জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার, 6 অগাস্ট : জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলার তৃণমূলের সভাপতি বদল হল । জলপাইগুড়ি জেলা তৃণমুলের সভাপতি হলেন কৃষ্ণ কুমার কল্যাণী ও আলিপুরদুয়ারের জেলা সভাপতি করা হয়েছে মৃদুল গোস্বামীকে ।
আজ জলপাইগুড়ির ক্লাব রোডের পূর্ত দপ্তরের পরিদর্শন বাংলোয় দলীয় কর্মীদের সঙ্গে বৈঠক করেন জেলা পর্যবেক্ষক তথা পূর্তমন্ত্রী অরূপ বিশ্বাস । জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলার লোকসভা ভোটে পরাজয়ের পর আলিপুরদুয়ারের বিধায়ক তথা জলপাইগুড়ি জেলার তৃণমূল সভাপতি সৌরভ চক্রবর্তীকে শিলিগুড়ি-জলপাইগুড়ি উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান পদ থেকে সরিয়ে দেওয়া হয় । প্রাক্তন সংসদ বিজয় চন্দ্র বর্মণকে চেয়ারম্যান করা হয় । এবার সভাপতি পদটিও খোয়ালেন সৌরভ । কৃষ্ণ কুমার কল্যাণী তৃণমূল কংগ্রেসের পুরোনো কর্মী । পাশাপাশি তিনি আগেও জেলা সভাপতি ছিলেন । সৌরভ চক্রবর্তী আসার পর তিনি কোণঠাসা হয়ে যান ।
আজ অরূপ বিশ্বাস জানান, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলার সভাপতি বদল হয়েছে । সৌরভ চক্রবর্তীকে দার্জিলিং জেলার কোর কমিটিতে রাখা হয়েছে । মোহন শর্মাকে বাগানের সংগঠন দেখতে বলা হয়েছে ।