ETV Bharat / state

জলপাইগুড়িতে জোড়া প্রবেশদ্বার তৈরি করবে SJDA - Jalpaiguri for the 150 th year

জলপাইগুড়ি জেলার 150 তম বছর উপলক্ষ্যে শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষ (SJDA) প্রবেশদ্বার তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে ৷

sjda_tower
গেট বানাবে SJDA
author img

By

Published : Dec 9, 2019, 11:56 PM IST

জলপাইগুড়ি, 9 ডিসেম্বর: জলপাইগুড়ির জেলার 150 তম বছর উপলক্ষ্যে শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষ (SJDA) প্রবেশদ্বার তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে ৷ সোমবার জলপাইগুড়ি থানা মোড়ে এক অনুষ্ঠানে SJDA-এর চেয়ারম্যান বিজয়চন্দ্র বর্মণ উপস্থিত ছিলেন ৷ তিনি আজ 15 টি কাজের শিলান্যাস করেন এবং 8 টি কাজের উদ্বোধন করেন ৷

উদ্বোধনী অনুষ্ঠানে এসে জলপাইগুড়ি শহরে দুটি প্রবেশদ্বার তৈরি করার কথা বিজয়বাবু ঘোষণা করেন ৷ একটি জলপাইগুড়ির আসামমোড়ে এবং অপরটি পাহাড়পুরে তৈরি হবে ৷

আগামী 28 ডিসেম্বর ওই দুই প্রবেশদ্বারের শিলান্যাস করা হবে বলে জানান । প্রবেশদ্বার দুটি তৈরি করতে দুই কোটি টাকা ব্যয় হবে ৷ জলপাইগুড়ি শহরটি ঐতিহ্যে মোড়া ৷ তাই এই শহরের প্রবেশদ্বারগুলিতেও ঐতিহ্যের ছোঁয়া থাকবে ৷

দেখুন ভিডিয়ো

বিজয়চন্দ্র বর্মণ বলেন, "এই প্রথম আমরা জলপাইগুড়ির উন্নয়নের কথা আমরা বলছি । এতদিন ধরে শুধুমাত্র শিলিগুড়ির উন্নয়ন হত ৷ আজ জলপাইগুড়ির উন্নয়ন করা হচ্ছে । আমরা সবাইকে নিয়ে আলোচনা করে মিলেমিশে কাজ করব । জলপাইগুড়ি শহর ও শহরতলিতে বিভিন্ন প্রকল্পের কাজ শুরু হবে ।"

আজ চেয়ারম্যান ইন কাউন্সিল সৈকত চট্টোপাধ্যায়ও অনুষ্ঠানে হাজির ছিলেন ৷ তিনি বলেন, "জলপাইগুড়ি শহরের বেশ কিছু ওয়ার্ডে আরও কাজের দরকার ৷ সেগুলো যদি SJDA করে তাহলে ভালো হবে ।" অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলাশাসক অভিষেক তিওয়ারি, সভাধিপতি উত্তরা বর্মণ, পৌরপতি মোহন বোস, চেয়ারম্যান ইন কাউন্সিল সৈকত চট্টোপাধ্যায়, সন্দীপ মাহাত ।

বিজয়চন্দ্র বর্মণ বলেন, জলপাইগুড়ি শহরের দুটি প্রবেশদ্বারের সঙ্গে একটা ক্লক টাওয়ার তৈরি করা হবে । ক্লক টাওয়ারটি তৈরি করতে 72 লাখ টাকা খরচ হবে ৷ ক্লক টাওয়ার তৈরির জন্য থানামোড় ও সমাজপাড়া মোড় দেখা হয়েছে ।

জলপাইগুড়ি, 9 ডিসেম্বর: জলপাইগুড়ির জেলার 150 তম বছর উপলক্ষ্যে শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষ (SJDA) প্রবেশদ্বার তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে ৷ সোমবার জলপাইগুড়ি থানা মোড়ে এক অনুষ্ঠানে SJDA-এর চেয়ারম্যান বিজয়চন্দ্র বর্মণ উপস্থিত ছিলেন ৷ তিনি আজ 15 টি কাজের শিলান্যাস করেন এবং 8 টি কাজের উদ্বোধন করেন ৷

উদ্বোধনী অনুষ্ঠানে এসে জলপাইগুড়ি শহরে দুটি প্রবেশদ্বার তৈরি করার কথা বিজয়বাবু ঘোষণা করেন ৷ একটি জলপাইগুড়ির আসামমোড়ে এবং অপরটি পাহাড়পুরে তৈরি হবে ৷

আগামী 28 ডিসেম্বর ওই দুই প্রবেশদ্বারের শিলান্যাস করা হবে বলে জানান । প্রবেশদ্বার দুটি তৈরি করতে দুই কোটি টাকা ব্যয় হবে ৷ জলপাইগুড়ি শহরটি ঐতিহ্যে মোড়া ৷ তাই এই শহরের প্রবেশদ্বারগুলিতেও ঐতিহ্যের ছোঁয়া থাকবে ৷

দেখুন ভিডিয়ো

বিজয়চন্দ্র বর্মণ বলেন, "এই প্রথম আমরা জলপাইগুড়ির উন্নয়নের কথা আমরা বলছি । এতদিন ধরে শুধুমাত্র শিলিগুড়ির উন্নয়ন হত ৷ আজ জলপাইগুড়ির উন্নয়ন করা হচ্ছে । আমরা সবাইকে নিয়ে আলোচনা করে মিলেমিশে কাজ করব । জলপাইগুড়ি শহর ও শহরতলিতে বিভিন্ন প্রকল্পের কাজ শুরু হবে ।"

আজ চেয়ারম্যান ইন কাউন্সিল সৈকত চট্টোপাধ্যায়ও অনুষ্ঠানে হাজির ছিলেন ৷ তিনি বলেন, "জলপাইগুড়ি শহরের বেশ কিছু ওয়ার্ডে আরও কাজের দরকার ৷ সেগুলো যদি SJDA করে তাহলে ভালো হবে ।" অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলাশাসক অভিষেক তিওয়ারি, সভাধিপতি উত্তরা বর্মণ, পৌরপতি মোহন বোস, চেয়ারম্যান ইন কাউন্সিল সৈকত চট্টোপাধ্যায়, সন্দীপ মাহাত ।

বিজয়চন্দ্র বর্মণ বলেন, জলপাইগুড়ি শহরের দুটি প্রবেশদ্বারের সঙ্গে একটা ক্লক টাওয়ার তৈরি করা হবে । ক্লক টাওয়ারটি তৈরি করতে 72 লাখ টাকা খরচ হবে ৷ ক্লক টাওয়ার তৈরির জন্য থানামোড় ও সমাজপাড়া মোড় দেখা হয়েছে ।

Intro:জলপাইগুড়িঃঃজলপাইগুড়ির জেলার ১৫০ বছর উদযাপন উপলক্ষে জলপাইগুড়ি গেট তৈরী করবে শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন(SJDA)।
এদিন SJDA এর চেয়ারম্যান বিজয় চন্দ্র বর্মন বলেন আগামি ২৮ ডিসেম্বর জলপাইগুড়ি গেটের শিলান্যাস করা হবে।দুই কোটি টাকা ব্যয়ে তৈরী হবে জলপাইগুড়ি গেট। Body:এদিন শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষের পক্ষ থেকে ১৫ টি কাজের শুভ শিলান্যাস, ৮ টি কাজের শুভ উদ্বোধন হল।জলপাইগুড়ি থানা মোড়ে এক অনুষ্ঠানের মাধ্যমে শিলান্যাস ও উদ্বোধন হয়। শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান বিজয় চন্দ্র বর্মন বলেন এই প্রথম আমরা জলপাইগুড়ির উন্নয়নের কথা আমরা বলতে পারছি।তিনি বলেন শুধুমাত্র শিলিগুড়ির উন্নয়ন হত আজ জলপাইগুড়ির উন্নয়ন করা হচ্ছে।আমরা সবাইকে নিয়ে আলোচনা করা মিলে মিশে কাজ করব। জলপাইগুড়ি শহর ও শহরতলির বিভিন্ন প্রকল্পের কাজ হবে বলে বিজয় বর্মন জানান।এদিন চেয়ারম্যান ইন কাউন্সিল সৈকত চ্যাটার্জি বলেন জলপাইগুড়ি শহরের বেশ কিছু ওয়ার্ডের আরও কাজের দরকার সেগুলো যদি SJDA করে তাহলে ভালো হবে।
Conclusion:এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলাশাসক অভিষেক তিওয়ারী,সভাধিপতি উত্তরা বর্মন, পুরপতি মোহন বোস,চেয়ারম্যান ইন কাউন্সিল সৈকত চ্যাটার্জি, সন্দিপ মাহাত সহ অন্যান্য ব্যক্তিবর্গ।

বিজয় চন্দ্র বর্মন বলেন জলপাইগুড়ির আসামমোড়, পাহাড়পুরে জলপাইগুড়ি গেট করা হবে।এছাড়া জলপাইগুড়িতে ক্লক টাওয়ার তৈরী করা হবে । থানামোড় ও সমাজপাড়া মোড়ে ক্লক টাওয়ার করার জন্য দেখা হয়েছে।জলপাইগুড়ি শহর হেরিটেজ শহর রাই হেরিটেজ বিষয়টিকে মাথায় রেখেই গেট তৈরী করা হবে।দুই কোটি টাকা ব্যয়ে এই গেট দুটি হবে।এছাড়া ৭২ লক্ষ টাকা খরচ ক্লক টাওয়ার করা হবে। এদিনের অনুষ্ঠানের তেমন জনসভাগম লক্ষ্য করা যায়নি। যদিই বিজয় বর্মন বলেন সংবাদ মাধ্যম আছে তাদের দ্বারাই আমাদের প্রচার হবে।তবে অনেক লোক এসেছিল।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.