ঝাড়গ্রাম, 14 মে:"সারা দেশে আমাদের 30 কোটি ভোটার । পার্টি হারলেও ভোট কমে না আমাদের ৷" কর্ণাটকের নির্বাচনে বিজেপির হার প্রসঙ্গে রবিবার এমনই মন্তব্য করেন বিজেপি সাংসদ তথা দলের সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ ৷ পঞ্চায়েত নির্বাচনের আগে কর্মীদের মনোবল বৃদ্ধি করতে এদিন কার্যকর্তা সম্মেলন করেন দিলীপ ঘোষ । রবিবার দুপুরে ঝাড়গ্রামের বিনপুর দু'নম্বর ব্লকের শিলদা এলাকার একটি কমিনিউটি হলে বিজেপির এই এই কার্যকর্তা সম্মেলন অনুষ্ঠিত হয় । বিনপুর বিধানসভার অন্তর্গত বিজেপির মণ্ডল সভাপতি, অঞ্চল সভাপতি, বুথ সভাপতিরা উপস্থিত ছিলেন এই সম্মেলনে । ছিলেন ঝাড়গ্রাম জেলা বিজেপির জেলা সভাপতি তুফান মাহাতো-সহ জেলার অন্যান্য নেতৃত্বরা ।
মূলত পঞ্চায়েত নির্বাচনে বেলপাহাড়ি, শিলদা, জামবনি এলাকায় দল কীভাবে কাজ করবে সেই প্রসঙ্গে দলের কর্মীদের পরামর্শ দেন দিলীপ ঘোষ । তৃণমূলের নবজোয়ার কর্মসূচিতে দলীয় ভোট লুটের প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, "তৃণমূল দলটা পুরো জালি । নিজেদের পার্টির মধ্যে একটা নির্বাচন করতে গিয়ে সেখানেও ভোট রিগিং হচ্ছে। সেই পার্টি এখানে পঞ্চায়েত ভোট হলে কীভাবে সুষ্ঠভাবে করবে ! এখানকার সরকারও করবে না । এখানে যে নকল গণতন্ত্র চলছে তা বন্ধ হওয়ার দরকার আছে । এই জন্যেই এখানে নির্বাচনে কেন্দ্রীয় বাহিনীর কথা ওঠে ৷"
এদিন দিলীপ ঘোষ আরও জানান, এ রাজ্যের কর্মীরা দিনরাত কাজ করে পার্টিকে দাঁড় করিয়েছে । শনিবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যপাল পদের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন ৷ বিষয়টিকে টাকার অপচয় বলেও তুলে ধরেন তিনি ৷ এই প্রসঙ্গে দিলীপ ঘোষ জানান, এখন ওনার (মুখ্যমন্ত্রী) কথা না-শুনলে উনি এইরকম বলবেন। উনি চাইছেন রাজ্যপাল ওনার কথা শুনে চলুন । এটা তো হবে না । উনি কী বলছেন তাতে কিছু যায় আসে না, ভারতবর্ষ সংবিধান অনুযায়ী চলে ৷ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে হাইকোর্টের মন্তব্য প্রসঙ্গে এদিন দিলীপ বলেন, "অপেক্ষা করুন অনেকেই গ্রেফতার হবে । বারবার ডেকেছে একবার আটকে দিলেই হবে ।"
আরও পড়ুন: 36000 প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিলের তালিকায় নাম মন্ত্রীর মেয়ের