ঝাড়গ্রাম, 6 এপ্রিল : গান গেয়ে মানুষের মধ্যে সতর্কতার বার্তা পৌঁছে দেওয়ার যে অভিনব পদক্ষেপ নিয়েছিল কলকাতা পুলিশ তা ইতিমধ্যেই বেশ প্রশংসা কুড়িয়েছে । এবার একইরকম পথে হাঁটল ঝাড়গ্রাম জেলা পুলিশও । কোরোনা সতর্কতার জন্য সর্বত্র জারি রয়েছে লকডাউন । এলাকার মানুষের একঘেঁয়েমি কাটাতে তাই এবার গিটার, কি বোর্ড, সিন্থেসাইজ়ার হাতে আসরে নামল ঝাড়গ্রাম পুলিশ ।
এলাকার মানুষের মনোরঞ্জনের জন্য পুলিশকর্মীরা গাইলেন একাধিক গান । আশ্বাস দেওয়া হল পাশে থাকার । গানের মাধ্যমে পৌঁছে দেওয়া হল সতর্কতার বার্তাও । ঝাড়গ্রাম থানার IC-র উদ্যোগে এলাকার পাঁচমাথার মোড়ে গতকাল বিকেল নাগাদ পুলিশকর্মীরা ওই কর্মসূচির আয়োজন করেন । কারও হাতে ছিল গিটার । কেউবা বাজালেন কি বোর্ড । কেউ আবার সুর তুললেন কি বোর্ডে । ঢোল এবং অক্টোপ্যাডে তাল মেলালেন অন্যজন । মাইক হাতে গান গাইলেন এক পুলিশকর্মী । এইরকমভাবেই সুরে-তালে চলল আসর । বলা যেতে পারে ছোটোখাটো অর্কেস্ট্রা পার্টিরই আয়োজন করেছিলেন পুলিশকর্মীরা । তাঁদের এই অনুষ্ঠানে বাড়ির ছাদ, ব্যালকনি থেকে সুর মেলান ঝাড়গ্রামবাসীও ।
পুলিশের এই প্রয়াসকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী । এক এলাকাবাসীর কথায়, "মানুষের একঘেঁয়েমি কাটাতে এই ধরনের অনুষ্ঠান সত্যিই প্রশংসনীয় । আমরা এই সময় সবাই ঘরবন্দী। তার মধ্যেও মানুষের মনোরঞ্জনের জন্য পুলিশর এই প্রয়াসে আমরা সবাই খুশি ।"