ETV Bharat / state

Panchayat Election 2023: দলের অঞ্চল সভাপতির বিরুদ্ধে ক্ষোভ, ব্লক এবং জেলা কমিটিতে ইস্তফা তৃণমূলের - আংরাভাষা 2 নং গ্রামপঞ্চায়েত

পঞ্চায়েত নির্বাচনের দিন এগিয়ে আসছে ৷ আর ঘাসফুলের ভিতরের দ্বন্দ্ব সামনে আসছে ৷ 2023 সালের পঞ্চায়েত নির্বাচনে ডুয়ার্সের নাগরাকাটা ব্লকের আংরাভাষা 2 নং গ্রামপঞ্চায়েতে তেমনটাই ঘটল ৷

ETV Bharat
তৃণমূল কংগ্রেস
author img

By

Published : Jun 15, 2023, 12:39 PM IST

নাগরাকাটা, 15 জুন: পঞ্চায়েত নির্বাচনের আগে প্রকাশ্যে গোষ্ঠীকোন্দল ৷ দলের অঞ্চল সভাপতির বিরুদ্ধে ক্ষোভ জানিয়ে ব্লক এবং জেলা কমিটি থেকে ইস্তফা প্রদান করল তৃণমূল এবং তৃণমূলের বিভিন্ন শাখা সংগঠন নেতৃত্ব ৷ 2023 সালের পঞ্চায়েত নির্বাচনের প্রাক-মুহূর্তে এই ধরনের ঘটনা ডুয়ার্সের নাগরাকাটা ব্লকের আংরাভাষা 2 নং গ্রামপঞ্চায়েত অঞ্চলে তৃণমূলকে রীতিমতো অস্বস্তিতে ফেলতে পারে ৷

ইস্তফাপত্রে উল্লেখ রয়েছে, দলের অঞ্চল সভাপতি মনসুর আলির একরোখা মনোভাব এবং একলা চল নীতির কারণে তারা দলের বিভিন্ন পদ থেকে ইস্তফা দিতে চেয়েছেন ৷ মনসুর আলির বিষয়ে দলের অভিযোগ, তাঁর সঙ্গে মিলেমিশে কাজ করার চেষ্টা করলেও তা বৃথা গিয়েছে ৷ গত 6 জুন ব্লক সভাপতির সঙ্গে একটি বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়, পঞ্চায়েত নির্বাচনে সবাই দলের উন্নতির স্বার্থে একসঙ্গে কাজ করবে ৷ তারপরেও অঞ্চল সভাপতির তরফে দলের শাখা সংগঠনের কর্মীদের সঙ্গে যে ব্যবহার করেছেন, তা কাম্য নয় ৷ তিনি কোনওভাবেই তাঁর একরোখা মনোভাব থেকে সরে আসবেন না ৷

Resignation Letter of TMC
আংরাভাষা 2 নং গ্রামপঞ্চায়েতে ব্লক এবং জেলা কমিটির ইস্তফাপত্র

এই ইস্তফাপত্রে আরও লেখা হয়েছে, আগামীতে নির্বাচনের যে ফলাফল হবে তাতে ভালো ফল হলে তার কৃতিত্ব যেমন মনসুর আলির থাকবে, তেমনই ফল খারাপ হলে সেই দায়ও তাঁরই উপর বর্তাবে ৷ তৃণমূলের এবং তার শাখা সংগঠনের মোট 21 জন পদাধিকারী ওই ইস্তফাপত্রে স্বাক্ষর করেছেন ৷ শুধু তাই নয়, ইস্তফা প্রদানকারীদের দাবি, তাঁরা পদ থেকে ইস্তফা দিতে চাইছেন, দল থেকে নয় ৷ ইস্তফাপ্রদানকারীরা সাধারণ কর্মী হিসেবে কাজ করবেন বলে লিখেছেন ৷ ইতিমধ্যে এই ইস্তফাপত্রের বিষয় নিয়ে রাজনৈতিক জল্পনা তুঙ্গে ডুয়ার্স জুড়ে ৷

আরও পড়ুন: বর্ধমানের হোটেলে মন্ত্রী অরূপের সঙ্গে বৈঠকে পুলিশকর্তা, টুইটে দাবি শুভেন্দুর

নাগরাকাটা, 15 জুন: পঞ্চায়েত নির্বাচনের আগে প্রকাশ্যে গোষ্ঠীকোন্দল ৷ দলের অঞ্চল সভাপতির বিরুদ্ধে ক্ষোভ জানিয়ে ব্লক এবং জেলা কমিটি থেকে ইস্তফা প্রদান করল তৃণমূল এবং তৃণমূলের বিভিন্ন শাখা সংগঠন নেতৃত্ব ৷ 2023 সালের পঞ্চায়েত নির্বাচনের প্রাক-মুহূর্তে এই ধরনের ঘটনা ডুয়ার্সের নাগরাকাটা ব্লকের আংরাভাষা 2 নং গ্রামপঞ্চায়েত অঞ্চলে তৃণমূলকে রীতিমতো অস্বস্তিতে ফেলতে পারে ৷

ইস্তফাপত্রে উল্লেখ রয়েছে, দলের অঞ্চল সভাপতি মনসুর আলির একরোখা মনোভাব এবং একলা চল নীতির কারণে তারা দলের বিভিন্ন পদ থেকে ইস্তফা দিতে চেয়েছেন ৷ মনসুর আলির বিষয়ে দলের অভিযোগ, তাঁর সঙ্গে মিলেমিশে কাজ করার চেষ্টা করলেও তা বৃথা গিয়েছে ৷ গত 6 জুন ব্লক সভাপতির সঙ্গে একটি বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়, পঞ্চায়েত নির্বাচনে সবাই দলের উন্নতির স্বার্থে একসঙ্গে কাজ করবে ৷ তারপরেও অঞ্চল সভাপতির তরফে দলের শাখা সংগঠনের কর্মীদের সঙ্গে যে ব্যবহার করেছেন, তা কাম্য নয় ৷ তিনি কোনওভাবেই তাঁর একরোখা মনোভাব থেকে সরে আসবেন না ৷

Resignation Letter of TMC
আংরাভাষা 2 নং গ্রামপঞ্চায়েতে ব্লক এবং জেলা কমিটির ইস্তফাপত্র

এই ইস্তফাপত্রে আরও লেখা হয়েছে, আগামীতে নির্বাচনের যে ফলাফল হবে তাতে ভালো ফল হলে তার কৃতিত্ব যেমন মনসুর আলির থাকবে, তেমনই ফল খারাপ হলে সেই দায়ও তাঁরই উপর বর্তাবে ৷ তৃণমূলের এবং তার শাখা সংগঠনের মোট 21 জন পদাধিকারী ওই ইস্তফাপত্রে স্বাক্ষর করেছেন ৷ শুধু তাই নয়, ইস্তফা প্রদানকারীদের দাবি, তাঁরা পদ থেকে ইস্তফা দিতে চাইছেন, দল থেকে নয় ৷ ইস্তফাপ্রদানকারীরা সাধারণ কর্মী হিসেবে কাজ করবেন বলে লিখেছেন ৷ ইতিমধ্যে এই ইস্তফাপত্রের বিষয় নিয়ে রাজনৈতিক জল্পনা তুঙ্গে ডুয়ার্স জুড়ে ৷

আরও পড়ুন: বর্ধমানের হোটেলে মন্ত্রী অরূপের সঙ্গে বৈঠকে পুলিশকর্তা, টুইটে দাবি শুভেন্দুর

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.