ETV Bharat / state

12 Hours Road Blockade: একাধিক দাবিতে রাজ্যব্যাপী 12 ঘণ্টার পথ অবরোধ ভারত জাকাত মাঝি পারগানা মহলের

সাঁওতালি মাধ্যমে শিক্ষা সংক্রান্ত একাধিক দাবিকে সামনে রেখে 12 ঘণ্টা রাজ্যব্যাপী পথ অবরোধে (12-Hours Road Blockade) সামিল হল ভারত জাকাত মাঝি পারগানা মহল (Bharat Jakat Majhi Pargana Mahal) ৷ সকাল 6টা থেকে এই অবরোধ শুরু হয়ে গিয়েছে ৷ যা চলবে সন্ধ্যা 6টা পর্যন্ত ৷ পারগানা মহলের অবরোধের জোরে স্তব্ধ হয়ে রয়েছে ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর-সহ পুরো জঙ্গলমহল ।

12-Hours Road Blockade
পথ অবরোধ ভারত জাকাত মাঝি পারগানা মহলের
author img

By

Published : Jan 4, 2023, 9:35 AM IST

Updated : Jan 4, 2023, 11:11 AM IST

12 ঘণ্টার পথ অবরোধ ভারত জাকাত মাঝি পারগানা মহলের

ঝাড়গ্রাম, 4 জানুয়ারি: অবিলম্বে পৃথক সাঁওতালি শিক্ষা বোর্ড গঠন, সাঁওতালি মাধ্যমে শিক্ষার পরিকাঠামোর উন্নয়ন-সহ একাধিক দাবিকে সামনে রেখে বুধবার 12 ঘণ্টার 'রাজ্যব্যাপী রোড চাকা জ্যাম' শুরু করল ভারত জাকাত মাঝি পারগানা মহল (Bharat Jakat Majhi Pargana Mahal) ।

এদিন সকাল ছ'টা থেকে ঝাড়গ্রাম জেলার বিভিন্ন জায়গায় পথ অবরোধ শুরু হয়েছে। এই পথ অবরোধ চলবে সন্ধ্যা ছ'টা পর্যন্ত । ঝাড়গ্রাম শহরের মধ্যে পুরাতন ঝাড়গ্রাম এলাকার সারদা বিদ্যাপীঠ স্কুলের মোড়ে লোধাশুলী হয়ে ঝাড়গ্রাম ঢোকার পাঁচ নম্বর রাজ্য সড়ক অবরোধ করেছে পারগানা মহল । জামবনী ব্লকের পড়িহাটি, চিল্কিগড় অবরোধ করা হয়েছে। নয়াগ্রামের খড়িকামাথানি, গোপীবল্লভপুর বাজারের হাতিবাড়ি মোড়, কলকাতা-মুম্বই ছ'নম্বর জাতীয় সড়কে ফেঁকো মোড়ে এবং গজাশিমুলের কাছেও অবরোধ করা হয়েছে । শিলদা চক, চাকাডোবা, ঝাড়গ্রাম-মেদিনীপুর রাস্তায় ধেরুয়ার কাছে এছাড়াও রামগড়েও অবরোধ করা হয়েছে পারগানা মহলের পক্ষ থেকে।

পারগানা মহলের অবরোধের জোরে স্তব্ধ হয়ে রয়েছে ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর-সহ প্রায় পুরো জঙ্গলমহল । এদিনের অবরোধের মূল দাবিগুলি হল, অবিলম্বে পৃথক সাঁওতালি শিক্ষা বোর্ড গঠন করা । সাঁওতালি মাধ্যমের স্কুলগুলিতে অবিলম্বে স্থায়ী শিক্ষক নিয়োগ, ভলান্টিয়ারি শিক্ষকদের পার্শ্ব শিক্ষক হিসেবে নিয়োগ করা । প্রত্যেকটি জেলায় সাঁওতালি মাধ্যমের কলেজ তৈরি করা। সাঁওতালি মাধ্যমের স্কুলগুলিতে বিষয় ভিত্তিক শিক্ষক নিয়োগ, সঠিক সময়ে পাঠ্যপুস্তক প্রদান করা । সাধু রামচাঁদ মুর্মু বিশ্ববিদ্যালয়ে সাঁওতালি মাধ্যমের পোস্ট গ্যাজুয়েট অবিলম্বে চালু করা ।

আরও পড়ুন: অলচিকি শিক্ষক নিয়োগ সংক্রান্ত মামলা খারিজ, আদালত কক্ষে বিচারপতি-আইনজীবীর বিতণ্ডা

পাশাপাশি ওই বিশ্ববিদ্যালয়ে অবিলম্বে সাঁওতালি 'মিউজিক ও ডান্স' কোর্স চালু করতে হবে। ঝাড়গ্রাম জেলার প্রত্যেকটি ব্লকে অবিলম্বে সাঁওতালি উচ্চ-মাধ্যমিক বিদ্যালয় তৈরি করারও দাবি করা হয়। বন্ধ হয়ে যাওয়া আদিবাসী হোস্টেলগুলিকে অবিলম্বে চালু করার দাবিতেও সরব হয়েছে পারগানা মহল। নকল এসটি (ST) কার্ডগুলি অবিলম্বে চিহ্নিত করে বাতিল করা এবং পাঁচামিতে আদিবাসীদের উচ্ছেদ করে কয়লা খনি করা যাবে না ৷ এছাড়াও একাধিক দাবিকে সামনে রেখে (Multiple Demands of Bharat Jakat Majhi Pargana Mahal) রাজ্য সড়ক ও জাতীয় সড়ক 12 ঘণ্টার জন্য অবরোধ করছে ভারত জাকাত মাঝি পারগানা মহল ।

পারগানা মহলের নেতৃত্ব রাইসেন হাঁসদা বলেন, "2008 সালে সাঁওতালি মাধ্যমে পঠন-পাঠন শুরু হয়েছে । কিন্তু আজ পর্যন্ত পৃথক কোনও সাঁওতালি শিক্ষা বোর্ড, সঠিক কাঠামো নেই কোথাও স্কুলের ভবন নেই, কোথাও আবার শিক্ষকও নেই । যার জন্য পঠন-পাঠনের ব্যাঘাত ঘটছে ৷ এজন্যই আমরা রাজ্যব্যাপী পথ অবরোধের ডাক দিয়েছে ৷"

আরও পড়ুন: সংস্কৃতি বৈষম্যের অভিযোগ, কলেজ গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ সাঁওতালি পড়ুয়াদের

12 ঘণ্টার পথ অবরোধ ভারত জাকাত মাঝি পারগানা মহলের

ঝাড়গ্রাম, 4 জানুয়ারি: অবিলম্বে পৃথক সাঁওতালি শিক্ষা বোর্ড গঠন, সাঁওতালি মাধ্যমে শিক্ষার পরিকাঠামোর উন্নয়ন-সহ একাধিক দাবিকে সামনে রেখে বুধবার 12 ঘণ্টার 'রাজ্যব্যাপী রোড চাকা জ্যাম' শুরু করল ভারত জাকাত মাঝি পারগানা মহল (Bharat Jakat Majhi Pargana Mahal) ।

এদিন সকাল ছ'টা থেকে ঝাড়গ্রাম জেলার বিভিন্ন জায়গায় পথ অবরোধ শুরু হয়েছে। এই পথ অবরোধ চলবে সন্ধ্যা ছ'টা পর্যন্ত । ঝাড়গ্রাম শহরের মধ্যে পুরাতন ঝাড়গ্রাম এলাকার সারদা বিদ্যাপীঠ স্কুলের মোড়ে লোধাশুলী হয়ে ঝাড়গ্রাম ঢোকার পাঁচ নম্বর রাজ্য সড়ক অবরোধ করেছে পারগানা মহল । জামবনী ব্লকের পড়িহাটি, চিল্কিগড় অবরোধ করা হয়েছে। নয়াগ্রামের খড়িকামাথানি, গোপীবল্লভপুর বাজারের হাতিবাড়ি মোড়, কলকাতা-মুম্বই ছ'নম্বর জাতীয় সড়কে ফেঁকো মোড়ে এবং গজাশিমুলের কাছেও অবরোধ করা হয়েছে । শিলদা চক, চাকাডোবা, ঝাড়গ্রাম-মেদিনীপুর রাস্তায় ধেরুয়ার কাছে এছাড়াও রামগড়েও অবরোধ করা হয়েছে পারগানা মহলের পক্ষ থেকে।

পারগানা মহলের অবরোধের জোরে স্তব্ধ হয়ে রয়েছে ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর-সহ প্রায় পুরো জঙ্গলমহল । এদিনের অবরোধের মূল দাবিগুলি হল, অবিলম্বে পৃথক সাঁওতালি শিক্ষা বোর্ড গঠন করা । সাঁওতালি মাধ্যমের স্কুলগুলিতে অবিলম্বে স্থায়ী শিক্ষক নিয়োগ, ভলান্টিয়ারি শিক্ষকদের পার্শ্ব শিক্ষক হিসেবে নিয়োগ করা । প্রত্যেকটি জেলায় সাঁওতালি মাধ্যমের কলেজ তৈরি করা। সাঁওতালি মাধ্যমের স্কুলগুলিতে বিষয় ভিত্তিক শিক্ষক নিয়োগ, সঠিক সময়ে পাঠ্যপুস্তক প্রদান করা । সাধু রামচাঁদ মুর্মু বিশ্ববিদ্যালয়ে সাঁওতালি মাধ্যমের পোস্ট গ্যাজুয়েট অবিলম্বে চালু করা ।

আরও পড়ুন: অলচিকি শিক্ষক নিয়োগ সংক্রান্ত মামলা খারিজ, আদালত কক্ষে বিচারপতি-আইনজীবীর বিতণ্ডা

পাশাপাশি ওই বিশ্ববিদ্যালয়ে অবিলম্বে সাঁওতালি 'মিউজিক ও ডান্স' কোর্স চালু করতে হবে। ঝাড়গ্রাম জেলার প্রত্যেকটি ব্লকে অবিলম্বে সাঁওতালি উচ্চ-মাধ্যমিক বিদ্যালয় তৈরি করারও দাবি করা হয়। বন্ধ হয়ে যাওয়া আদিবাসী হোস্টেলগুলিকে অবিলম্বে চালু করার দাবিতেও সরব হয়েছে পারগানা মহল। নকল এসটি (ST) কার্ডগুলি অবিলম্বে চিহ্নিত করে বাতিল করা এবং পাঁচামিতে আদিবাসীদের উচ্ছেদ করে কয়লা খনি করা যাবে না ৷ এছাড়াও একাধিক দাবিকে সামনে রেখে (Multiple Demands of Bharat Jakat Majhi Pargana Mahal) রাজ্য সড়ক ও জাতীয় সড়ক 12 ঘণ্টার জন্য অবরোধ করছে ভারত জাকাত মাঝি পারগানা মহল ।

পারগানা মহলের নেতৃত্ব রাইসেন হাঁসদা বলেন, "2008 সালে সাঁওতালি মাধ্যমে পঠন-পাঠন শুরু হয়েছে । কিন্তু আজ পর্যন্ত পৃথক কোনও সাঁওতালি শিক্ষা বোর্ড, সঠিক কাঠামো নেই কোথাও স্কুলের ভবন নেই, কোথাও আবার শিক্ষকও নেই । যার জন্য পঠন-পাঠনের ব্যাঘাত ঘটছে ৷ এজন্যই আমরা রাজ্যব্যাপী পথ অবরোধের ডাক দিয়েছে ৷"

আরও পড়ুন: সংস্কৃতি বৈষম্যের অভিযোগ, কলেজ গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ সাঁওতালি পড়ুয়াদের

Last Updated : Jan 4, 2023, 11:11 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.