ETV Bharat / state

"আশা ছিল না আবার চালু হবে", আবেগঘন বাংলাদেশের মালগাড়ির চালক

author img

By

Published : Dec 18, 2020, 6:54 AM IST

Updated : Dec 18, 2020, 6:07 PM IST

প্রায় 55 বছর পর ফের ট্রেন চলল হলদিবাড়ি-চিলাহাটি রেলপথে । বাংলাদেশের মালগাড়ি হলদিবাড়ি স্টেশনে পৌঁছাতেই আবেগে ভাসলেন ইঞ্জিনের চালক ।

 হলদিবাড়ি-চিলাহাটি রেল
ফের চালু হল হলদিবাড়ি-চিলাহাটি রেল যোগাযোগ

জলপাইগুড়ি, 18 ডিসেম্বর : অপেক্ষার শেষ । অবশেষে ফের চালু হল হলদিবাড়ি-চিলাহাটি আন্তর্জাতিক রেলপথ । এর আগে 1965 সালে শেষবার ট্রেন চলেছিল এই পথে । বৃহস্পতিবার আবার নরেন্দ্র মোদি-শেখ হাসিনার হাত ধরে আনুষ্ঠানিকভাবে চালু হল হলদিবাড়ি-চিলাহাটি রেল যোগাযোগ । বাংলাদেশ থেকে একটি মালগাড়ি কাঁটাতার পেরিয়ে ঢুকল ভারতে ।

ট্রেনটির চালক বাংলাদেশ রেলের কর্মী সহিদুল ইসলাম । এই পথে যে আবার ট্রেনের চাকা গড়াবে সেই আশা অনেকটাই ছেড়ে দিয়েছিলেন তিনি । তবে আজ নিজের দায়িত্বে মালগাড়িটি ভারতে আনতে পারায় আবেগাপ্লুত সহিদুল সাহেব । বললেন, “আজ খুব ভালো লাগছে । আমার দায়িত্বে এই ট্রেন ভারতে আসল । আমাদের আশা ছিল না, যে এই ট্রেন চলবে । আজ 55 বছর পর ফের এই রুটে ট্রেন চলাচল শুরু হল ।”

 হলদিবাড়ি-চিলাহাটি রেল
ফের চালু হল হলদিবাড়ি-চিলাহাটি রেল যোগাযোগ

বৃহস্পতিবার । ঘড়িতে তখন 1 টা 3 মিনিট । ঐতিহাসিক এক মূহূর্ত । 1 টি রেল ইঞ্জিন সহ , 30 টি ওয়াগন, 2 টি গার্ড রুম নিয়ে বাংলাদেশের মাটি থেকে ভারতের মাটিতে ঢুকল মালগাড়ির চাকা । কাঁটাতার তখনও পার হয়নি । সেখানেই বিএসএফ ও বিজিবি কর্মী ও আধিকারিকরা একে অপরকে শুভেচ্ছা বিনিময় করেন । এরপর 1 টা 34 মিনিট । কাঁটাতার পেরিয়ে ভারতে প্রবেশ করল মালগাড়িটি । এরপর যখন হলদিবাড়ি স্টেশনে এসে পৌঁছাল তখন 2 টো 5 মিনিট । স্টেশনে একে একে নেমে এলেন, আফজ়ল হোসেন (গ্রেড ওয়ান গার্ড), মোহম্মদ সফিকুক ইসলাম (গ্রেড ২, গার্ড), সহিদুল ইসলাম ও বাংলাদেশ রেলের আরও এক কর্মী শাহজাহান আলি । বাংলাদেশ থেকে আসা ট্রেনকে স্বাগত জানাতে স্টেশনে তখন মানুষের ঢল । স্টেশনে ট্রেনটি ঢুকতেই আনন্দ উচ্ছাসে ফেটে পরেন স্থানীয়রা। হলদিবাড়ি স্টেশনে বাংলাদেশ রেলের কর্মীদের মালা পরিয়ে বরণ করা হয় ।

55 বছর পর ফের চালু হল হলদিবাড়ি-চিলাহাটি রেলপথ

আরও পড়ুন : হলদিবাড়ি সীমান্তে ফের ভারত-বাংলাদেশ রেল যোগাযোগে উচ্ছ্বসিত দু'দেশের মানুষ

বাংলাদেশ রেলের কর্মী মহম্মদ আফজ়ল হোসেন জানান, “আজ খুব ভালো লাগছে । দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও ভালো হবে । পর্যটকরা বাংলাদেশে যেতে পারবেন । বাংলাদেশের মানুষ হিসাবে আমরা গর্বিত ।”

এদিন বিএসএফের শিলিগুড়ি রাধাবাড়ি সেক্টরের 65 ব্যাটেলিয়ানের কমান্ড্যান্ট অনিল কুমার সিং বলেন, “ আমাদের খুব গর্বের দিন । ভারত বাংলাদেশের মধ্যে রেল যোগাযোগের সাক্ষী থাকলাম আমরা । হলদিবাড়ি-চিলাহাটি লিঙ্ক গেটের নিরাপত্তার দায়িত্বে আছি আমরা ।”

জলপাইগুড়ি, 18 ডিসেম্বর : অপেক্ষার শেষ । অবশেষে ফের চালু হল হলদিবাড়ি-চিলাহাটি আন্তর্জাতিক রেলপথ । এর আগে 1965 সালে শেষবার ট্রেন চলেছিল এই পথে । বৃহস্পতিবার আবার নরেন্দ্র মোদি-শেখ হাসিনার হাত ধরে আনুষ্ঠানিকভাবে চালু হল হলদিবাড়ি-চিলাহাটি রেল যোগাযোগ । বাংলাদেশ থেকে একটি মালগাড়ি কাঁটাতার পেরিয়ে ঢুকল ভারতে ।

ট্রেনটির চালক বাংলাদেশ রেলের কর্মী সহিদুল ইসলাম । এই পথে যে আবার ট্রেনের চাকা গড়াবে সেই আশা অনেকটাই ছেড়ে দিয়েছিলেন তিনি । তবে আজ নিজের দায়িত্বে মালগাড়িটি ভারতে আনতে পারায় আবেগাপ্লুত সহিদুল সাহেব । বললেন, “আজ খুব ভালো লাগছে । আমার দায়িত্বে এই ট্রেন ভারতে আসল । আমাদের আশা ছিল না, যে এই ট্রেন চলবে । আজ 55 বছর পর ফের এই রুটে ট্রেন চলাচল শুরু হল ।”

 হলদিবাড়ি-চিলাহাটি রেল
ফের চালু হল হলদিবাড়ি-চিলাহাটি রেল যোগাযোগ

বৃহস্পতিবার । ঘড়িতে তখন 1 টা 3 মিনিট । ঐতিহাসিক এক মূহূর্ত । 1 টি রেল ইঞ্জিন সহ , 30 টি ওয়াগন, 2 টি গার্ড রুম নিয়ে বাংলাদেশের মাটি থেকে ভারতের মাটিতে ঢুকল মালগাড়ির চাকা । কাঁটাতার তখনও পার হয়নি । সেখানেই বিএসএফ ও বিজিবি কর্মী ও আধিকারিকরা একে অপরকে শুভেচ্ছা বিনিময় করেন । এরপর 1 টা 34 মিনিট । কাঁটাতার পেরিয়ে ভারতে প্রবেশ করল মালগাড়িটি । এরপর যখন হলদিবাড়ি স্টেশনে এসে পৌঁছাল তখন 2 টো 5 মিনিট । স্টেশনে একে একে নেমে এলেন, আফজ়ল হোসেন (গ্রেড ওয়ান গার্ড), মোহম্মদ সফিকুক ইসলাম (গ্রেড ২, গার্ড), সহিদুল ইসলাম ও বাংলাদেশ রেলের আরও এক কর্মী শাহজাহান আলি । বাংলাদেশ থেকে আসা ট্রেনকে স্বাগত জানাতে স্টেশনে তখন মানুষের ঢল । স্টেশনে ট্রেনটি ঢুকতেই আনন্দ উচ্ছাসে ফেটে পরেন স্থানীয়রা। হলদিবাড়ি স্টেশনে বাংলাদেশ রেলের কর্মীদের মালা পরিয়ে বরণ করা হয় ।

55 বছর পর ফের চালু হল হলদিবাড়ি-চিলাহাটি রেলপথ

আরও পড়ুন : হলদিবাড়ি সীমান্তে ফের ভারত-বাংলাদেশ রেল যোগাযোগে উচ্ছ্বসিত দু'দেশের মানুষ

বাংলাদেশ রেলের কর্মী মহম্মদ আফজ়ল হোসেন জানান, “আজ খুব ভালো লাগছে । দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও ভালো হবে । পর্যটকরা বাংলাদেশে যেতে পারবেন । বাংলাদেশের মানুষ হিসাবে আমরা গর্বিত ।”

এদিন বিএসএফের শিলিগুড়ি রাধাবাড়ি সেক্টরের 65 ব্যাটেলিয়ানের কমান্ড্যান্ট অনিল কুমার সিং বলেন, “ আমাদের খুব গর্বের দিন । ভারত বাংলাদেশের মধ্যে রেল যোগাযোগের সাক্ষী থাকলাম আমরা । হলদিবাড়ি-চিলাহাটি লিঙ্ক গেটের নিরাপত্তার দায়িত্বে আছি আমরা ।”

Last Updated : Dec 18, 2020, 6:07 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.