ETV Bharat / state

Fetus Recovery in Jhargram: ডাস্টবিনের পাশ থেকে উদ্ধার ভ্রূণ, ঝাড়গ্রামে চাঞ্চল্য - Raghunathpur in Jhargram

দিনেদুপুরে ঝাড়গ্রাম শহরে ডাস্টবিনের পাশে পড়ে রয়েছে ভ্রূণ (Fetuses Recovered in Jhargram)। যা দেখে রীতিমতো চাঞ্চল্য ছড়াল এলাকায়।

Fetuses Recovered in Jhargram
ডাস্টবিনের পাশ থেকে উদ্ধার ভ্রূণ, ঝাড়গ্রামে চাঞ্চল্য
author img

By

Published : Oct 28, 2022, 8:03 PM IST

ঝাড়গ্রাম, 28 অক্টোবর: ভ্রূণ উদ্ধারকে ঘিরে রঘনাথপুরে ছড়াল চাঞ্চল্য। তার পাশেই রয়েছে একটি নার্সিংহোম । কোনওভাবে নার্সিংহোম এ ঘটনায় জড়িয়ে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ ৷ জানা গিয়েছে, ভ্রূণটি চার থেকে পাঁচ মাসের (Fetuses Recovered in Jhargram)।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সকালেই নার্সিংহোম (Nursing Home) সংলগ্ন ওই ডাস্টবিনের পাশে ওই ভ্রূণটি পড়ে থাকতে দেখা যায় ৷ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ঝাড়গ্রাম থানার পুলিশ । পুলিশ ওই ভ্রূণটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝাড়গ্রাম জেলা পুলিশ (Jhargram Police) মর্গে পাঠায়।

নার্সিংহোমের চিকিৎসক ডাঃ এস নন্দী বলেন, "বেশ কয়েকদিন ধরে আমার নার্সিংহোমে কোনও ডেলিভারি পেশেন্ট নেই। আমার দেখে মনে হল যে ভ্রূণটির বয়স চার থেকে পাঁচ মাস হবে।" এই ঘটনার সঙ্গে নার্সিংহোম জড়িয়ে রয়েছে কি না, সেই প্রসঙ্গে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি বলেন, "কেউ হয়তো ইচ্ছা করে নার্সিংহোমকে বদনাম করার জন্য এইখানে এটি ফেলে দিয়ে গিয়েছে ৷"

ডাস্টবিনের পাশ থেকে উদ্ধার ভ্রূণ

পুলিশ ভ্রূণ উদ্ধার করে নিয়ে যাওয়ার পর ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ঝাড়গ্রাম জেলা শিশু সুরক্ষা দফতরের আধিকারিকরা। তাঁরা বিষয়টি সম্পর্কে চিকিৎসক ও স্থানীয় মানুষের কাছ থেকে জিজ্ঞাসাবাদ করেন । লিগাল কাম প্রভিশনাল অফিসার বিশ্বজিৎ ভকত বলেন, "আমরা বিষয়টি সম্পর্কে পুলিশের সঙ্গে কথাবার্তা বলছি।"

আরও পড়ুন: পৌরসভার ভাগাড় থেকে উদ্ধার 18টি ভ্রূণ, উলুবেড়িয়ায় চাঞ্চল্য

ঝাড়গ্রাম, 28 অক্টোবর: ভ্রূণ উদ্ধারকে ঘিরে রঘনাথপুরে ছড়াল চাঞ্চল্য। তার পাশেই রয়েছে একটি নার্সিংহোম । কোনওভাবে নার্সিংহোম এ ঘটনায় জড়িয়ে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ ৷ জানা গিয়েছে, ভ্রূণটি চার থেকে পাঁচ মাসের (Fetuses Recovered in Jhargram)।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সকালেই নার্সিংহোম (Nursing Home) সংলগ্ন ওই ডাস্টবিনের পাশে ওই ভ্রূণটি পড়ে থাকতে দেখা যায় ৷ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ঝাড়গ্রাম থানার পুলিশ । পুলিশ ওই ভ্রূণটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝাড়গ্রাম জেলা পুলিশ (Jhargram Police) মর্গে পাঠায়।

নার্সিংহোমের চিকিৎসক ডাঃ এস নন্দী বলেন, "বেশ কয়েকদিন ধরে আমার নার্সিংহোমে কোনও ডেলিভারি পেশেন্ট নেই। আমার দেখে মনে হল যে ভ্রূণটির বয়স চার থেকে পাঁচ মাস হবে।" এই ঘটনার সঙ্গে নার্সিংহোম জড়িয়ে রয়েছে কি না, সেই প্রসঙ্গে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি বলেন, "কেউ হয়তো ইচ্ছা করে নার্সিংহোমকে বদনাম করার জন্য এইখানে এটি ফেলে দিয়ে গিয়েছে ৷"

ডাস্টবিনের পাশ থেকে উদ্ধার ভ্রূণ

পুলিশ ভ্রূণ উদ্ধার করে নিয়ে যাওয়ার পর ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ঝাড়গ্রাম জেলা শিশু সুরক্ষা দফতরের আধিকারিকরা। তাঁরা বিষয়টি সম্পর্কে চিকিৎসক ও স্থানীয় মানুষের কাছ থেকে জিজ্ঞাসাবাদ করেন । লিগাল কাম প্রভিশনাল অফিসার বিশ্বজিৎ ভকত বলেন, "আমরা বিষয়টি সম্পর্কে পুলিশের সঙ্গে কথাবার্তা বলছি।"

আরও পড়ুন: পৌরসভার ভাগাড় থেকে উদ্ধার 18টি ভ্রূণ, উলুবেড়িয়ায় চাঞ্চল্য

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.