নাগরাকাটা, 15 জুন: পঞ্চায়েত নির্বাচনের আগে প্রকাশ্যে গোষ্ঠীকোন্দল ৷ দলের অঞ্চল সভাপতির বিরুদ্ধে ক্ষোভ জানিয়ে ব্লক এবং জেলা কমিটি থেকে ইস্তফা প্রদান করল তৃণমূল এবং তৃণমূলের বিভিন্ন শাখা সংগঠন নেতৃত্ব ৷ 2023 সালের পঞ্চায়েত নির্বাচনের প্রাক-মুহূর্তে এই ধরনের ঘটনা ডুয়ার্সের নাগরাকাটা ব্লকের আংরাভাষা 2 নং গ্রামপঞ্চায়েত অঞ্চলে তৃণমূলকে রীতিমতো অস্বস্তিতে ফেলতে পারে ৷
ইস্তফাপত্রে উল্লেখ রয়েছে, দলের অঞ্চল সভাপতি মনসুর আলির একরোখা মনোভাব এবং একলা চল নীতির কারণে তারা দলের বিভিন্ন পদ থেকে ইস্তফা দিতে চেয়েছেন ৷ মনসুর আলির বিষয়ে দলের অভিযোগ, তাঁর সঙ্গে মিলেমিশে কাজ করার চেষ্টা করলেও তা বৃথা গিয়েছে ৷ গত 6 জুন ব্লক সভাপতির সঙ্গে একটি বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়, পঞ্চায়েত নির্বাচনে সবাই দলের উন্নতির স্বার্থে একসঙ্গে কাজ করবে ৷ তারপরেও অঞ্চল সভাপতির তরফে দলের শাখা সংগঠনের কর্মীদের সঙ্গে যে ব্যবহার করেছেন, তা কাম্য নয় ৷ তিনি কোনওভাবেই তাঁর একরোখা মনোভাব থেকে সরে আসবেন না ৷
এই ইস্তফাপত্রে আরও লেখা হয়েছে, আগামীতে নির্বাচনের যে ফলাফল হবে তাতে ভালো ফল হলে তার কৃতিত্ব যেমন মনসুর আলির থাকবে, তেমনই ফল খারাপ হলে সেই দায়ও তাঁরই উপর বর্তাবে ৷ তৃণমূলের এবং তার শাখা সংগঠনের মোট 21 জন পদাধিকারী ওই ইস্তফাপত্রে স্বাক্ষর করেছেন ৷ শুধু তাই নয়, ইস্তফা প্রদানকারীদের দাবি, তাঁরা পদ থেকে ইস্তফা দিতে চাইছেন, দল থেকে নয় ৷ ইস্তফাপ্রদানকারীরা সাধারণ কর্মী হিসেবে কাজ করবেন বলে লিখেছেন ৷ ইতিমধ্যে এই ইস্তফাপত্রের বিষয় নিয়ে রাজনৈতিক জল্পনা তুঙ্গে ডুয়ার্স জুড়ে ৷
আরও পড়ুন: বর্ধমানের হোটেলে মন্ত্রী অরূপের সঙ্গে বৈঠকে পুলিশকর্তা, টুইটে দাবি শুভেন্দুর