ETV Bharat / state

Snake Venom Recover : জলপাইগুড়িতে বিলাসবহুল গাড়িতে 13 কোটির সাপের বিষ উদ্ধার - সাপের বিষ উদ্ধার

জলপাইগুড়িতে বিলাসবহুল গাড়ি থেকে উদ্ধার হল 13 কোটির সাপের বিষ ! তিনটি কাচের জারে সেগুলি চিনে পাচারের পরিকল্পনা করা হয়েছিল বলে অনুমান বন দফতরের ৷ ঘটনায় এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে ৷

snake venom worth Rs 13 crore recovered in Jalpaiguri
Snake Venom Recover : জলপাইগুড়িতে বিলাসবহুল গাড়িতে উদ্ধার 13 কোটির সাপের বিষ !
author img

By

Published : Sep 10, 2021, 7:34 PM IST

জলপাইগুড়ি, 10 সেপ্টেম্বর : দামি ও বিলাসবহুল গাড়িতে করে সাপের বিষ পাচার করতে গিয়ে গ্রেফতার হতে হল এক ব্যক্তিকে ৷ গাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হল 13 কোটি টাকার সাপের বিষ ! জলপাইগুড়ির ঘটনায় চিন্তা বাড়ছে বন দফতরের ৷ সূত্রের খবর, ধৃতের নাম সেলিম আখতার মণ্ডল ৷ সে দক্ষিণ দিনাজপুর জেলার বাসিন্দা ৷ জলপাইগুড়ির গরুমারা বন্যপ্রাণ বিভাগের বিশেষ দলের সদস্যরা অভিযান চালিয়ে তাকে পাকড়াও করেন ৷ এই অভিযানের নেতৃত্বে ছিলেন এডিএফও জন্মেজয় পাল ৷ সঙ্গে ছিলেন সংশ্লিষ্ট দুই রেঞ্জ অফিসারও ৷ বন দফতরের কর্তাদের প্রাথমিক অনুমান, ধৃত ব্যক্তি আন্তর্জাতিক পাচার চক্রের সঙ্গে জড়িত রয়েছে ৷

আরও পড়ুন : কাঁচরাপাড়ায় কিং কোবরার 7 কোটির বিষ বাজেয়াপ্ত, আটক 5

রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক এই প্রসঙ্গে বলেন, ‘‘আজ (শুক্রবার) গরুমারা বন্যপ্রাণ বিভাগের কর্মীরা বিশেষ অভিযান চালান ৷ গরুমারা জাতীয় উদ্যান সংলগ্ন এলাকা থেকে তিনটি কাচের জার উদ্ধার করেন তাঁরা ৷ তাতে সাপের বিষ পাচার করা হচ্ছিল ৷ যার বাজারদর আনুমানিক 13 কোটি টাকা ৷ ঘটনায় পাচারকারী সন্দেহে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে ৷’’ বনমন্ত্রী জানিয়েছেন, ধৃত ব্যক্তিকে হেফাজতে নিয়ে জেরা করা হবে ৷ আর কারা কারা এই চক্রের সঙ্গে জড়িত রয়েছে, তা জানার চেষ্টা করা হবে ৷

আরও পড়ুন : মালদায় 600 গ্রাম সাপের বিষ-সহ গ্রেপ্তার 2

প্রাথমিকভাবে জানা গিয়েছে, উদ্ধার হওয়া সাপের বিষ চিনে পাঠানোর ছক কষেছিল পাচারকারীরা ৷ কিন্তু বন দফতরের তৎপরতায় সেই পরিকল্পনা ভেস্তে যায় ৷ তবে বনকর্মী ও বনাধিকারিকরা কেবলমাত্র একজনকেই হাতেনাতে ধরতে পারেন ৷ বাকিরা গাড়িতে করে চম্পট দেয় ৷ অন্যদিকে, ধৃত সেলিম আখতার মণ্ডলের আইনজীবী সন্দীপ সরকার জানিয়েছেন, তাঁর মক্কেলকে গরুমারা জাতীয় উদ্যান এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে ৷ এদিনই ধৃতকে আদালতে পেশ করা হয় ৷ বন দফতর ধৃতকে 14 দিনের জন্য নিজেদের হেফাজত চেয়েছিল ৷ বিচারক ছ’দিনের হেফাজত মঞ্জুর করেছেন ৷

জলপাইগুড়ি, 10 সেপ্টেম্বর : দামি ও বিলাসবহুল গাড়িতে করে সাপের বিষ পাচার করতে গিয়ে গ্রেফতার হতে হল এক ব্যক্তিকে ৷ গাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হল 13 কোটি টাকার সাপের বিষ ! জলপাইগুড়ির ঘটনায় চিন্তা বাড়ছে বন দফতরের ৷ সূত্রের খবর, ধৃতের নাম সেলিম আখতার মণ্ডল ৷ সে দক্ষিণ দিনাজপুর জেলার বাসিন্দা ৷ জলপাইগুড়ির গরুমারা বন্যপ্রাণ বিভাগের বিশেষ দলের সদস্যরা অভিযান চালিয়ে তাকে পাকড়াও করেন ৷ এই অভিযানের নেতৃত্বে ছিলেন এডিএফও জন্মেজয় পাল ৷ সঙ্গে ছিলেন সংশ্লিষ্ট দুই রেঞ্জ অফিসারও ৷ বন দফতরের কর্তাদের প্রাথমিক অনুমান, ধৃত ব্যক্তি আন্তর্জাতিক পাচার চক্রের সঙ্গে জড়িত রয়েছে ৷

আরও পড়ুন : কাঁচরাপাড়ায় কিং কোবরার 7 কোটির বিষ বাজেয়াপ্ত, আটক 5

রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক এই প্রসঙ্গে বলেন, ‘‘আজ (শুক্রবার) গরুমারা বন্যপ্রাণ বিভাগের কর্মীরা বিশেষ অভিযান চালান ৷ গরুমারা জাতীয় উদ্যান সংলগ্ন এলাকা থেকে তিনটি কাচের জার উদ্ধার করেন তাঁরা ৷ তাতে সাপের বিষ পাচার করা হচ্ছিল ৷ যার বাজারদর আনুমানিক 13 কোটি টাকা ৷ ঘটনায় পাচারকারী সন্দেহে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে ৷’’ বনমন্ত্রী জানিয়েছেন, ধৃত ব্যক্তিকে হেফাজতে নিয়ে জেরা করা হবে ৷ আর কারা কারা এই চক্রের সঙ্গে জড়িত রয়েছে, তা জানার চেষ্টা করা হবে ৷

আরও পড়ুন : মালদায় 600 গ্রাম সাপের বিষ-সহ গ্রেপ্তার 2

প্রাথমিকভাবে জানা গিয়েছে, উদ্ধার হওয়া সাপের বিষ চিনে পাঠানোর ছক কষেছিল পাচারকারীরা ৷ কিন্তু বন দফতরের তৎপরতায় সেই পরিকল্পনা ভেস্তে যায় ৷ তবে বনকর্মী ও বনাধিকারিকরা কেবলমাত্র একজনকেই হাতেনাতে ধরতে পারেন ৷ বাকিরা গাড়িতে করে চম্পট দেয় ৷ অন্যদিকে, ধৃত সেলিম আখতার মণ্ডলের আইনজীবী সন্দীপ সরকার জানিয়েছেন, তাঁর মক্কেলকে গরুমারা জাতীয় উদ্যান এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে ৷ এদিনই ধৃতকে আদালতে পেশ করা হয় ৷ বন দফতর ধৃতকে 14 দিনের জন্য নিজেদের হেফাজত চেয়েছিল ৷ বিচারক ছ’দিনের হেফাজত মঞ্জুর করেছেন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.