জলপাইগুড়ি, 27 ফেব্রুয়ারি : 17 এপ্রিল পঞ্চম দফায় জলপাইগুড়ির বিধানসভায় নির্বাচন । যেখানে সাতটি বিধানসভার মোট বুথের মধ্যে 274 টি স্পর্শকাতর বলে চিহ্নিত করল নির্বাচন কমিশন । জলপাইগুড়ির মোট ভোটার 18 লক্ষ 33 হাজার 848 জন । এবার পুরুষ ভোটার রয়েছেন 9 লক্ষ 28 হাজার 954 জন । মহিলা ভোটার রয়েছেন 9 লক্ষ 4 হাজার 874 জন । তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন 20 জন ৷ আজ সাংবাদিক সম্মেলন করে একথা জানিয়েছেন জেলাশাসক মৌমিতা গোদারা । 2562 টি বুথ রয়েছে । মেইন পোলিং স্টেশন থাকছে 1894টি । অক্সিলারি বুথ থাকছে 668টি ।
এবার বিধানসভা নির্বাচনে জলপাইগুড়ি জেলার সাতটি বিধানসভার মধ্যে ডাবগ্রাম ফুলবাড়ি, রাজগঞ্জ, ময়নাগুড়ি, ধুপগুড়ি, জলপাইগুড়ি সদর বিধানসভার মনোনয়ন নেওয়া হবে জলপাইগুড়ি জেলাশাসকের দফতরে । মালবাজার ও নাগরাকাটা বিধানসভার মনোনয়ন জমা নেওয়া হয়ে মালবাজার এসডিও অফিসে । জলপাইগুড়ি জেলার সাতটি বিধানসভার জন্য দুই জায়গায় গণনা কেন্দ্র তৈরি করা হবে । মালবাজার ও নাগরাকাটা বিধানসভার জন্য মালবাজার পরিমল মিত্র কলেজ । বাকি ডাবগ্রাম ফুলবাড়ি, রাজগঞ্জ, ময়নাগুড়ি, ধুপগুড়ি, জলপাইগুড়ি সদর বিধানসভার ভোট গণনা হবে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের জলপাইগুড়ি ক্যাম্পাস ও তার সামনে অবস্থিত নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ে । যদিও এই গণনা কেন্দ্রগুলির প্রস্তাব হিসেবে নির্বাচন কমিশনের কাছে পাঠিয়েছে জেলাশাসকের দফতর ৷
আরও পড়ুন : কোন কেন্দ্রে কবে ভোট মালদায় ?
এদিন জলপাইগুড়ির নির্বাচনী আধিকারিক তথা জেলাশাসক মৌমিতা গোদারা সাংবাদিক সম্মেলন করে জানান, জেলায় এখনও পর্যন্ত 274 টি বুথ স্পর্শকাতর হিসেবে চিহ্নিত করা হয়েছে । এখনও পর্যন্ত রুট মার্চের জন্য 2 কোম্পানি আধাসামরিক বাহিনী জলপাইগুড়িতে পৌঁছেছে ।