ETV Bharat / state

বাজেটে উত্তরবঙ্গের চা শিল্পের জন্য আলাদা প্যাকেজের দাবি - Union Budget 2020

রুগন চা শিল্পের উন্নয়নের স্বার্থে উত্তরবঙ্গের চা শিল্পের জন্য স্পেশাল প্যাকেজ ঘোষণা করুক কেন্দ্র এটাই চান সেখানকার শিল্প উদ্যোগীরা ৷

Special dedicated package for tea industry in North Bengal
উত্তরবঙ্গের চা শিল্পের জন্য আলাদা বিশেষ প্যাকেজের দাবি
author img

By

Published : Jan 30, 2020, 11:30 PM IST

Updated : Mar 8, 2020, 4:36 PM IST

জলপাইগুড়ি, 30 জানুয়ারি : উত্তরবঙ্গের অন্যতম শিল্প চা শিল্প ৷ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অনেকে এই শিল্পের সঙ্গে জড়িত ৷ কিন্তু সম্প্রতি নানা কারণে ধুঁকছে এই শিল্প ৷ বন্ধ অনেক চা বাগান ৷ তাই রুগন এই শিল্পকে বাঁচাতে সাধারণ বাজেটে উত্তরবঙ্গের জন্য আলাদা বিশেষ প্যাকেজের দাবি জানাচ্ছেন স্থানীয় শিল্প উদ্যোগীরা ৷

স্থানীয় চা শিল্প উদ্যোগী বিজয় গোপাল চক্রবর্তী জানান, উত্তরবঙ্গের একমাত্র শিল্প হল চা শিল্প ৷ সেখানকার প্রায় 34 শতাংশ মানুষ এই শিল্পের সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত ৷ পরোক্ষভাবে প্রায় 50 শতাংশ মানুষ চা শিল্পের সঙ্গে যুক্ত ৷ 2019 সালে প্রায় 1350 মিলিয়ন কিলো চা উৎপন্ন হয়েছে যার মধ্যে 35 শতাংশ এসেছে উত্তরবঙ্গ থেকে ৷

চা শিল্পের জন্য আলাদা প্যাকেজের দাবি

বিজয়বাবু বলেন, "আমাদের আবেদন উত্তরবঙ্গের চা শিল্পের উন্নয়নের স্বার্থে একটা স্পেশাল প্যাকেজ ঘোষণা করা হোক ৷ দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, আলিপুরদুয়ার, কোচবিহার এই যে চায়ের বেল্ট, এটা নিয়ে একটা ডেডিকেটেড প্যাকেজ ঘোষণা করা হোক ৷ সবচেয়ে বড় সমস্যা গতবছর 1 কোটি টাকার উপর নগদ লেনদেনের ক্ষেত্রে 2 শতাংশ উপকর বসেছিল ৷ কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে এ নিয়ে অনেকবার চিঠি দিয়েছি ৷ এটা আমাদের কাছে গোদের উপর বিষফোঁড়া হয়ে গেছে ৷ এটাকে তুলে দিতে হবে ৷ কেন্দ্রীয় সরকার চিনি শিল্পে কোটি কোটি টাকা ভরতুকি দিচ্ছে ৷ তাহলে চা শিল্পের ক্ষেত্রে কেন হবে না ৷ এখানে এই শিল্পের সঙ্গে এত মানুষ জড়িত ৷ "

জলপাইগুড়ি, 30 জানুয়ারি : উত্তরবঙ্গের অন্যতম শিল্প চা শিল্প ৷ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অনেকে এই শিল্পের সঙ্গে জড়িত ৷ কিন্তু সম্প্রতি নানা কারণে ধুঁকছে এই শিল্প ৷ বন্ধ অনেক চা বাগান ৷ তাই রুগন এই শিল্পকে বাঁচাতে সাধারণ বাজেটে উত্তরবঙ্গের জন্য আলাদা বিশেষ প্যাকেজের দাবি জানাচ্ছেন স্থানীয় শিল্প উদ্যোগীরা ৷

স্থানীয় চা শিল্প উদ্যোগী বিজয় গোপাল চক্রবর্তী জানান, উত্তরবঙ্গের একমাত্র শিল্প হল চা শিল্প ৷ সেখানকার প্রায় 34 শতাংশ মানুষ এই শিল্পের সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত ৷ পরোক্ষভাবে প্রায় 50 শতাংশ মানুষ চা শিল্পের সঙ্গে যুক্ত ৷ 2019 সালে প্রায় 1350 মিলিয়ন কিলো চা উৎপন্ন হয়েছে যার মধ্যে 35 শতাংশ এসেছে উত্তরবঙ্গ থেকে ৷

চা শিল্পের জন্য আলাদা প্যাকেজের দাবি

বিজয়বাবু বলেন, "আমাদের আবেদন উত্তরবঙ্গের চা শিল্পের উন্নয়নের স্বার্থে একটা স্পেশাল প্যাকেজ ঘোষণা করা হোক ৷ দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, আলিপুরদুয়ার, কোচবিহার এই যে চায়ের বেল্ট, এটা নিয়ে একটা ডেডিকেটেড প্যাকেজ ঘোষণা করা হোক ৷ সবচেয়ে বড় সমস্যা গতবছর 1 কোটি টাকার উপর নগদ লেনদেনের ক্ষেত্রে 2 শতাংশ উপকর বসেছিল ৷ কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে এ নিয়ে অনেকবার চিঠি দিয়েছি ৷ এটা আমাদের কাছে গোদের উপর বিষফোঁড়া হয়ে গেছে ৷ এটাকে তুলে দিতে হবে ৷ কেন্দ্রীয় সরকার চিনি শিল্পে কোটি কোটি টাকা ভরতুকি দিচ্ছে ৷ তাহলে চা শিল্পের ক্ষেত্রে কেন হবে না ৷ এখানে এই শিল্পের সঙ্গে এত মানুষ জড়িত ৷ "

Last Updated : Mar 8, 2020, 4:36 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.