ETV Bharat / state

জন বারলার বিরোধিতা না করায় যৌন নির্যাতন মামলায় ফাঁসিয়েছে তৃণমূল, অভিযোগ জলপাইগুড়ির এক ব্যবসায়ীর - জয়চাঁদ আগরওয়াল

জলপাইগুড়ির বানারহাটের ব্যবসায়ী জয়চাঁদ আগরওয়ালের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ করেছিলেন এক মহিলা । এরপর গতকাল আদালতে দাঁড়িয়ে অভিযোগকারী সাফ জানিয়ে দেন জয়চাঁদবাবুর বিরুদ্ধে তার কোনও অভিযোগ নেই । অন্যদিকে, জয়চাঁদের অভিযোগ, জন বারলার বিরুদ্ধে মুখ না খোলার জন্য তাঁকে এই মামলায় ফাঁসিয়েছে তৃণমূল । উল্লেখ্য, গতকালই তিনি এই মামলা থেকে জামিন পেয়েছেন ।

sextual harasment
জন বারলার বিরুদ্ধে কথা বলার জন্য আমাকে ব্ল্যাকমেল করা হচ্ছিল: জয়চাঁদ আগরওয়াল
author img

By

Published : Aug 12, 2021, 10:01 AM IST

জলপাইগুড়ি, 12 অগস্ট: এক মহিলাকে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছিল জলপাইগুড়ির ব্যবসায়ী জয়চাঁদ আগরওয়ালের বিরুদ্ধে ৷ গতকালই তিনি জামিন পান । জামিন পেয়ে সাংবাদিকদের সামনে বিস্ফোরক মন্তব্য করলেন তিনি । বলেন, "আমাকে তৃণমূল কংগ্রেসের থেকে ব্ল্যাকমেল করা হচ্ছিল । তৃণমূল কংগ্রেসের কিছু নেতা আমাকে চাপ দিচ্ছিল জন বারলার বিরুদ্ধে কথা বলার জন্য । আমি বলিনি তাই আমাকে ফাঁসানো হয়েছে ।"

জলপাইগুড়ি সেন্ট্রাল জেলের সামনে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি অভিযোগ করেন, তৃণমূল কংগ্রেসের কয়েকজন ছেলে আমার কাছে টাকা চাইছিল । এমনকি চাপ দিচ্ছিল জন বারলার বিরুদ্ধে কথা বলার জন্য । জন আমার কাছে থেকে টাকা নিয়েছে এটা বলার জন্য চাপ দেওয়া হচ্ছিল । কিন্তু আমি করিনি । আমার কোনও ভুল নেই । তাই আমি কিছুই করিনি । দেড় মাস থেকে আমার পেছনে লেগেছিল । দলগতভাবে আমার বিরুদ্ধে অভিযোগ করানো হয়েছে । আমার সঙ্গে জন বারলার সম্পর্ক আছে ঠিকই । কিন্তু আর্থিক কোনও লেনদেন নেই । আমাকে বারবার তৃণমূল কংগ্রেসের স্থানীয় ছেলেরা ব্ল্যাকমেল করে টাকা চাইত । আমি ওদের কথা পাত্তাই দিইনি । তাই আমার বিরুদ্ধে এমন অভিযোগ করা হয়েছে ।আরও পড়ুন: নির্যাতনের অভিযোগ মিথ্যে ! আদালতে ভোলবদলে জন বারলাকেও ক্লিনচিট মহিলার

জলপাইগুড়ির বানারহাটের ব্যবসায়ী জয়চাঁদ আগরওয়ালের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ করেছিলেন এক মহিলা । এরপর গতকাল আদালতে দাঁড়িয়ে অভিযোগকারী সাফ জানিয়ে দেন জয়চাঁদবাবুর বিরুদ্ধে তার কোনও অভিযোগ নেই । এরপর বিচারক জয়চাঁদ আগরওয়ালকে জামিন দেন । বিজেপির রাজ্য সহ-সভাপতি রাজু বন্দ্যোপাধ্যায় বলেন, "বিজেপিকে কালিমালিপ্ত করার জন্য একজন আদিবাসী সম্প্রদায়ের মানুষ কেন্দ্রীয় মন্ত্রী হয়েছেন । এটা উত্তরবঙ্গের গর্ব হওয়া উচিৎ । আদিবাসী নেতাকে কেন্দ্রীয় মন্ত্রীর থেকে সরানোর জন্য কীভাবে চক্রান্ত করা হচ্ছে তার পর্দাফাঁস হয়ে গিয়েছে । কেন্দ্রীয় মন্ত্রী থেকে বুথস্তর পর্যন্ত শুধু তৃণমূল মিথ্যা মামলা দিচ্ছে ।"

জলপাইগুড়ি, 12 অগস্ট: এক মহিলাকে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছিল জলপাইগুড়ির ব্যবসায়ী জয়চাঁদ আগরওয়ালের বিরুদ্ধে ৷ গতকালই তিনি জামিন পান । জামিন পেয়ে সাংবাদিকদের সামনে বিস্ফোরক মন্তব্য করলেন তিনি । বলেন, "আমাকে তৃণমূল কংগ্রেসের থেকে ব্ল্যাকমেল করা হচ্ছিল । তৃণমূল কংগ্রেসের কিছু নেতা আমাকে চাপ দিচ্ছিল জন বারলার বিরুদ্ধে কথা বলার জন্য । আমি বলিনি তাই আমাকে ফাঁসানো হয়েছে ।"

জলপাইগুড়ি সেন্ট্রাল জেলের সামনে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি অভিযোগ করেন, তৃণমূল কংগ্রেসের কয়েকজন ছেলে আমার কাছে টাকা চাইছিল । এমনকি চাপ দিচ্ছিল জন বারলার বিরুদ্ধে কথা বলার জন্য । জন আমার কাছে থেকে টাকা নিয়েছে এটা বলার জন্য চাপ দেওয়া হচ্ছিল । কিন্তু আমি করিনি । আমার কোনও ভুল নেই । তাই আমি কিছুই করিনি । দেড় মাস থেকে আমার পেছনে লেগেছিল । দলগতভাবে আমার বিরুদ্ধে অভিযোগ করানো হয়েছে । আমার সঙ্গে জন বারলার সম্পর্ক আছে ঠিকই । কিন্তু আর্থিক কোনও লেনদেন নেই । আমাকে বারবার তৃণমূল কংগ্রেসের স্থানীয় ছেলেরা ব্ল্যাকমেল করে টাকা চাইত । আমি ওদের কথা পাত্তাই দিইনি । তাই আমার বিরুদ্ধে এমন অভিযোগ করা হয়েছে ।আরও পড়ুন: নির্যাতনের অভিযোগ মিথ্যে ! আদালতে ভোলবদলে জন বারলাকেও ক্লিনচিট মহিলার

জলপাইগুড়ির বানারহাটের ব্যবসায়ী জয়চাঁদ আগরওয়ালের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ করেছিলেন এক মহিলা । এরপর গতকাল আদালতে দাঁড়িয়ে অভিযোগকারী সাফ জানিয়ে দেন জয়চাঁদবাবুর বিরুদ্ধে তার কোনও অভিযোগ নেই । এরপর বিচারক জয়চাঁদ আগরওয়ালকে জামিন দেন । বিজেপির রাজ্য সহ-সভাপতি রাজু বন্দ্যোপাধ্যায় বলেন, "বিজেপিকে কালিমালিপ্ত করার জন্য একজন আদিবাসী সম্প্রদায়ের মানুষ কেন্দ্রীয় মন্ত্রী হয়েছেন । এটা উত্তরবঙ্গের গর্ব হওয়া উচিৎ । আদিবাসী নেতাকে কেন্দ্রীয় মন্ত্রীর থেকে সরানোর জন্য কীভাবে চক্রান্ত করা হচ্ছে তার পর্দাফাঁস হয়ে গিয়েছে । কেন্দ্রীয় মন্ত্রী থেকে বুথস্তর পর্যন্ত শুধু তৃণমূল মিথ্যা মামলা দিচ্ছে ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.