ETV Bharat / state

Woman Died of Burns: উনুনে আগুন পোহাতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে মহিলার মৃত্যু

হাড় কাঁপানো ঠান্ডায় জবুথবু রাজ্যবাসী ৷ জেলাগুলিতে শৈত্যপ্রবাহ ৷ ঠান্ডা থেকে বাঁচতে আগুন পোহাচ্ছেন অনেকে ৷ এই আগুন পাহাতে গিয়ে বিপত্তি ৷ অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হল এক মহিলার (Woman Died of Burns) ৷

Woman Died of Burns
অগ্নিদগ্ধ হয়ে মৃত মহিলা
author img

By

Published : Jan 6, 2023, 9:17 PM IST

ঝাড়গ্রাম, 6 জানুয়ারি: ঠান্ডার হাত থেকে বাঁচতে বাড়ির উনুনে আগুন পোহাচ্ছিলেন এক মহিলা ৷ তাতেই ঘটল বিপত্তি ৷ অসাবধানতা বশত আগুন লেগে যায় ওই মহিলার শরীরে ৷ তা থেকে মৃত্যু হয় মহিলার ৷ মৃতের নাম সুশীলা মাহাতো (55) ৷ ঝাড়গ্রামের বাসিন্দা ৷ বৃহস্পতিবার নয়াগ্রাম থানার অন্তর্গত কুন্ডলবনী গ্রামের ঘটনা । শুক্রবার ভোরে নয়াগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে মৃত্যু হয়েছে ওই মহিলার (woman died of burns in jhargram) ৷

পরিবার সূত্রে জানা গিয়েছে, ওই মহিলা একাই থাকতেন বাড়িতে ৷ পাশেই তাঁর ভাইপোর বাড়ি ৷ হাড় কাঁপানো ঠান্ডা থেকে রেহাই পেতে বৃহস্পতিবার সকালে বাড়ির ভেতরে আগুন পোহাচ্ছিলেন ৷ সেই সময় হঠাৎ করে তাঁর গায়ে আগুন লেগে যায় । চিৎকার শুনে ছুটে আসেন অন্যান্যর । কম্বল চাপা দিয়ে আগুন নেভানো হয় । আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় নয়াগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে ৷ সেখানেই তাঁর চিকিৎসা চলছিল ৷ কিন্তু শুক্রবার ভোর রাতে মৃত্যু হয় ওই মহিলার । শুক্রবার দুপুরে ওই মহিলার দেহ ময়নাতদন্ত হয় ঝাড়গ্রাম জেলা পুলিশ মর্গে ।

আরও পড়ুন: বিদ্যুতের তারের সংস্পর্শে অটোতে আগুন, অন্ধ্রে অগ্নিদগ্ধ হয়ে মৃত 5 মহিলা

জানা গিয়েছে, মৃত মহিলার পরিবারের কেউ নেই ৷ সে তার বাড়িতে একাই থাকতো তার বাড়ির পাশেই রয়েছে তার দাদার ছেলের বাড়ি । তারাই ওই মহিলাকে দেখভাল করতেন । মহিলার ভাইপো মলয়েস মাহাতো বলেন, "খুব ঠান্ডা পড়েছে ৷ ঠান্ডার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য পিসি নিজের বাড়ির উনুনে আগুন পোহাচ্ছিলেন । সেই সময় কোনও কারণে তাঁর গায়ে আগুন লেগে যায় । তাঁর চিৎকার শুনে আমরা গিয়ে আগুন নেভাই এবং হাসপাতালে নিয়ে যাই । হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোরে পিসির মৃত্যু হয়েছে ।"

ঝাড়গ্রাম, 6 জানুয়ারি: ঠান্ডার হাত থেকে বাঁচতে বাড়ির উনুনে আগুন পোহাচ্ছিলেন এক মহিলা ৷ তাতেই ঘটল বিপত্তি ৷ অসাবধানতা বশত আগুন লেগে যায় ওই মহিলার শরীরে ৷ তা থেকে মৃত্যু হয় মহিলার ৷ মৃতের নাম সুশীলা মাহাতো (55) ৷ ঝাড়গ্রামের বাসিন্দা ৷ বৃহস্পতিবার নয়াগ্রাম থানার অন্তর্গত কুন্ডলবনী গ্রামের ঘটনা । শুক্রবার ভোরে নয়াগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে মৃত্যু হয়েছে ওই মহিলার (woman died of burns in jhargram) ৷

পরিবার সূত্রে জানা গিয়েছে, ওই মহিলা একাই থাকতেন বাড়িতে ৷ পাশেই তাঁর ভাইপোর বাড়ি ৷ হাড় কাঁপানো ঠান্ডা থেকে রেহাই পেতে বৃহস্পতিবার সকালে বাড়ির ভেতরে আগুন পোহাচ্ছিলেন ৷ সেই সময় হঠাৎ করে তাঁর গায়ে আগুন লেগে যায় । চিৎকার শুনে ছুটে আসেন অন্যান্যর । কম্বল চাপা দিয়ে আগুন নেভানো হয় । আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় নয়াগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে ৷ সেখানেই তাঁর চিকিৎসা চলছিল ৷ কিন্তু শুক্রবার ভোর রাতে মৃত্যু হয় ওই মহিলার । শুক্রবার দুপুরে ওই মহিলার দেহ ময়নাতদন্ত হয় ঝাড়গ্রাম জেলা পুলিশ মর্গে ।

আরও পড়ুন: বিদ্যুতের তারের সংস্পর্শে অটোতে আগুন, অন্ধ্রে অগ্নিদগ্ধ হয়ে মৃত 5 মহিলা

জানা গিয়েছে, মৃত মহিলার পরিবারের কেউ নেই ৷ সে তার বাড়িতে একাই থাকতো তার বাড়ির পাশেই রয়েছে তার দাদার ছেলের বাড়ি । তারাই ওই মহিলাকে দেখভাল করতেন । মহিলার ভাইপো মলয়েস মাহাতো বলেন, "খুব ঠান্ডা পড়েছে ৷ ঠান্ডার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য পিসি নিজের বাড়ির উনুনে আগুন পোহাচ্ছিলেন । সেই সময় কোনও কারণে তাঁর গায়ে আগুন লেগে যায় । তাঁর চিৎকার শুনে আমরা গিয়ে আগুন নেভাই এবং হাসপাতালে নিয়ে যাই । হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোরে পিসির মৃত্যু হয়েছে ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.