ঝাড়গ্রাম, 11 মার্চ: রাজ্য বিধানসভায় পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় (Minister Sovandeb Chattopadhyay) আদিবাসীদের বহিরাগত বলে মন্তব্য করেন ৷ এরই প্রতিবাদে ঝাড়গ্রামে জেলা জুড়ে অনির্দিষ্টকালের বনধ শুরু করেছে আদিবাসীদের সামাজিক সংগঠন ভারত জাকাত মাঝি পরগানা মহল (Bharat Jakat Majhi Pargana Mahal calls Bandh) । শনিবার সকাল থেকেই বনধের প্রভাবে রাস্তায় কোনও সরকারি বা বেসরকারি বাসের দেখা নেই । ঝাড়গ্রাম শহরের শপিং মল থেকে শুরু করে কোর্ট রোড এলাকার দোকান এবং জুবলি মার্কেটের দোকানও বন্ধ।
কলকাতা-মুম্বই 6 নম্বর জাতীয় সড়ক গজাশিমূলের কাছে অবরোধ করা হয়েছে । এছাড়াও লোধাশুলির কাছেও রাস্তা অবরোধ করা হয়েছে ৷ এর পাশাপাশি সমস্ত দোকান বাজার বন্ধ রয়েছে । বিনপুর 1 নম্বর ব্লকের দহিজুড়ি মোড়েও অবরোধ করা হয়েছে । বিনপুর 2 নম্বর ব্লকের শিলদা চকেও অবরোধ করা হয়েছে । এছাড়াও জেলার বিভিন্ন প্রান্তে পথ অবরোধের পাশাপাশি দোকান বাজারও বন্ধ করে চলছে প্রতিবাদ বিক্ষোভ ।
আদিবাসী সামাজিক সংগঠনের নেতা ডানগা হাঁসদা বলেন, "ঝাড়গ্রাম জেলার সমস্ত ব্লকে আমাদের অবরোধ এবং বনধ কর্মসূচি চলছে । আমরা আগেই ঘোষণা করছি এই বনধ অনির্দিষ্টকাল চলবে । গত 21 ফেব্রুয়ারি রাজ্য বিধানসভা কক্ষে মাননীয় মন্ত্রী যে মন্তব্য করেছেন তা অত্যন্ত দুঃখজনক এবং বেদনাদায়ক । তার প্রতিবাদে আমরা ঝাড়গ্রাম জেলায় অনির্দিষ্টকালের বনধ ডেকেছি ৷"
ভারত জাকাত মাঝি পরগানা মহলের দাবি, মন্ত্রীকে ভুল স্বীকার করতে হবে । তাঁকে বলতে হবে, ভুলবশত তিনি আদিবাসী সম্প্রদায় সম্পর্কে একথা বলেছেন । নইলে এই বনধ চলতে থাকবে। পাশাপাশি বিধানসভার অধ্যক্ষের উদ্দেশ্যে ডানগা হাঁসদা বলেন, "আমি এখান থেকে মাননীয় অধ্যক্ষ মহাশয়কে অনুরোধ করব শোভনদেব চট্টোপাধ্যায় যে মন্তব্যটি করেছেন তা যেন বিধানসভার কার্যবিবরণী থেকে বাদ দেওয়া হয় ৷" এছাড়াও তিনি জানান,শোভনদেব চট্টোপাধ্যায়কে আদিবাসী সম্প্রদায়ের মানুষের কাছে ক্ষমা চাইতে হবে ৷
আরও পড়ুন: গোর্খাদের নিয়ে শোভনদেবের মন্তব্যে উত্তাপ বিধানসভায়, বক্তব্য প্রত্যাহারের দাবি বিজেপির