ETV Bharat / state

কাঞ্জনজঙ্ঘা এক্সপ্রেসে জড়িয়ে গেল ওভারহেডের তার, অল্পের জন্য রক্ষা - কাঞ্জনজঙ্ঘা এক্সপ্রেসে জড়িয়ে গেল ওভারহেডের তার

বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল কাঞ্জনজঙ্ঘা এক্সপ্রেস । ওভারহেডের তার ছিঁড়ে এক্সপ্রেসের ইঞ্জিনে জড়িয়ে যাওয়ায় বড়সড় দুর্ঘটনা ঘটতে পারত ।

কাঞ্জনজঙ্ঘা এক্সপ্রেস
author img

By

Published : Nov 1, 2019, 1:32 AM IST

জলপাইগুড়ি, 1 নভেম্বর : ওভারহেডের তার ছিঁড়ে জড়িয়ে গেল কাঞ্জনজঙ্ঘা এক্সপ্রেসের ইঞ্জিনে । বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন যাত্রীরা । আলতাগ্রাম- বেতগারা স্টেশনের মাঝে আগরতলা গামী 19173 শিয়ালদা -আগরতলা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের ঘটনা । এর জেরে দেড়িতে চলে ব্রহ্মপুত্র মেল ও অবধ অসম এক্সপ্রেস ।

আলতাগ্রাম- বেতগারা স্টেশনের মাঝে একটি জায়গায় নির্মীয়মান ওভারহেডের প্রায় 500 মিটার তার ঝুলে ছিল । কাঞনজঙ্ঘা ট্রেনটি ওই এলাকা পেরনোর সময় ওই তার ইঞ্জিনে জড়িয়ে যায় । থামিয়ে দেওয়া হয় ট্রেনটিকে । খবর পেয়ে আলতাগ্রাম স্টেশনের 1 নং প্ল্যাটফর্মে দাঁড় করিয়ে দেওয়া হয় ডাউন ব্রহ্মপুত্র মেল ও আপ অবধ অসম এক্সপ্রেসকে । এদিকে, দুর্ঘটনা ঘটতে পারে এমন আশঙ্কা করে যাত্রীরা ট্রেন থেকে নামতে শুরু করে দেন । পরে রেল আধিকারিকরা ঘটনাস্থানে পৌঁছে পরিস্থিতি সামাল দেন । আধঘণ্টা দাঁড়িয়ে থাকার পর রওনা দেয় ট্রেনটি ।

এবিষয়ে ট্রেনটির চালক বলেন, "রেল লাইনের উপরে তার ঝুলছিল । তারটি ইঞ্জিনের মধ্যে জড়িয়ে যাওয়ায় সমস্যা হয় । যার ফলে ট্রেনটি দাঁড় করিয়ে দেওয়া হয় । পরিস্থিতি ঠিক হলে ট্রেনটি পরে ধুপগুড়ি আসে ।"

জলপাইগুড়ি, 1 নভেম্বর : ওভারহেডের তার ছিঁড়ে জড়িয়ে গেল কাঞ্জনজঙ্ঘা এক্সপ্রেসের ইঞ্জিনে । বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন যাত্রীরা । আলতাগ্রাম- বেতগারা স্টেশনের মাঝে আগরতলা গামী 19173 শিয়ালদা -আগরতলা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের ঘটনা । এর জেরে দেড়িতে চলে ব্রহ্মপুত্র মেল ও অবধ অসম এক্সপ্রেস ।

আলতাগ্রাম- বেতগারা স্টেশনের মাঝে একটি জায়গায় নির্মীয়মান ওভারহেডের প্রায় 500 মিটার তার ঝুলে ছিল । কাঞনজঙ্ঘা ট্রেনটি ওই এলাকা পেরনোর সময় ওই তার ইঞ্জিনে জড়িয়ে যায় । থামিয়ে দেওয়া হয় ট্রেনটিকে । খবর পেয়ে আলতাগ্রাম স্টেশনের 1 নং প্ল্যাটফর্মে দাঁড় করিয়ে দেওয়া হয় ডাউন ব্রহ্মপুত্র মেল ও আপ অবধ অসম এক্সপ্রেসকে । এদিকে, দুর্ঘটনা ঘটতে পারে এমন আশঙ্কা করে যাত্রীরা ট্রেন থেকে নামতে শুরু করে দেন । পরে রেল আধিকারিকরা ঘটনাস্থানে পৌঁছে পরিস্থিতি সামাল দেন । আধঘণ্টা দাঁড়িয়ে থাকার পর রওনা দেয় ট্রেনটি ।

এবিষয়ে ট্রেনটির চালক বলেন, "রেল লাইনের উপরে তার ঝুলছিল । তারটি ইঞ্জিনের মধ্যে জড়িয়ে যাওয়ায় সমস্যা হয় । যার ফলে ট্রেনটি দাঁড় করিয়ে দেওয়া হয় । পরিস্থিতি ঠিক হলে ট্রেনটি পরে ধুপগুড়ি আসে ।"

Intro:Body:ওভার হেডে তার ছিড়ে জড়িয়ে গেল ইঞ্জিনে।বড়সড় দুর্ঘটনা থেকে বাঁচল আগরতলাগামী ১৩১৭৩ শিয়ালদহ - আগরতলা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। ঘটনায় চাঞ্চল্য আলতাগ্রাম বেতগারা স্টেশন মধ্যবর্তী এলাকায়।নির্মীয়মান ওভারহেডের ৫০০ মিটার তার ঝুলে ছিল।সেই সময় ট্রেনটি ঐ এলাকা পেরোনোর সময় ছিড়ে থাকা ইঞ্জিনে জড়িয়ে যায়। দাড়িয়ে যায় ট্রেনটি। ঘটনার খবর পেয়ে আলতাগ্রাম স্টেশনের ১ নং প্ল্যাটফর্মে দাড় করিয়ে দেওয়া হয় ডাউন ব্রহ্মপুত্র মেলকে।পাশাপাশি দাড় করিয়ে দেওয়া হয় আপ অবধ আসাম এক্সপ্রেসকে।খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় রেলের আধিকারিকরা।বিপত্তির আভাস পেয়ে ট্রেন থেকে নেমে যায় অনেক যাত্রী।প্রায় আধাঘন্টা দাড়িয়ে থাকার পর কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস রওনা দেয়।
ঐ ট্রেনের চালক জানায় রেল লাইনের উপরে তার ঝুলছিল।হঠাৎই তারটি ইঞ্জিনের মধ্যে জড়িয়ে যায়।যার ফলে ট্রেন দাড়িয়ে যায়।পরে স্বাভাবিক হবার ট্রেনটি ধূপগুড়ি আসে।Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.