জলপাইগুড়ি, 14 মার্চ: চলন্ত স্কুটারে চিতাবাঘের আক্রমণ (Leopard Attack in Jalpaiguri)। চিতাবাঘ ঝাঁপিয়ে পড়ায় স্কুটি থেকে পড়ে গিয়ে প্রাণ হারালেন এক ব্যক্তি । মৃত ব্যক্তির নাম সফিকুল ইসলাম (50)। মৃতের বাড়ি মেটেলির বিধাননগর গ্রামপঞ্চায়েত এলাকার শালবাড়িতে । সোমবার রাতে ঘটনাটি ঘটেছে মালবাজার মহকুমার আইভিল চা বাগানে ।
জানা গিয়েছে, বিধাননগরের বাসিন্দা সফিকুল ইসলাম পেশায় মিস্ত্রি । সোমবার তিনি আইভিল চা বাগানে কাজে গিয়েছিলেন। সেখান থেকেই রাত আটটা নাগাদ তিনি তাঁর স্কুটি চালিয়ে আইভিল চা বাগানের রাস্তা ধরে বাড়ি ফিরছিলেন। আইভিল চা বাগানের ম্যানেজারের বাংলো এলাকায় আচমকাই তাঁর স্কুটির ওপর ঝাপিয়ে পরে একটি চিতাবাঘ। স্কুটির ওপর চিতাবাঘ ঝাঁপিয়ে পরার ফলে চলন্ত স্কুটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন সফিকুল ৷ তিনি ছিটকে পড়ে যান স্কুটি থেকে ৷ চিতাবাঘটিও পালিয়ে যায়। স্কুটি থেকে পরে গিয়ে গুরুতর আহত হন সফিকুল। তাঁর চিৎকার শুনে স্থানীয় বাসিন্দারাই তাঁকে উদ্ধার করে প্রথমে মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে তাঁকে প্রাথমিক চিকিৎসার পর তাকে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। হাসপাতালে আনার পথেই তাঁর মৃত্যু হয় বলে জানা গিয়েছে।
মৃতের নাতি আবেদার রহমান বলেন, "সোমবার দাদু যখন কাজ থেকে বাড়ি ফিরছিল, তখন দাদুর স্কুটিতে চিতাবাঘটি ঝাঁপিয়ে পড়ে, দাদু স্কুটি থেকে পড়ে যায় ৷ তখন চিতাবাঘটি মাথার পেছনে থাবা বসায় ৷ দাদু গুরুতর যখম হয়, স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় ৷ কিন্তু চিকিৎসাকরা দাদুকে মৃত বলে ঘোষণা করেন ৷"
আরও পড়ুন: চিতাবাঘের হানায় জখম চা-বাগানের শ্রমিক
এদিকে গরুমারা বন্যপ্রাণী বিভাগের খুনিয়া স্কোয়াডের রেঞ্জার সজল কুমার দে বলেন, "আইভিল চা বাগান থেকে স্কুটি করে বাড়ি ফেরার পথে চিতাবাঘ স্কুটির ওপর ঝাপিয়ে পরে। চিতাবাঘের আক্রমণে মৃত্যু হয় এক ব্যক্তির । আজ জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে মৃতের ময়নাতদন্ত করা হবে। সরকারি নিয়ম অনুযায়ী মৃতের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হবে ।"