ETV Bharat / state

Bratya Basu on Game: মননের বিকাশে মাঠের বিকল্প নেই, মোবাইলে মগ্ন পড়ুয়াদের বিশেষ বার্তা ব্রাত্যর

শনিবার ঝাড়গ্রামে 66তম পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতার সূচনা হল ৷ এই অনুষ্ঠান থেকে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু মোবাইলে মগ্ন পড়ুয়াদের খেলার মাঠে ফেরার বার্তা দেন ৷ তিনি জানান, পড়ুয়াদের হাতে মোবাইল থাকবে ৷ কিন্তু মস্তিষ্কের বিকাশে মাঠের কোনও বিকল্প নেই ৷

Bratya Basu
ব্রাত্য বসু
author img

By

Published : Apr 30, 2023, 6:55 AM IST

Updated : Apr 30, 2023, 7:05 AM IST

ঝাড়গ্রামে পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতার সূচনায় ব্রাত্য বসু

ঝাড়গ্রাম, 30 এপ্রিল: মোবাইল ছেড়ে পড়ুয়াদের মাঠমুখো হওয়ার আহ্বান জানালেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ৷ শনিবার বিকেলে ঝাড়গ্রাম স্টেডিয়ামে 66তম পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে এই কথা বলেন শিক্ষামন্ত্রী ৷ এদিনের অনু্ষ্ঠানে শিক্ষামন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের জনশিক্ষা ও গ্রন্থাগার দফতরের মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী, ক্রেতা সুরক্ষা দফতরের রাষ্ট্রমন্ত্রী শ্রীকান্ত মাহাতো, বন রাষ্ট্রমন্ত্রী বীরবাহা হাঁসদা, জেলা পরিষদের সভাধিপতি মাধবী বিশ্বাস, জেলাশাসক সুনীল আগরওয়ালা প্রমুখ ৷

রাজ্যের প্রতিটি জেলা থেকে স্কুল পড়ুয়ারা এই ক্রীড়া অনুষ্ঠানে যোগ দিতে এসেছেন ৷ আগামী তিন দিনব্যাপী ফুটবল খেলা চলবে স্টেডিয়ামে ৷ জানা গিয়েছে, রাজ্যের 23টি জেলা থেকে অনূর্ধ্ব 14 বছরে মোট 25টি ফুটবল টিম অংশগ্রহণ করেছে ৷ মোট 730 জন প্রতিযোগী অংশগ্রহণ করেছে এই প্রতিযোগিতায় ৷ ঝাড়গ্রাম স্টেডিয়াম, ঝাড়গ্রাম কুমুদ কুমারী ইনস্টিটিউশনের মাঠে, সেবায়তন এলাকায়, কাপগাড়ি সেবা ভারতী মহাবিদ্যালয়ের প্রাঙ্গণ এবং পুকুরিয়া ফুটবল মাঠে ফুটবল খেলাগুলি অনুষ্ঠিত হবে ।

শনিবার বিকেলে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এই ক্রীড়ামঞ্চ থেকে বলেন, "খেলাধূলা জীবনে একটা অপরিহার্য অঙ্গ ৷ খেলা অনাবিল আনন্দের চিরন্তন উৎস ৷ এই আনন্দের মধ্যে দিয়ে মানুষের শরীর, মন, চরিত্র গড়ে ওঠে ৷" তাঁর আক্ষেপ, সেই খেলা ছেড়ে ছেলেরা এখন হাতের 6 ইঞ্চির যন্ত্রে ভিডিয়োগেমে চলে যায় এবং মগ্ন হয়ে যায় ৷ তখন সেখান থেকে তাদের মাঠমুখো করতে হবে ৷ মোবাইল ফোন প্রসঙ্গে তিনি আরও জানান, বিজ্ঞান ও প্রযুক্তিকে অস্বীকার করা যাবে না ৷ পড়ুয়াদের হাতে ওই 6 ইঞ্চি থাকবেই ৷ কিন্তু মস্তিকের বিকাশ করতে সবুজ মাঠের কোনও বিকল্প নেই ৷ খেলা অংশগ্রহণকারীদের সে কথা স্মরণ করিয়ে দিয়ে শিক্ষামন্ত্রী বলেন, "খেলায় তোমরা সকলে জিতবে না, এটা ঠিক। কিন্তু তোমরা সকলে অংশগ্রহণ করছ এটাই বড় কথা ৷"

আরও পড়ুন: বিচারপতি গঙ্গোপাধ্যায়কে নিয়ে শীর্ষ আদালতের নির্দেশ প্রসঙ্গে মন্তব্যে নারাজ ব্রাত্য

ঝাড়গ্রামে পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতার সূচনায় ব্রাত্য বসু

ঝাড়গ্রাম, 30 এপ্রিল: মোবাইল ছেড়ে পড়ুয়াদের মাঠমুখো হওয়ার আহ্বান জানালেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ৷ শনিবার বিকেলে ঝাড়গ্রাম স্টেডিয়ামে 66তম পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে এই কথা বলেন শিক্ষামন্ত্রী ৷ এদিনের অনু্ষ্ঠানে শিক্ষামন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের জনশিক্ষা ও গ্রন্থাগার দফতরের মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী, ক্রেতা সুরক্ষা দফতরের রাষ্ট্রমন্ত্রী শ্রীকান্ত মাহাতো, বন রাষ্ট্রমন্ত্রী বীরবাহা হাঁসদা, জেলা পরিষদের সভাধিপতি মাধবী বিশ্বাস, জেলাশাসক সুনীল আগরওয়ালা প্রমুখ ৷

রাজ্যের প্রতিটি জেলা থেকে স্কুল পড়ুয়ারা এই ক্রীড়া অনুষ্ঠানে যোগ দিতে এসেছেন ৷ আগামী তিন দিনব্যাপী ফুটবল খেলা চলবে স্টেডিয়ামে ৷ জানা গিয়েছে, রাজ্যের 23টি জেলা থেকে অনূর্ধ্ব 14 বছরে মোট 25টি ফুটবল টিম অংশগ্রহণ করেছে ৷ মোট 730 জন প্রতিযোগী অংশগ্রহণ করেছে এই প্রতিযোগিতায় ৷ ঝাড়গ্রাম স্টেডিয়াম, ঝাড়গ্রাম কুমুদ কুমারী ইনস্টিটিউশনের মাঠে, সেবায়তন এলাকায়, কাপগাড়ি সেবা ভারতী মহাবিদ্যালয়ের প্রাঙ্গণ এবং পুকুরিয়া ফুটবল মাঠে ফুটবল খেলাগুলি অনুষ্ঠিত হবে ।

শনিবার বিকেলে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এই ক্রীড়ামঞ্চ থেকে বলেন, "খেলাধূলা জীবনে একটা অপরিহার্য অঙ্গ ৷ খেলা অনাবিল আনন্দের চিরন্তন উৎস ৷ এই আনন্দের মধ্যে দিয়ে মানুষের শরীর, মন, চরিত্র গড়ে ওঠে ৷" তাঁর আক্ষেপ, সেই খেলা ছেড়ে ছেলেরা এখন হাতের 6 ইঞ্চির যন্ত্রে ভিডিয়োগেমে চলে যায় এবং মগ্ন হয়ে যায় ৷ তখন সেখান থেকে তাদের মাঠমুখো করতে হবে ৷ মোবাইল ফোন প্রসঙ্গে তিনি আরও জানান, বিজ্ঞান ও প্রযুক্তিকে অস্বীকার করা যাবে না ৷ পড়ুয়াদের হাতে ওই 6 ইঞ্চি থাকবেই ৷ কিন্তু মস্তিকের বিকাশ করতে সবুজ মাঠের কোনও বিকল্প নেই ৷ খেলা অংশগ্রহণকারীদের সে কথা স্মরণ করিয়ে দিয়ে শিক্ষামন্ত্রী বলেন, "খেলায় তোমরা সকলে জিতবে না, এটা ঠিক। কিন্তু তোমরা সকলে অংশগ্রহণ করছ এটাই বড় কথা ৷"

আরও পড়ুন: বিচারপতি গঙ্গোপাধ্যায়কে নিয়ে শীর্ষ আদালতের নির্দেশ প্রসঙ্গে মন্তব্যে নারাজ ব্রাত্য

Last Updated : Apr 30, 2023, 7:05 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.