ETV Bharat / state

লকডাউনে যানজটে জেরবার জলপাইগুড়ি - Traffic Jam in Jalpaiguri amid lockdown

লকডাউনের মধ্যেই স্বাভাবিক ছন্দে ফিরতে দেখা গেল জলপাইগুড়িকে ৷ আর যার ফলে সকাল থেকেই জলপাইগুড়ি শহরের মার্চেন্ট রোডে দেখা গেল ব্যাপক যানজট ৷

Traffic Jam in Jalpaiguri amid lockdown
j
author img

By

Published : May 26, 2020, 7:39 PM IST

জলপাইগুড়ি , 26 মে : দেশজুড়ে চতুর্থ দফার লকডাউন চলছে ৷ এই চতুর্থ দফার লকডাউনে কয়েকটি বিষয়ে ছাড় দেওয়া হয়েছে ৷ তাও শর্তসাপেক্ষে৷ কিন্তু জলপাইগুড়িতে যে যানজট দেখা দিয়েছে তাতে লকডাউনে পুলিশ-প্রশাসনের ভূমিকা নিয়েই প্রশ্ন উঠছে ৷

লকডাউনের মাঝেই জলপাইগুড়ি শহরে ব্যপক যানজট । সামাজিক দূরত্বের তো বালাই নেই । শর্তসাপেক্ষে দোকান পাট খোলার অনুমতি দেওয়া হয়েছে । কিন্তু নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে চলছে অবাধ আনাগোনা । অন্যদিকে , সকাল থেকেই টোটো চলছে শহরে । যার ফলে জলপাইগুড়ি শহরের মার্চেন্ট রোডে সকাল থেকে দুপুর পর্যন্ত যানজট দেখা গেল । টোটো চলাচলের উপর নিষেধাজ্ঞা জারি করা থাকলেও লকডাউনের মাঝেই অবাধে চলল টোটো । এবিষয়ে সম্পূর্ণ নির্বিকার জলপাইগুড়ি পুলিশ প্রশাসন ৷

সামাজিক দূরত্ব মেনে চলার কথা বলা হলেও তা কোনওভাবেই মেনে চলা হচ্ছে না বলে অভিযোগ । আজ বিভিন্ন বেসরকারি স্ট্যান্ডে ভাড়া গাড়িও দেখা গেছে । আগামীকাল থেকে শর্তসাপেক্ষে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার বাস চালানো হবে বলে জানা গেছে ।

জলপাইগুড়ি , 26 মে : দেশজুড়ে চতুর্থ দফার লকডাউন চলছে ৷ এই চতুর্থ দফার লকডাউনে কয়েকটি বিষয়ে ছাড় দেওয়া হয়েছে ৷ তাও শর্তসাপেক্ষে৷ কিন্তু জলপাইগুড়িতে যে যানজট দেখা দিয়েছে তাতে লকডাউনে পুলিশ-প্রশাসনের ভূমিকা নিয়েই প্রশ্ন উঠছে ৷

লকডাউনের মাঝেই জলপাইগুড়ি শহরে ব্যপক যানজট । সামাজিক দূরত্বের তো বালাই নেই । শর্তসাপেক্ষে দোকান পাট খোলার অনুমতি দেওয়া হয়েছে । কিন্তু নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে চলছে অবাধ আনাগোনা । অন্যদিকে , সকাল থেকেই টোটো চলছে শহরে । যার ফলে জলপাইগুড়ি শহরের মার্চেন্ট রোডে সকাল থেকে দুপুর পর্যন্ত যানজট দেখা গেল । টোটো চলাচলের উপর নিষেধাজ্ঞা জারি করা থাকলেও লকডাউনের মাঝেই অবাধে চলল টোটো । এবিষয়ে সম্পূর্ণ নির্বিকার জলপাইগুড়ি পুলিশ প্রশাসন ৷

সামাজিক দূরত্ব মেনে চলার কথা বলা হলেও তা কোনওভাবেই মেনে চলা হচ্ছে না বলে অভিযোগ । আজ বিভিন্ন বেসরকারি স্ট্যান্ডে ভাড়া গাড়িও দেখা গেছে । আগামীকাল থেকে শর্তসাপেক্ষে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার বাস চালানো হবে বলে জানা গেছে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.