ETV Bharat / state

Panchayat Election Results 2023: জলপাইগুড়ি জেলা পরিষদ ও সমিতি এককভাবে তৃণমূলের, গ্রাম পঞ্চায়েতে প্রভাব বিজেপির - Panchayat Samiti in Jalpaiguri

জলপাইগুড়ির জেলা পরিষদ এবং পঞ্চায়েত সমিতিতে তৃণমূলের দাপট ৷ তবে, গ্রাম পঞ্চায়েতে শাসকশিবিরের দখল কিছুটা কমল ৷ সেই সঙ্গে আসন সংখ্যা অনেকটা বাড়াল বিজেপি ৷

Panchayat Election Results 2023 ETV BHARAT
Panchayat Election Results 2023
author img

By

Published : Jul 12, 2023, 2:10 PM IST

জলপাইগুড়ি, 12 জুলাই: উত্তরবঙ্গের পঞ্চায়েত নির্বাচনে সবুজ ঝড় ৷ জলপাইগুড়ি জেলা পরিষদ এককভাবে দখল করল তৃণমূল ৷ 24টি আসনেই জিতলেন ঘাসফুল শিবিরের প্রার্থীরা ৷ এমনকী 9টি পঞ্চায়েত সমিতিই তৃণমূল কংগ্রেসের ঝুলিতে এসেছে ৷ অন্যদিকে, পঞ্চায়েত নির্বাচনে জলপাইগুড়িতে তৃণমূল কংগ্রেস জয় পেলেও শক্তি বাড়াল বিজেপি ৷ গতবারের থেকে গ্রাম পঞ্চায়েতের সংখ্যা যেমন বেড়েছে তেমনি গ্রাম সংসদে জয়ের সংখ্যাও অনেকটাই বেড়েছে বিজেপির ৷ তৃণমূলের দখলে থাকা গ্রাম পঞ্চায়েতের সংখ্যা কিছুটা কমেছে ৷ তবে, 8টি গ্রাম পঞ্চায়েত এই মুহূর্তে ত্রিশঙ্কু হয়েছে ৷ সেগুলিতে কাদের বোর্ড গঠন হবে ? সেই এখন দেখার ৷

2018 সালে জলপাইগুড়ি জেলা পরিষদে মোট 19টি আসন ছিল ৷ কিন্তু, এ বছর ক্রান্তি ও বানারহাট দু’টি আলাদা ব্লক হওয়ায় আসন সংখ্যা বেড়ে 24 হয়েছে ৷ কিন্তু, তার কোনও লাভ বিজেপি নিতে পারল না ৷ 24টি আসনেই তৃণমূলের প্রার্থীরা জিতে এককভাবে জেলা পরিষদের দখল নিল ৷ একইভাবে জেলার 9টি পঞ্চায়েত সমিতির সবক’টি তৃণমূলের দখলে গিয়েছে ৷ তবে, গ্রাম পঞ্চায়েতে 2018 সালের থেকে কিছুটা হলেও ভালো ফলাফল করেছে বিজেপি ৷ গ্রাম পঞ্চায়েতের সংখ্যা বাড়ানোর পাশাপাশি, গ্রাম সংসদের আসন সংখ্যাও বেড়েছে ৷

জলপাইগুড়ি জেলায় 80টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে গতবার তৃণমূলের দখলে ছিল 69টি ৷ কিন্তু, শাসকশিবির সেই সংখ্যা ধরে রাখতে পারেনি ৷ 5টি আসন কমে তাদের হাতে গ্রাম পঞ্চায়েত এসেছে মোট 64টি ৷ সেখানে বিজেপি 8টি গ্রাম পঞ্চায়েতের দখল নিয়েছে ৷ বাকি 8টি আসন ত্রিশঙ্কু হয়েছে ৷ সেই গ্রাম পঞ্চায়েতগুলি কাদের দখলে যাবে, সেটাই এখন দেখার ৷ এবার বিজেপির পাওয়া 8টি গ্রাম পঞ্চায়েতগুলি হল, মৌলানী গ্রাম পঞ্চায়েত, নন্দনপুর বোয়ালমারি গ্রাম পঞ্চায়েত, বেলাকোবা গ্রাম পঞ্চায়েত, বাহাদুর গ্রাম পঞ্চায়েত, মাধবডাঙা 2 ও ডাবগ্রাম ফুলবাড়ি 2, গধেয়ার কুঠি গ্রাম পঞ্চায়েত ও গাদং 2 গ্রাম পঞ্চায়েত ৷

আরও পড়ুন: গণনা ঘিরে একাধিক খুন দক্ষিণ 24 পরগনায়, উত্তপ্ত ভাঙড়-রায়দিঘি

জলপাইগুড়ি জেলা বিজেপির সভাপতি বাপী গোস্বামী বলেন, "আমরা গতবারের তুললায় অনেক আসন বেশি জিতেছি ৷ শুধু তাই নয়, গতবারের তুলনায় আমরা বেশি গ্রাম পঞ্চায়েত জিতেছি ৷" পঞ্চায়েত নির্বাচনের ফলাফল নিয়ে তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি মহুয়া গোপ বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে মানুষ আমাদের আশির্বাদ করেছে ৷ মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় যে সকল প্রকল্পগুলি নিয়েছেন, তাতে মানুষের উপকার হয়েছে ৷ এছাড়া নবজোয়ার আমাদের বাড়তি অক্সিজেন দিয়েছে বলে মনে করি ৷"

জলপাইগুড়ি, 12 জুলাই: উত্তরবঙ্গের পঞ্চায়েত নির্বাচনে সবুজ ঝড় ৷ জলপাইগুড়ি জেলা পরিষদ এককভাবে দখল করল তৃণমূল ৷ 24টি আসনেই জিতলেন ঘাসফুল শিবিরের প্রার্থীরা ৷ এমনকী 9টি পঞ্চায়েত সমিতিই তৃণমূল কংগ্রেসের ঝুলিতে এসেছে ৷ অন্যদিকে, পঞ্চায়েত নির্বাচনে জলপাইগুড়িতে তৃণমূল কংগ্রেস জয় পেলেও শক্তি বাড়াল বিজেপি ৷ গতবারের থেকে গ্রাম পঞ্চায়েতের সংখ্যা যেমন বেড়েছে তেমনি গ্রাম সংসদে জয়ের সংখ্যাও অনেকটাই বেড়েছে বিজেপির ৷ তৃণমূলের দখলে থাকা গ্রাম পঞ্চায়েতের সংখ্যা কিছুটা কমেছে ৷ তবে, 8টি গ্রাম পঞ্চায়েত এই মুহূর্তে ত্রিশঙ্কু হয়েছে ৷ সেগুলিতে কাদের বোর্ড গঠন হবে ? সেই এখন দেখার ৷

2018 সালে জলপাইগুড়ি জেলা পরিষদে মোট 19টি আসন ছিল ৷ কিন্তু, এ বছর ক্রান্তি ও বানারহাট দু’টি আলাদা ব্লক হওয়ায় আসন সংখ্যা বেড়ে 24 হয়েছে ৷ কিন্তু, তার কোনও লাভ বিজেপি নিতে পারল না ৷ 24টি আসনেই তৃণমূলের প্রার্থীরা জিতে এককভাবে জেলা পরিষদের দখল নিল ৷ একইভাবে জেলার 9টি পঞ্চায়েত সমিতির সবক’টি তৃণমূলের দখলে গিয়েছে ৷ তবে, গ্রাম পঞ্চায়েতে 2018 সালের থেকে কিছুটা হলেও ভালো ফলাফল করেছে বিজেপি ৷ গ্রাম পঞ্চায়েতের সংখ্যা বাড়ানোর পাশাপাশি, গ্রাম সংসদের আসন সংখ্যাও বেড়েছে ৷

জলপাইগুড়ি জেলায় 80টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে গতবার তৃণমূলের দখলে ছিল 69টি ৷ কিন্তু, শাসকশিবির সেই সংখ্যা ধরে রাখতে পারেনি ৷ 5টি আসন কমে তাদের হাতে গ্রাম পঞ্চায়েত এসেছে মোট 64টি ৷ সেখানে বিজেপি 8টি গ্রাম পঞ্চায়েতের দখল নিয়েছে ৷ বাকি 8টি আসন ত্রিশঙ্কু হয়েছে ৷ সেই গ্রাম পঞ্চায়েতগুলি কাদের দখলে যাবে, সেটাই এখন দেখার ৷ এবার বিজেপির পাওয়া 8টি গ্রাম পঞ্চায়েতগুলি হল, মৌলানী গ্রাম পঞ্চায়েত, নন্দনপুর বোয়ালমারি গ্রাম পঞ্চায়েত, বেলাকোবা গ্রাম পঞ্চায়েত, বাহাদুর গ্রাম পঞ্চায়েত, মাধবডাঙা 2 ও ডাবগ্রাম ফুলবাড়ি 2, গধেয়ার কুঠি গ্রাম পঞ্চায়েত ও গাদং 2 গ্রাম পঞ্চায়েত ৷

আরও পড়ুন: গণনা ঘিরে একাধিক খুন দক্ষিণ 24 পরগনায়, উত্তপ্ত ভাঙড়-রায়দিঘি

জলপাইগুড়ি জেলা বিজেপির সভাপতি বাপী গোস্বামী বলেন, "আমরা গতবারের তুললায় অনেক আসন বেশি জিতেছি ৷ শুধু তাই নয়, গতবারের তুলনায় আমরা বেশি গ্রাম পঞ্চায়েত জিতেছি ৷" পঞ্চায়েত নির্বাচনের ফলাফল নিয়ে তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি মহুয়া গোপ বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে মানুষ আমাদের আশির্বাদ করেছে ৷ মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় যে সকল প্রকল্পগুলি নিয়েছেন, তাতে মানুষের উপকার হয়েছে ৷ এছাড়া নবজোয়ার আমাদের বাড়তি অক্সিজেন দিয়েছে বলে মনে করি ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.