জলপাইগুড়ি, 21 জুন: গ্রামে ঢোকার রাস্তা নেই । তাই বিয়ে ঠিক হওয়ার পরেও রাস্তা না থাকায় গ্রামের অনেকেরই বিয়ে ভেঙে যাচ্ছে এমনটাই অভিযোগ । তাই রাস্তার দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন এলাকাবাসী । বিয়ে ঠিক হবার পরেও রাস্তার জন্য বিয়ে ভেঙে যাচ্ছে, তাই দ্রুত রাস্তা মেরামতের দাবি জানিয়ে আন্দোলনে সামিল হলেন এলাকার যুবকরাও । দেওয়া হল পঞ্চায়েতে ভোট বয়কটের হুঁশিয়ারিও ৷ ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির নন্দনপুর বোয়ালমারি এলাকায় ৷
জলপাইগুড়ি সদর ব্লকের নন্দনপুর গ্রাম পঞ্চায়েতের 17/213 নং সুভাষপল্লী এলাকার বাসিন্দারা রাস্তা অবরোধ করেন বুধবার । খবর পেয়ে পথ অবরোধ তুলতে যায় কোতয়ালি থানার পুলিশ ৷ এই বিষয়ে স্থানীয় বাসিন্দা দেলোয়ার হোসেন অভিযোগ করে বলেন,"আমাদের এলাকায় বহু ছেলে মেয়েদের বিয়ে দেওয়া যাচ্ছে না । বিয়ের কথা ঠিক হলেও তারপর রাস্তার জন্য বিয়ে ভেঙে যাচ্ছে । আমরা খুব বিপদে পরে আছি । দীর্ঘদিন ধরেই আমাদের খড়খড়িয়া নদীর উপর সেতু নেই । গত বছর সেতুর শিলান্যাস হলেও তার বোর্ড উধাও হয়ে গিয়েছে । ভোলো রাস্তা নেই, ফলে আত্মীয় স্বজনরা আসতে পারেন না । এমনকি বিয়ের জন্য পাত্র ও পাত্রীপক্ষ এলেও বিয়ে ঠিক হয় না, একমাত্র রাস্তার জন্য । তাই আমরা দলমত নির্বিশেষে ভোট বয়কট করার কথা ভাবছি । ভোটের সময় সবাই আসে ভোট চলে গেলে আমাদের কেউ খোঁজ নেয় না ।"
অন্যদিকে, স্থানীয় মণ্ডলঘাট সুভাষপল্লীর বাসিন্দা জালালউদ্দিন হক বলেন,"আমার বিয়ের জন্য সব ঠিকঠাক হলেও রাস্তার জন্য বিয়ে হল না । আমার বিয়েটা ভেঙে গেল । আমার শুধু নয় আমাদের গ্রামে অনেক যুবকের বয়স 35-40 হয়ে যাচ্ছে কিন্তু রাস্তার জন্য বিয়ে হচ্ছে না । আমরা রাস্তা চাই । এলাকায় জলের সমস্যা, রাস্তার সমস্যা । তাই আমরা রাস্তা অবরোধ করেছি । ভোট বয়কট করেছি ।"
আরও পড়ুন: বড়ঞায় কংগ্রেস প্রার্থীদের প্রতীক নেওয়ার অনুমতি আদালতের, ধরনা তুললেন অধীর
এই বিক্ষোভ প্রসঙ্গে স্থানীয় বাসিন্দা সুশীল কুমার মল্লিক জানান, গ্রামটা নদীর দ্বারা অবরুদ্ধ । যাতায়াতের ব্যবস্থা নেই । বিয়ে ঠিক হলেও ভেঙে যাচ্ছে । কোনও ছেলেমেয়ের বিয়ে হচ্ছে না রাস্তার জন্য । তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত থাকলেও তারা কোনও কাজ করেনি । সেতুর শিলান্যাস করলেও কাজ করেনি । বিধায়কও কাজ করেনি আমরা রাস্তা চাই ।