ঝাড়গ্রাম, 8 জুলাই: অন্তর্বর্তী জামিনে কয়েকদিন আগেই ছেলের বিয়ের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন । কথা ছিল শুক্রবার কলকাতায় গিয়ে বিশেষ আদালতে হাজিরা দেবেন । কিন্তু শেষদিনেই বিপত্তি । প্যারোলের শেষদিনে অসুস্থ হয়ে হাসপাতালে তৃণমূলের রাজ্য সম্পাদক ছত্রধর মাহাতো । রক্তচাপ বৃদ্ধি পাওয়ায় প্রথমে তাঁকে লালগড় গ্রামীন হাসপাতাল এবং পরে ঝাড়গ্রাম জেলা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে (Chhatradhar Mahato Admitted to the Hospital) ৷
চলতি মাসের 2 তারিখ দুই ছেলের বিয়ের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য প্যারোলে মুক্ত হয়েছিলেন ছত্রধর মাহাতো ৷ 3 জুলাই বড় ছেলের এবং 5 জুলাই ছোট ছেলের বিয়ের অনুষ্ঠানে অংশগ্রহণও করেন ৷ কিন্তু 6 জুলাই ছেলেদের বৌভাতের অনুষ্ঠান চলাকালীন অসুস্থ হয়ে পড়ায় তাঁর চিকিৎসা শুরু হয় বাড়িতে ৷ অবস্থার উন্নতি না-হওয়ায় চিকিৎসকের পরামর্শে প্রথমে তাঁকে লালগড় গ্রামীন হাসপাতালে ও পরে ঝাড়গ্রাম জেলা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয় ৷ রক্তচাপ বৃদ্ধি পাওয়ায় অবস্থা আরও জটিল হয়েছে, একইসঙ্গে দেখা দিয়েছে হৃদযন্ত্রের সমস্যাও ৷ চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য কলকাতায় স্থানান্তরিত করার ব্যবস্থা করা হচ্ছে প্রাক্তন জনসাধারণ কমিটির নেতাকে ৷
এই প্রসঙ্গেই ছত্রধর মাহাতোর আইনজীবী কৌশিক সিনহা বলেন, "বিয়ে বাড়ির অনুষ্ঠানে হঠাৎই অসুস্থ হয়ে পড়ায় চিকিৎসার জন্য ঝাড়গ্রাম জেলা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে । এখানে তাঁর চিকিৎসার জন্য মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে । তাঁর শারীরিক নানা অসুবিধা থাকার জন্য মেদিনীপুর মেডিকেল কলেজ বা অন্য কোথাও নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছে চিকিৎসকরা। "
আরও পড়ুন: দুই ছেলের বিয়ে, অন্তর্বর্তী জামিন ছত্রধরের
প্রসঙ্গত, 2-7 জুলাই ছ'দিনের অন্তর্বর্তী জামিনে মুক্তি পেয়েছিলেন ছত্রধর । শুক্রবারই এনআইএ-এর বিশেষ আদালতে হাজিরা দেওয়ার কথা ছিল তাঁর। স্বাভাবিকভাবেই প্যারোলের শেষদিন ছত্রধরের অসুস্থতাকে 'নাটক' বলছে বিরোধীরা ।