ETV Bharat / state

Bangladeshi Citizen Arrested : ভারতে প্রবেশ করতে গিয়ে গ্রেফতার ছয় বাংলাদেশি নাগরিক - six bangladeshi citizen is arrest by bsf in jalpaiguri

6 জন বাংলাদেশি নাগরিক গ্রেফতার বিএসএফের হাতে (Bangladeshi Citizen Arrested) ৷ ভারতে প্রবেশ করতে গিয়ে ধরা পড়ে যায় তাঁরা ৷ ধৃতরা সবাই বাংলাদেশের ঠাকুরগাঁও জেলার হরিপুর থানা এলাকার বাসিন্দা।

Bangladeshi Citizen Arrested
ভারতে প্রবেশ করতে গিয়ে 6 জন বাংলাদেশি নাগরিক গ্রেফতার BSF এর হাতে
author img

By

Published : Mar 29, 2022, 2:51 PM IST

জলপাইগুড়ি, 29 মার্চ : ভারতে প্রবেশ করতে গিয়ে বিএসএফের হাতে গ্রেফতার 6 জন বাংলাদেশি নাগরিক (Bangladeshi Citizen Arrested) ৷ ভারত-বাংলাদেশ সীমান্তের মানিকগঞ্জ দিয়ে ঢোকার সময় 15 নং ব্যাটেলিয়ানের হাতে গ্রেফতার হন বাংলাদেশের নাগরিকরা।

বিএসএফ সূত্রে খবর, ভারত-বাংলাদেশ সীমান্ত থেকে 2 জনকে গ্রেফতার করার পর আরও 4 জনকে নিউ জলপাইগুড়ি এলাকা থেকে ধরে বিএসএফ। চারজন বাংলাদেশি ভারতে প্রবেশ করে নিউ জলপাইগুড়ি রেল স্টেশনের দিকে যাচ্ছিলেন ট্রেন ধরার জন্য ৷ তখনই তাদের ধরে ফেলে বিএসএফ ৷ রুটিরুজির তাগিদেই জম্মু-কাশ্মীরে কুলগ্রাম জেলায় যাচ্ছিলেন ওই বাংলাদেশি নাগরিকরা। ধৃতরা সবাই বাংলাদেশের ঠাকুরগাঁও জেলার হরিপুর থানা এলাকার বাসিন্দা বলে জানা যায়।

আরও পড়ুন : হুগলি নদীতে ভারতীয় ও বাংলাদেশি বার্জের মুখোমুখি সংঘর্ষ

ধৃতদের কাছ থেকে ফেক প্যান কার্ড 2টি, 6টি আধারকার্ড-সহ 6 টি মোবাইল ও 22533 ভারতীয় টাকা উদ্ধার হয়েছে। ধৃতদের জলপাইগুড়ির কোতয়ালি থানার হাতে তুলে দেওয়া হয়েছে ।

জলপাইগুড়ি, 29 মার্চ : ভারতে প্রবেশ করতে গিয়ে বিএসএফের হাতে গ্রেফতার 6 জন বাংলাদেশি নাগরিক (Bangladeshi Citizen Arrested) ৷ ভারত-বাংলাদেশ সীমান্তের মানিকগঞ্জ দিয়ে ঢোকার সময় 15 নং ব্যাটেলিয়ানের হাতে গ্রেফতার হন বাংলাদেশের নাগরিকরা।

বিএসএফ সূত্রে খবর, ভারত-বাংলাদেশ সীমান্ত থেকে 2 জনকে গ্রেফতার করার পর আরও 4 জনকে নিউ জলপাইগুড়ি এলাকা থেকে ধরে বিএসএফ। চারজন বাংলাদেশি ভারতে প্রবেশ করে নিউ জলপাইগুড়ি রেল স্টেশনের দিকে যাচ্ছিলেন ট্রেন ধরার জন্য ৷ তখনই তাদের ধরে ফেলে বিএসএফ ৷ রুটিরুজির তাগিদেই জম্মু-কাশ্মীরে কুলগ্রাম জেলায় যাচ্ছিলেন ওই বাংলাদেশি নাগরিকরা। ধৃতরা সবাই বাংলাদেশের ঠাকুরগাঁও জেলার হরিপুর থানা এলাকার বাসিন্দা বলে জানা যায়।

আরও পড়ুন : হুগলি নদীতে ভারতীয় ও বাংলাদেশি বার্জের মুখোমুখি সংঘর্ষ

ধৃতদের কাছ থেকে ফেক প্যান কার্ড 2টি, 6টি আধারকার্ড-সহ 6 টি মোবাইল ও 22533 ভারতীয় টাকা উদ্ধার হয়েছে। ধৃতদের জলপাইগুড়ির কোতয়ালি থানার হাতে তুলে দেওয়া হয়েছে ।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.