ETV Bharat / state

"শিয়াল চিহ্নে ভোট দিন ,আমরা শিয়ালের অনুগামী": পোস্টার পড়ল জলপাইগুড়ি জেলা কংগ্রেস কার্যালয়ে - fox poster

ভোটের পোস্টারে এবার শিয়ালের হানা । শিয়ালের অনুগামী লেখা পোস্টার পড়ল জলপাইগুড়ি জেলা কংগ্রেস কার্যালয়ে ।

"শিয়াল চিহ্নে ভোট দিন ,আমরা শিয়ালের অনুগামী": পোস্টার পড়ল জলপাইগুড়ি জেলা কংগ্রেস কার্যালয়ে
"শিয়াল চিহ্নে ভোট দিন ,আমরা শিয়ালের অনুগামী": পোস্টার পড়ল জলপাইগুড়ি জেলা কংগ্রেস কার্যালয়ে
author img

By

Published : Mar 17, 2021, 6:25 PM IST

জলপাইগুড়ি, 17 মার্চ : নির্বাচনের দিন ঘোষণা হওয়ার পর থেকেই বিভিন্ন রকম দেওয়াল লিখন , ভোট প্রচার কৌশল সংবাদমাধ্যমের ক্যামেরায় ধরা পড়েছে । এবারের ঘটনাটা একটু আলাদা । স্বয়ং শিয়াল বাবাজি এবার ভোটের রঙ্গমঞ্চে । শিয়ালের ছবি দেওয়া পোস্টারের নীচে লেখা 'এই চিহ্নে ভোট দিন । আমরা শিয়ালের অনুগামী ' ।

জলপাইগুড়ি থানা মোড়ে জেলা কংগ্রেস কার্যালয়ে বুধবার সকাল থেকেই চোখে পড়ছে এমন পোস্টার , আর তাকে ঘিরেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে । রাস্তায় এ হেন পোস্টার দেখে মুচকি হাঁসছেন পথচলতি মানুষ ।

কংগ্রেস নেতা সুজন হাজরা বলেন, "এটা তৃণমূল এর কাজ । এটা হাসির খোরাক করেছে মাত্র "।

আরও পড়ুন : বিজেপিতে যোগ দিতেই কেন্দ্রীয় নিরাপত্তা তারকা প্রার্থীদের

শাসকদল ও বিজেপি উভয়েই কংগ্রেসের দিকেই আঙ্গুল তুলেছে ।

এই পোস্টারকে ঘিরে চাঞ্চল্য

তৃণমূল যুব কংগ্রেসের জেলা সভাপতি সৈকত চট্টোপাধ্যায় জানান , "কংগ্রেস সাইনবোর্ডে পরিণত হয়েছে । তাদের নিয়ে চিন্তা করার আমাদের সময় নেই । নিজেরাই হয়ত এমন পোস্টার লাগিয়েছে "। অন্যদিকে বিজেপি নেতা শ্যাম প্রসাদ বলেন," বিগত দশ বছর ধরে কংগ্রেস বিধায়ককে খুঁজে পাওয়া যায়নি । তিনি জলপাইগুড়িতেই ছিলেন না । প্রার্থী পছন্দ না হওয়ায় কংগ্রেস কর্মীরাই ক্ষুব্ধ হয়ে এই কাজ করে থাকতে পারে বলে আমাদের অনুমান "।

জলপাইগুড়ি, 17 মার্চ : নির্বাচনের দিন ঘোষণা হওয়ার পর থেকেই বিভিন্ন রকম দেওয়াল লিখন , ভোট প্রচার কৌশল সংবাদমাধ্যমের ক্যামেরায় ধরা পড়েছে । এবারের ঘটনাটা একটু আলাদা । স্বয়ং শিয়াল বাবাজি এবার ভোটের রঙ্গমঞ্চে । শিয়ালের ছবি দেওয়া পোস্টারের নীচে লেখা 'এই চিহ্নে ভোট দিন । আমরা শিয়ালের অনুগামী ' ।

জলপাইগুড়ি থানা মোড়ে জেলা কংগ্রেস কার্যালয়ে বুধবার সকাল থেকেই চোখে পড়ছে এমন পোস্টার , আর তাকে ঘিরেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে । রাস্তায় এ হেন পোস্টার দেখে মুচকি হাঁসছেন পথচলতি মানুষ ।

কংগ্রেস নেতা সুজন হাজরা বলেন, "এটা তৃণমূল এর কাজ । এটা হাসির খোরাক করেছে মাত্র "।

আরও পড়ুন : বিজেপিতে যোগ দিতেই কেন্দ্রীয় নিরাপত্তা তারকা প্রার্থীদের

শাসকদল ও বিজেপি উভয়েই কংগ্রেসের দিকেই আঙ্গুল তুলেছে ।

এই পোস্টারকে ঘিরে চাঞ্চল্য

তৃণমূল যুব কংগ্রেসের জেলা সভাপতি সৈকত চট্টোপাধ্যায় জানান , "কংগ্রেস সাইনবোর্ডে পরিণত হয়েছে । তাদের নিয়ে চিন্তা করার আমাদের সময় নেই । নিজেরাই হয়ত এমন পোস্টার লাগিয়েছে "। অন্যদিকে বিজেপি নেতা শ্যাম প্রসাদ বলেন," বিগত দশ বছর ধরে কংগ্রেস বিধায়ককে খুঁজে পাওয়া যায়নি । তিনি জলপাইগুড়িতেই ছিলেন না । প্রার্থী পছন্দ না হওয়ায় কংগ্রেস কর্মীরাই ক্ষুব্ধ হয়ে এই কাজ করে থাকতে পারে বলে আমাদের অনুমান "।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.