মালবাজার, 10 মার্চ : দোর গোড়ায় বিধানসভা নির্বাচন । আর তার আগে চাবাগানের গেটে পড়ল তালা । আজ সকালে এমনই ছবি দেখা গেল মালবাজারের নাগরাকাটা ব্লকের চ্যাংমারি চাবাগানে । বিনা নোটিশে গেটে ঝুলছে তালা । আর রয়েছে চৌকিদার । ভোটের আগে কাজ হারাল প্রায় আট হাজার শ্রমিক ।
আরও পড়ুন : বন্ধ চা বাগান, কার্যত অনাহারে দিন কাটছে শ্রমিকদের
গতকাল শ্রমিকরা বাগানে চৌকিদার নিয়োগ নিয়ে বিক্ষোভ দেখায় । তারপরেই রাতে কর্তৃপক্ষরা চলে যায় । আজ সকালে বাগানের গেটে তালা লাগানো অবস্থায় দেখে শ্রমিকরা । অভিযোগ, যারা সর্দারের কাজ করত তাদের চৌকিদার করা হয়েছে । প্রায় 40 জনকে চৌকিদারের কাজে নিয়োগ করা হয়েছে । বাকিদের সঙ্গে অন্যায় করা হয়েছে ।
হেমন্ত টিজ্ঞা নামে চা বাগানের এক শ্রমিক এবিষয়ে বলেন, "বিনা নোটিসে কর্তৃপক্ষরা বাগানের গেটে তালা লাগিয়ে চলে যায় । সামনে ভোট, তার আগে কাজ হারিয়ে বসল প্রায় হাজার আটেক শ্রমিক । এখন কী উপায় তা জানা নেই ।"