ETV Bharat / state

Suvendu Adhikari: 'ইন্ডিয়া' জোটের বৈঠক নিয়ে সুর চড়ালেন শুভেন্দু,মমতাকে 'চোর' বলে কটাক্ষ ! - মমতা বন্দ্যোপাধ্যায়

Suvendu Adhikari Slams Mamata: 'ইন্ডিয়া' জোটের বৈঠক নিয়ে মুখ্যমন্ত্রী মমতা ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করলেন শুভেন্দু অধিকারী ৷ রীতিমতো আক্রমণাত্নক হয়েই বৈঠকের বিরুদ্ধে সুর চড়ালেন বিরোধী দলনেতা ।

Etv Bharat
শুভেন্দু অধিকারী
author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 31, 2023, 4:03 PM IST

Updated : Aug 31, 2023, 4:59 PM IST

মমতাকে 'চোর' বলে কটাক্ষ শুভেন্দুর

জলপাইগুড়ি, 31 অগস্ট: ইন্ডিয়া জোটের বৈঠকে মুম্বই গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ জলপাইগুড়ি সার্কিট হাউস থেকে মুখ্যমন্ত্রীকে কাটক্ষ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ এদিন তিনি বলেন, "দেবেন্দ্র ফড়নবিশকে ফোন করে বলেছি পশ্চিমবঙ্গ থেকে পিসি ও ভাইপো দুই চোর মুম্বইতে গিয়েছে । জামা কাপড় তুলে নিয়ে আসতে পারেন । তাই সাবধানে থাকতে বলবেন সবাইকে ৷"

এমনকী মুখ্যমন্ত্রীর মাথার স্ক্রু ঢিলা আছে বলেও কটাক্ষ করেন বিরোধী দলনেতা ৷ সার্কিট হাউস থেকে তিনি বলেন, " আমি পরামর্শ দেব তিনি ডাক্তার দেখান । তিনি মানসিক রোগী হয়ে গিয়েছেন ৷"সেই সঙ্গে দিল্লিতে রামলিলা ময়দায়ে তৃণমূলের সভার অনুমতি প্রসঙ্গেই শুভেন্দু উল্লেখ করেন, এই ময়দানে সভা করার অনুমতি শাসকদল পাবে না ৷ শাসকদলকে হুলিগান বলেও তাপ দাগেন এই বিরোধী দলনেতা ৷

আজ মুম্বইয়ের ইন্ডিয়া জোটের বৈঠক প্রসঙ্গে শুভেন্দু বলেন,"ওটা ইণ্ডিয়া জোট নয় । ওটা আই.এন.ডি.আই.এ । আর এই ইন্ডিয়া (INDIA) লিখে দিলেই রাষ্ট্রবাদী হয় না । তাহলে ইণ্ডিয়া মুজাহিদিন জঙ্গিগোষ্টী রাষ্ট্রবাদী হত ৷ আর ইস্ট ইন্ডিয়া কোম্পানী ইংরেজরাও এনেছিল তারাও রাষ্ট্রবাদী হত । আগলিবার চারশো পার । মোদি হ্যায় তো মুমকিন হ্যায় বলে জানান শুভেন্দু অধিকারী ।"

আরও পড়ুন: ধূপগুড়িতে নির্বাচনী প্রচারে অভিষেককে তোপ শুভেন্দুর

আজ, বৃহস্পতিবার থেকে মুম্বইয়ে দু’দিনের তৃতীয় দফার বৈঠক ইন্ডিয়া জোটের ৷ মনে করা হচ্ছে এই বৈঠক থেকে একদিকে জোটের অফিসিয়াল লোগো যেমন প্রকাশিত হবে, তেমনই আগামী লোকসভা ভোটে কোন ফর্মুলায় জোটের দলগুলি আসন সমঝোতা করে লড়বে তাও স্থির হবে ৷ উল্লেখযোগ্য ভাবে বৈঠকের একদিন আগেই বুধবার মুম্বই পৌঁছে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ ওইদিনই অমিতাভ বচ্চন ও উদ্ধব ঠাকরের সঙ্গে দেখা করার পাশাপাশি ইন্ডিয়া জোটের পক্ষে জোরালো সওয়াল করতে শোনা যায় তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে ৷

মমতাকে 'চোর' বলে কটাক্ষ শুভেন্দুর

জলপাইগুড়ি, 31 অগস্ট: ইন্ডিয়া জোটের বৈঠকে মুম্বই গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ জলপাইগুড়ি সার্কিট হাউস থেকে মুখ্যমন্ত্রীকে কাটক্ষ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ এদিন তিনি বলেন, "দেবেন্দ্র ফড়নবিশকে ফোন করে বলেছি পশ্চিমবঙ্গ থেকে পিসি ও ভাইপো দুই চোর মুম্বইতে গিয়েছে । জামা কাপড় তুলে নিয়ে আসতে পারেন । তাই সাবধানে থাকতে বলবেন সবাইকে ৷"

এমনকী মুখ্যমন্ত্রীর মাথার স্ক্রু ঢিলা আছে বলেও কটাক্ষ করেন বিরোধী দলনেতা ৷ সার্কিট হাউস থেকে তিনি বলেন, " আমি পরামর্শ দেব তিনি ডাক্তার দেখান । তিনি মানসিক রোগী হয়ে গিয়েছেন ৷"সেই সঙ্গে দিল্লিতে রামলিলা ময়দায়ে তৃণমূলের সভার অনুমতি প্রসঙ্গেই শুভেন্দু উল্লেখ করেন, এই ময়দানে সভা করার অনুমতি শাসকদল পাবে না ৷ শাসকদলকে হুলিগান বলেও তাপ দাগেন এই বিরোধী দলনেতা ৷

আজ মুম্বইয়ের ইন্ডিয়া জোটের বৈঠক প্রসঙ্গে শুভেন্দু বলেন,"ওটা ইণ্ডিয়া জোট নয় । ওটা আই.এন.ডি.আই.এ । আর এই ইন্ডিয়া (INDIA) লিখে দিলেই রাষ্ট্রবাদী হয় না । তাহলে ইণ্ডিয়া মুজাহিদিন জঙ্গিগোষ্টী রাষ্ট্রবাদী হত ৷ আর ইস্ট ইন্ডিয়া কোম্পানী ইংরেজরাও এনেছিল তারাও রাষ্ট্রবাদী হত । আগলিবার চারশো পার । মোদি হ্যায় তো মুমকিন হ্যায় বলে জানান শুভেন্দু অধিকারী ।"

আরও পড়ুন: ধূপগুড়িতে নির্বাচনী প্রচারে অভিষেককে তোপ শুভেন্দুর

আজ, বৃহস্পতিবার থেকে মুম্বইয়ে দু’দিনের তৃতীয় দফার বৈঠক ইন্ডিয়া জোটের ৷ মনে করা হচ্ছে এই বৈঠক থেকে একদিকে জোটের অফিসিয়াল লোগো যেমন প্রকাশিত হবে, তেমনই আগামী লোকসভা ভোটে কোন ফর্মুলায় জোটের দলগুলি আসন সমঝোতা করে লড়বে তাও স্থির হবে ৷ উল্লেখযোগ্য ভাবে বৈঠকের একদিন আগেই বুধবার মুম্বই পৌঁছে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ ওইদিনই অমিতাভ বচ্চন ও উদ্ধব ঠাকরের সঙ্গে দেখা করার পাশাপাশি ইন্ডিয়া জোটের পক্ষে জোরালো সওয়াল করতে শোনা যায় তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে ৷

Last Updated : Aug 31, 2023, 4:59 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.