জলপাইগুড়ি, 1 নভেম্বর : ওভারহেডের তার ছিঁড়ে জড়িয়ে গেল কাঞ্জনজঙ্ঘা এক্সপ্রেসের ইঞ্জিনে । বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন যাত্রীরা । আলতাগ্রাম- বেতগারা স্টেশনের মাঝে আগরতলা গামী 19173 শিয়ালদা -আগরতলা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের ঘটনা । এর জেরে দেড়িতে চলে ব্রহ্মপুত্র মেল ও অবধ অসম এক্সপ্রেস ।
আলতাগ্রাম- বেতগারা স্টেশনের মাঝে একটি জায়গায় নির্মীয়মান ওভারহেডের প্রায় 500 মিটার তার ঝুলে ছিল । কাঞনজঙ্ঘা ট্রেনটি ওই এলাকা পেরনোর সময় ওই তার ইঞ্জিনে জড়িয়ে যায় । থামিয়ে দেওয়া হয় ট্রেনটিকে । খবর পেয়ে আলতাগ্রাম স্টেশনের 1 নং প্ল্যাটফর্মে দাঁড় করিয়ে দেওয়া হয় ডাউন ব্রহ্মপুত্র মেল ও আপ অবধ অসম এক্সপ্রেসকে । এদিকে, দুর্ঘটনা ঘটতে পারে এমন আশঙ্কা করে যাত্রীরা ট্রেন থেকে নামতে শুরু করে দেন । পরে রেল আধিকারিকরা ঘটনাস্থানে পৌঁছে পরিস্থিতি সামাল দেন । আধঘণ্টা দাঁড়িয়ে থাকার পর রওনা দেয় ট্রেনটি ।
এবিষয়ে ট্রেনটির চালক বলেন, "রেল লাইনের উপরে তার ঝুলছিল । তারটি ইঞ্জিনের মধ্যে জড়িয়ে যাওয়ায় সমস্যা হয় । যার ফলে ট্রেনটি দাঁড় করিয়ে দেওয়া হয় । পরিস্থিতি ঠিক হলে ট্রেনটি পরে ধুপগুড়ি আসে ।"