জলপাইগুড়ি, 9 ডিসেম্বর: জলপাইগুড়ির জেলার 150 তম বছর উপলক্ষ্যে শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষ (SJDA) প্রবেশদ্বার তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে ৷ সোমবার জলপাইগুড়ি থানা মোড়ে এক অনুষ্ঠানে SJDA-এর চেয়ারম্যান বিজয়চন্দ্র বর্মণ উপস্থিত ছিলেন ৷ তিনি আজ 15 টি কাজের শিলান্যাস করেন এবং 8 টি কাজের উদ্বোধন করেন ৷
উদ্বোধনী অনুষ্ঠানে এসে জলপাইগুড়ি শহরে দুটি প্রবেশদ্বার তৈরি করার কথা বিজয়বাবু ঘোষণা করেন ৷ একটি জলপাইগুড়ির আসামমোড়ে এবং অপরটি পাহাড়পুরে তৈরি হবে ৷
আগামী 28 ডিসেম্বর ওই দুই প্রবেশদ্বারের শিলান্যাস করা হবে বলে জানান । প্রবেশদ্বার দুটি তৈরি করতে দুই কোটি টাকা ব্যয় হবে ৷ জলপাইগুড়ি শহরটি ঐতিহ্যে মোড়া ৷ তাই এই শহরের প্রবেশদ্বারগুলিতেও ঐতিহ্যের ছোঁয়া থাকবে ৷
বিজয়চন্দ্র বর্মণ বলেন, "এই প্রথম আমরা জলপাইগুড়ির উন্নয়নের কথা আমরা বলছি । এতদিন ধরে শুধুমাত্র শিলিগুড়ির উন্নয়ন হত ৷ আজ জলপাইগুড়ির উন্নয়ন করা হচ্ছে । আমরা সবাইকে নিয়ে আলোচনা করে মিলেমিশে কাজ করব । জলপাইগুড়ি শহর ও শহরতলিতে বিভিন্ন প্রকল্পের কাজ শুরু হবে ।"
আজ চেয়ারম্যান ইন কাউন্সিল সৈকত চট্টোপাধ্যায়ও অনুষ্ঠানে হাজির ছিলেন ৷ তিনি বলেন, "জলপাইগুড়ি শহরের বেশ কিছু ওয়ার্ডে আরও কাজের দরকার ৷ সেগুলো যদি SJDA করে তাহলে ভালো হবে ।" অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলাশাসক অভিষেক তিওয়ারি, সভাধিপতি উত্তরা বর্মণ, পৌরপতি মোহন বোস, চেয়ারম্যান ইন কাউন্সিল সৈকত চট্টোপাধ্যায়, সন্দীপ মাহাত ।
বিজয়চন্দ্র বর্মণ বলেন, জলপাইগুড়ি শহরের দুটি প্রবেশদ্বারের সঙ্গে একটা ক্লক টাওয়ার তৈরি করা হবে । ক্লক টাওয়ারটি তৈরি করতে 72 লাখ টাকা খরচ হবে ৷ ক্লক টাওয়ার তৈরির জন্য থানামোড় ও সমাজপাড়া মোড় দেখা হয়েছে ।