ETV Bharat / state

"লাভের চেয়ে ক্ষতি হয়েছে বেশি", টিম পিকে-কে নিয়ে ক্ষুব্ধ তৃণমূল বিধায়ক

author img

By

Published : Dec 9, 2020, 9:14 PM IST

আজ অনন্তদেব অধিকারী বলেন, ‘‘আমার বিধানসভা এলাকায় টিম পিকে দল চালাচ্ছে । আমাদের কোনও কথাই শুনছেন না তাঁরা । আমি 50 বছর ধরে রাজনীতি করছি ৷ কিন্তু এখন পিকের টিম আমাকে রাজনীতি শেখাচ্ছে । এভাবে চলতে পারে না ।"

অনন্তদেব অধিকারী
অনন্তদেব অধিকারী

জলপাইগুড়ি, 9 ডিসেম্বর : এবার প্রশান্ত কিশোরের টিম নিয়ে ক্ষোভপ্রকাশ করলেন ময়নাগুড়ির তৃণমূল বিধায়ক অনন্তদেব অধিকারী ৷ তাঁর মতে, পিকে আসায় লাভের চেয়ে ক্ষতি বেশি হয়েছে । তাঁর ক্ষোভের কথা চিঠি দিয়ে দলনেত্রীকে জানিয়েছেন তিনি ৷

আজ ইটিভি ভারতকে তিনি বলেন, ‘‘আমার বিধানসভা এলাকায় টিম পিকে দল চালাচ্ছে । আমাদের কোনও কথাই শুনছেন না তাঁরা । আমি 50 বছর ধরে রাজনীতি করছি ৷ কিন্তু এখন পিকের টিম আমাকে রাজনীতি শেখাচ্ছে । এভাবে চলতে পারে না ।"

ক্ষোভপ্রকাশ করে তিনি আরও বলেন, ‘‘পিকের টিমের কথা শুনে ময়নাগুড়িতে 2 নম্বর ব্লক ভেঙে ৩ নম্বর সাংগঠনিক ব্লক করা হল । কিন্তু একমাসের মধ্যেই সেই ব্লক কোনও মান্যতা পেল না । এখন সমস্যা আরও চরমে উঠেছে । কেন নতুন করে সাংগঠনিক ব্লক তৈরি করা হল ? জেলা সভাপতি পিকের টিমের কথা শুনেই সব কাজ করছেন । আমাদের কোনও কথাই পাত্তা দেন না । একবারও ব্লকে এসে সমস্যা মেটান না । তাই আমি দলনেত্রী চিঠি দিয়েছি ।’’

15 ডিসেম্বর জলপাইগুড়িতে আসছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সেখানে তাঁকে সব খুলে বলবেন বলে জানিয়েছেন অনন্তবাবু ।

প্রশান্ত কিশোরের টিম নিয়ে আগেও অসন্তোষ প্রকাশ করেছিলেন তৃণমূলের অনেকে । পিকে আসায় দলের ক্ষতি হয়েছে বলে মন্তব্য করেছিলেন তৃণমূল বিধায়ক জটু লাহিড়ি । এরপর মানভঞ্জনের জন্য প্রথমে দলের কোনও নেতা না গিয়ে তাঁর বাড়িতে প্রশান্ত কিশোর টিমের সদস্যরা গেলে অসন্তুষ্ট হন শীলভদ্র দত্ত । এবার অসন্তোষ প্রকাশ করলেন আর এক তৃণমূল বিধায়ক ।

জলপাইগুড়ি, 9 ডিসেম্বর : এবার প্রশান্ত কিশোরের টিম নিয়ে ক্ষোভপ্রকাশ করলেন ময়নাগুড়ির তৃণমূল বিধায়ক অনন্তদেব অধিকারী ৷ তাঁর মতে, পিকে আসায় লাভের চেয়ে ক্ষতি বেশি হয়েছে । তাঁর ক্ষোভের কথা চিঠি দিয়ে দলনেত্রীকে জানিয়েছেন তিনি ৷

আজ ইটিভি ভারতকে তিনি বলেন, ‘‘আমার বিধানসভা এলাকায় টিম পিকে দল চালাচ্ছে । আমাদের কোনও কথাই শুনছেন না তাঁরা । আমি 50 বছর ধরে রাজনীতি করছি ৷ কিন্তু এখন পিকের টিম আমাকে রাজনীতি শেখাচ্ছে । এভাবে চলতে পারে না ।"

ক্ষোভপ্রকাশ করে তিনি আরও বলেন, ‘‘পিকের টিমের কথা শুনে ময়নাগুড়িতে 2 নম্বর ব্লক ভেঙে ৩ নম্বর সাংগঠনিক ব্লক করা হল । কিন্তু একমাসের মধ্যেই সেই ব্লক কোনও মান্যতা পেল না । এখন সমস্যা আরও চরমে উঠেছে । কেন নতুন করে সাংগঠনিক ব্লক তৈরি করা হল ? জেলা সভাপতি পিকের টিমের কথা শুনেই সব কাজ করছেন । আমাদের কোনও কথাই পাত্তা দেন না । একবারও ব্লকে এসে সমস্যা মেটান না । তাই আমি দলনেত্রী চিঠি দিয়েছি ।’’

15 ডিসেম্বর জলপাইগুড়িতে আসছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সেখানে তাঁকে সব খুলে বলবেন বলে জানিয়েছেন অনন্তবাবু ।

প্রশান্ত কিশোরের টিম নিয়ে আগেও অসন্তোষ প্রকাশ করেছিলেন তৃণমূলের অনেকে । পিকে আসায় দলের ক্ষতি হয়েছে বলে মন্তব্য করেছিলেন তৃণমূল বিধায়ক জটু লাহিড়ি । এরপর মানভঞ্জনের জন্য প্রথমে দলের কোনও নেতা না গিয়ে তাঁর বাড়িতে প্রশান্ত কিশোর টিমের সদস্যরা গেলে অসন্তুষ্ট হন শীলভদ্র দত্ত । এবার অসন্তোষ প্রকাশ করলেন আর এক তৃণমূল বিধায়ক ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.