি: মমতা

কুড়মি সমাজ পশ্চিমবঙ্গের রাজ্য সভাপতি রাজেশ মাহাত বলেন, ‘‘কোনও হিংস়ই সমর্থনযোগ্য নয় ৷ আমরা কোনও হিংসাকে সমর্থন করছি না । যাঁরা দোষী তাঁরা শাস্তি পাক ৷ নিরপেক্ষ তদন্ত হোক ৷ আমাদের এই শান্তিপূর্ণ আন্দোলনকে যে বা যারা বিপথগামী, কালিমালিপ্ত করার চক্রান্ত চালাচ্ছে, তাদের আমরা তীব্র ধিক্কার জানাই ৷ আমাদের এই কর্মসূচি এতদিন ধরে শান্তিপূর্ণভাবে চালিয়ে এসেছি ৷ প্রতিটি আন্দোলন শান্তিপূর্ণ হয়েছে ৷ কুড়মি জাতির উপর আমার আস্থা ভরসা আছে ৷ কুড়মি জাতি শান্তি প্রিয় জনজাতি ৷ এই ঘটনার সঙ্গে কোনওভাবেই ঘাঘর ঘেরা কেন্দ্রীয় কমিটি যুক্ত নেই ৷ এর পূর্ণাঙ্গ তদন্ত হোক ৷’’

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.