ETV Bharat / state

Child Fever : একজন শিশু ডেঙ্গুতে আক্রান্ত, বাকিদের পাঁচটি টেস্টের রিপোর্ট নেগেটিভ - Child Fever

জলপাইগুড়ি সদর হাসপাতালে চিকিৎসারত 95 জন শিশুর মধ্যে একজন ডেঙ্গুতে আক্রান্ত ৷

Child Feve
Child Feve
author img

By

Published : Sep 14, 2021, 10:58 PM IST

জলপাইগুড়ি, 14 সেপ্টেম্বর : জ্বরে আক্রান্ত হয়ে জলপাইগুড়ি সদর হাসপাতালে চিকিৎসাধীন 95 জন শিশুর আজ পাঁচ রকমের টেস্ট করা হয় । সব শিশুর রিপোর্ট নেগেটিভ এলেও একজনের দেহে ডেঙ্গুর জীবাণু মিলেছে । শিশুরা অন্য কোনও ভাইরাসে আক্রান্ত কিনা তা জানতে দশজনের নমুনা কলকাতায় পাঠানো হয়েছে ।

স্বাস্থ্য দফতর জানিয়েছে, শিশুদের এনএস ওয়ান, ডেঙ্গু, চিকেনগুনিয়া, জাপানি এনসেফালাইটিস, স্ক্রাব টাইফাস টেস্ট করানো হয় । এই টেস্টগুলোতে সব শিশুর নেগেটিভ এসেছে বলে জানান উত্তরবঙ্গের জন স্বাস্থ্য বিভাগের ওএসডি (OSD) ডাঃ সুশান্তকুমার রায় । তিনি বলেন, "একটি শিশু ডেঙ্গু পজিটিভ । বাকিরা অন্য কোনও ভাইরাসের সংক্রমণ হয়েছে কিনা তা জানার জন্য আমরা দশটি শিশুর নমুনা কলকাতায় পাঠিয়েছি । আজ রাতেই কলকাতায় পৌঁছে যাবে নমুনা ।" ওএসডি (OSD) আরও জানান, চলতি মাসের পয়লা তারিখ থেকে আজ পর্যন্ত 329 জন শিশু ভর্তি হয়েছে । এর মধ্যে অনেকের ছুটিও হয়েছে । এই সময়টা প্রতিবছরই শিশুরা জ্বরে আক্রান্ত হয়ে ভর্তি হয় । তবে গতবছর সংখ্যাটা ছিল কম ৷ তিনি বলেন, " প্রত্যেক ব্লকে ব্লকে আমরা টিমকে সতর্ক করেছি । কোনও এলাকায় শিশুর জ্বর হলেই তাদের হাসপাতালে নিয়ে আসার কথা বলা হয়েছে ।"

আরও পড়ুন : child fever ; শিশুদের জ্বরে আতঙ্ক নয়, সতর্ক হতে পরামর্শ চিকিৎসকদের

গত কয়েকদিনে জ্বরে আক্রান্ত হয়ে জলপাইগুড়ি সদর হাসপাতালে ভর্তি ছিল মোট 130 জন শিশু ৷ মঙ্গলবার তাদের মধ্যেই একটি শিশু মৃত্যু হয়েছে ৷ মৃত শিশুকন্যার নাম কাবেরী রায়, বয়স ছয় ৷ বাড়ি কোচবিহারের মেখলিগঞ্জে ৷ পাশাপাশি জ্বরে আক্রান্ত আরও এক শিশুকন্যাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় ৷ আমগুড়ি গ্রাম পঞ্চায়েতের বেতগাড়া নিউ কলোনির ওই শিশুকন্যার নাম মৃত্তিকা রায় ৷ বয়স মাত্র 4 মাস ৷ এদিকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে মৃত্যু হয়েছে আরও এক শিশুর ৷ তার জ্বর না হলেও সে শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিল বলে জানা গিয়েছে ৷

জলপাইগুড়ি, 14 সেপ্টেম্বর : জ্বরে আক্রান্ত হয়ে জলপাইগুড়ি সদর হাসপাতালে চিকিৎসাধীন 95 জন শিশুর আজ পাঁচ রকমের টেস্ট করা হয় । সব শিশুর রিপোর্ট নেগেটিভ এলেও একজনের দেহে ডেঙ্গুর জীবাণু মিলেছে । শিশুরা অন্য কোনও ভাইরাসে আক্রান্ত কিনা তা জানতে দশজনের নমুনা কলকাতায় পাঠানো হয়েছে ।

স্বাস্থ্য দফতর জানিয়েছে, শিশুদের এনএস ওয়ান, ডেঙ্গু, চিকেনগুনিয়া, জাপানি এনসেফালাইটিস, স্ক্রাব টাইফাস টেস্ট করানো হয় । এই টেস্টগুলোতে সব শিশুর নেগেটিভ এসেছে বলে জানান উত্তরবঙ্গের জন স্বাস্থ্য বিভাগের ওএসডি (OSD) ডাঃ সুশান্তকুমার রায় । তিনি বলেন, "একটি শিশু ডেঙ্গু পজিটিভ । বাকিরা অন্য কোনও ভাইরাসের সংক্রমণ হয়েছে কিনা তা জানার জন্য আমরা দশটি শিশুর নমুনা কলকাতায় পাঠিয়েছি । আজ রাতেই কলকাতায় পৌঁছে যাবে নমুনা ।" ওএসডি (OSD) আরও জানান, চলতি মাসের পয়লা তারিখ থেকে আজ পর্যন্ত 329 জন শিশু ভর্তি হয়েছে । এর মধ্যে অনেকের ছুটিও হয়েছে । এই সময়টা প্রতিবছরই শিশুরা জ্বরে আক্রান্ত হয়ে ভর্তি হয় । তবে গতবছর সংখ্যাটা ছিল কম ৷ তিনি বলেন, " প্রত্যেক ব্লকে ব্লকে আমরা টিমকে সতর্ক করেছি । কোনও এলাকায় শিশুর জ্বর হলেই তাদের হাসপাতালে নিয়ে আসার কথা বলা হয়েছে ।"

আরও পড়ুন : child fever ; শিশুদের জ্বরে আতঙ্ক নয়, সতর্ক হতে পরামর্শ চিকিৎসকদের

গত কয়েকদিনে জ্বরে আক্রান্ত হয়ে জলপাইগুড়ি সদর হাসপাতালে ভর্তি ছিল মোট 130 জন শিশু ৷ মঙ্গলবার তাদের মধ্যেই একটি শিশু মৃত্যু হয়েছে ৷ মৃত শিশুকন্যার নাম কাবেরী রায়, বয়স ছয় ৷ বাড়ি কোচবিহারের মেখলিগঞ্জে ৷ পাশাপাশি জ্বরে আক্রান্ত আরও এক শিশুকন্যাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় ৷ আমগুড়ি গ্রাম পঞ্চায়েতের বেতগাড়া নিউ কলোনির ওই শিশুকন্যার নাম মৃত্তিকা রায় ৷ বয়স মাত্র 4 মাস ৷ এদিকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে মৃত্যু হয়েছে আরও এক শিশুর ৷ তার জ্বর না হলেও সে শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিল বলে জানা গিয়েছে ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.