জলপাইগুড়ি, 22 অক্টোবর : কোরোনা আক্রান্তের সংখ্যা প্রতিদিনই বাড়ছে জলপাইগুড়ি শহরে । তাই পুজোর সময় টোটো জীবাণুমুক্ত করার উদ্যোগ নিল INTTUC । একই উদ্যোগ নিয়েছে বাম শ্রমিক সংগঠন CITU-ও । প্রতিদিন শহরে কয়েক হাজার টোটো চলাচল করে । অভিযোগ, নিয়মিত জীবাণুমুক্ত করা হচ্ছে না টোটোগুলি । এরপরই এই টোটো জীবাণুমুক্ত করার উদ্যোগ নেওয়া হয় ।
পুজোর সময় জনস্বাস্থ্যের কথা মাথায় রেখে জেলা INTTUC-র উদ্যোগে টোটো স্যানিটাইজ়ার টানেল উদ্বোধন করা হয় । রাজবাড়ি পাড়ার স্পোর্টস কমপ্লেক্সের পাশে রাস্তার ধারে এই টানেলটি বসানো হয়েছে ।
টানেলের মধ্য দিয়ে টোটো গেলেই পাইপের মাধ্যমে জীবাণুনাশক স্প্রে হবে । দু'দিক ও উপর থেকে স্প্রে করা হবে । জলপাইগুড়ি টাউন ব্লকের তৃণমূল সভাপতি তপন বন্দ্যোপাধ্যায়, INTTUC জেলা সভাপতি মিঠু মোহন্ত, পৌরসভার প্রশাসকমণ্ডলীর সদস্য সন্দীপ মাহাত, নিপু সাহা, বিশ্বজিৎ সরকার, 20 নম্বর ওয়ার্ডের কো-অর্ডিনেটর বাচ্চু সরকার এই স্যানিটাইজ়ার টানেলের উদ্বোধনে উপস্থিত ছিলেন ।
CITU-র তরফে ডিবিসি রোডে টোটো স্যানিটাইজ় করার উদ্যোগ নেওয়া হয় । সংগঠনের সভাপতি শুভঙ্কর সরকার বলেন, "তৃণমূল থেকে টানেল করা হয়েছে তাতে কেবল শাসকদলের টোটো স্যানিটাইজ় করা হবে । তাই আমরা আমাদের মতো করে সব টোটো স্যানিটাইজ় করার উদ্যোগ নিয়েছি ।"