জলপাইগুড়ি, 15 মে: তৃণমূল কংগ্রেস থেকে বিজেপিতে যোগদান করায় জমি দখল করে নেবার হুমকি তৃণমূল নেতার । জলপাইগুড়ির ক্রান্তির তৃণমূল পরিচালিত পঞ্চায়েত সমিতির সভাপতি পঞ্চানন রায়ের বিরুদ্ধে হুমকি দেওয়ার অভিযোগ ওঠে রবিবার ৷ শিক্ষক নিয়োগ দুর্নীতিতে সিবিআই গত বছর এই পঞ্চানন রায়কে জিজ্ঞাসাবাদ করেছিল ।
বিজেপিতে যোগ দেওয়া তৃণমূলের বুথ সভাপতি কৃষ্ণমোহন রায়ের সঙ্গে পঞ্চানন রায়ের হুমকির অডিয়ো ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায় । যদিও এই ভাইরাল অডিয়োর সত্যতা যাচাই করেনি ইটিভি ভারত ৷ হুমকির পর থেকে আতঙ্কিত সদ্য বিজেপিতে যোগ দেওয়া কৃষ্ণমোহন রায় । ঘটনাস্থল মালবাজার বিধানসভার ক্রান্তি ব্লকের রাজাডাঙা এলাকা ।
রবিবার ক্রান্তির 20/215 নং বুথের তৃণমূল কংগ্রেস বুথ সভাপতি কৃষ্ণমোহন রায় তাঁর এলাকায় 15-20 জনকে নিয়ে বিজেপিতে যোগদান করেন । বিজেপির জেলা সহ সভাপতি কমলেন্দু দেব শর্মা ও মহিলা মোর্চার জেলা সভাপতি দীপা বণিক অধিকারী তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন ৷ যোগদানের পর থেকে কৃষ্ণমোহন রায়কে ক্রান্তি পঞ্চায়েত সমিতির সভাপতি তথা তৃণমূল নেতা পঞ্চানন রায় ফোনে তাঁর জমি কেড়ে নেওয়ার হুমকি দেন বলে অভিযোগ ।
শুধু তাই নয়, হুমকি ফোনে ক্রান্তি এলাকায় জল সরবরাহ করার প্রাচীর নির্মাণের কাজের টাকার কাটমানির বিষয়টিও উঠে এসেছে । ভাইরাল হওয়া ফোন কলে শোনা যাচ্ছে, পঞ্চানন রায় বলছেন সেই টাকা তিনি নেননি ৷ টাকা দলের । কৃষ্ণমোহন রায় উত্তরে বলেন, "দু'বছরে তাঁকে তিনবার বুথ সভাপতির পদ থেকে নামানো হয়েছে । আমাকে কে নামালো ? ঝারমাঝ গ্রামের পানি ট্যাঙ্কির টাকাটা কে কে খেল ? আমাকে একটা টাকাও দিয়েছেন ? আমাকে 20 হাজার টাকা দেবেন বলেছিলেন । সেই টাকাটা আমাকে দিয়েছেন ?"
পঞ্চানন পালটা বলেন, "তুই বুলবুলের কাছে গিয়ে জিজ্ঞাসা কর ? তোকে টাকা দেব কীভাবে ? ওটা পার্টির টাকা । তোর কত দম আছে দেখব ৷ ক্রান্তির বাজারে তোর যে জমি আছে সেটা পিডব্লিউডি দখল করবে । কৃষ্ণমোহন রায়ের কত দম আছে পঞ্চানন রায় দেখবে ।"
এদিকে এই বিষয়ে জিজ্ঞাসার জন্য অভিযুক্ত তৃণমূল নেতা পঞ্চানন রায়কে ফোন করা হলেও তা বন্ধ থাকায় যোগাযোগ করা যায়নি । এই বিষয়ে বিজেপির মহিলা মোর্চার জেলা সভাপতি দীপা বণিক অধিকারী বলেন, "রবিবার আমার হাত ধরেই তৃণমূল নেতা কৃষ্ণমোহন রায়-সহ 15-20টি পরিবার বিজেপিতে যোগদান করে । এরপরেই পঞ্চানন রায় তাঁকে হুমকি দিতে শুরু করেন । অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্রান্তিতে নব জোয়ার কর্মসূচির অনুষ্ঠান করেছিলেন ৷ সেখান থেকেই আমাদের যোগদানের অনুষ্ঠান হয় ।"
এদিকে জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান খগেশ্বর রায় বলেন, "কেউ কোনও দলে যোগ দিতেই পারেন তাই বলে তার জমি দখল নেবার হুমকি দেওয়া হবে এটা ঠিক না । আমি বিষয়টি কিছুই জানি না । বিশদে খোঁজ নিয়ে মন্তব্য করব ।"
উল্লেখ্য, প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্তে জলপাইগুড়ি জেলার ক্রান্তি পঞ্চায়েত সমিতির সভাপতি তথা রাজ্য প্রাথমিক শিক্ষা পর্ষদের সদস্য পঞ্চানন রায়কে ডেকে পাঠিয়েছিল সিবিআই । গত বছর জুলাই মাসে সিবিআইয়ের কাছে হাজিরা দেন পঞ্চানন । প্রাথমিক স্কুলের শিক্ষক পঞ্চানন রায় 2013 সাল থেকেই রাজ্যের প্রাথমিক শিক্ষা পর্ষদের সদস্য ।2014 ও 2017 সালের প্রাথমিকে চাকরির ক্ষেত্রে পর্ষদের বোর্ড মিটিংয়ে চাকরিপ্রার্থীদের কাকে কাকে কীভাবে নম্বর দেওয়া হবে তা জানানোর সেই বৈঠকে পঞ্চানন রায় ছিলেন বলে অভিযোগ । যদিও সেই সময় পঞ্চানন নিজেকে নির্দোষ দাবি করেন ।
আরও পড়ুন : 36000 প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিলের তালিকায় নাম মন্ত্রীর মেয়ের