জলপাইগুড়ি, 5 এপ্রিল: লকডাউনে বন্ধ মদের দোকান । তা বলে তো আর নেশা বন্ধ করা যায় না । দুধের স্বাদ ঘোলে মেটানোর মতো জলপাইগুড়ির আদিবাসীরা এখন মজেছেন হাঁড়িয়ায় । চাহিদাও তুঙ্গে । জলপাইগুড়ি শহর লাগোয়া ডেঙ্গুয়াঝার চা বাগানে রমরমিয়ে বিকোচ্ছে হাঁড়িয়া । আর তাতেই লকডাউনকে বুড়ো আঙুল দেখিয়ে ভিড় জমাচ্ছে বুড়ো থেকে ছোকরা ।
হাঁড়িয়া মূলত ভাত থেকে তৈরি একপ্রকার মদ । এলাকার সব মদের দোকান বন্ধ থাকায় নেশার তাগিদে সেই হাঁড়িয়াতে মজেছে জলপাইগুড়ির ডেঙ্গুয়াঝার চা বাগান এলাকার বাসিন্দারা । বাঁশ গাছের নিচে ক্রেতাদের জন্য বসার ব্যবস্থা করা হয়েছে । দ্রুত ব্যবস্থা । ক্রেতারা এসে দাঁড়ালেই এক গ্লাস করে হাঁড়িয়া এগিয়ে দিচ্ছেন বিক্রেতা ।
সংবাদ মাধ্যমের ক্যামেরা দেখতেই অবশ্য এলাকা ফাঁকা হয়ে যায় । একজন তো হাঁড়িয়ার গ্লাস পেছনে রেখে বললেন, "আমি তো ফুল তুলতে এসেছিলাম ।" কেউ আবার বলছেন, "সরকার ছয়মাস সবকিছু বন্ধ রাখুক ৷ আমাদের বাড়ি এসে খাবার পৌঁছে দিক । তাহলে আমরা কেউ বাড়ি থেকে বেরোবো না । এমনকী কেউ আর হাঁড়িয়াও বিক্রি করবে না ।"