জলপাইগুড়ি, 8 অগস্ট : শাসক দলের জেলার মন্ত্রী, বিধায়কদের সংবর্ধনা দেওয়া হল শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষের তরফে । কিন্তু বাদ গেলেন বিজেপির বিধায়করা । সরোজেন্দ্র দেব রায়কত কলাকেন্দ্রে শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষের পক্ষ থেকে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় ৷ শাসক দলের বিধায়ক খগেশ্বর রায়, প্রদীপ কুমার বর্মা, বুলুচিক বড়াইক, পরেশ চন্দ্র অধিকারী, জগদীশ রায় বসুনিয়াকে সংবর্ধনা দেওয়া হয় ।
তবে দেখা মেলেনি বিজেপি বিধায়কদের ৷ বিরোধী বিধায়কদের কেন ডাকা হল না ? প্রশ্ন করতেই শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান বিজয় চন্দ্র বর্মণের সাফাই, বিজেপির বিধায়করা আসবেন না ৷ তাই তাদের সংবর্ধনা অনুষ্ঠানে ডাকা হয়নি ৷
যদিও এই নিয়ে বিজেপির কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ৷
এদিকে কোভিড বিধিকে তোয়াক্কা না করেই সংবর্ধনা অনুষ্ঠানে আয়োজনের অভিযোগ উঠল । প্রশাসন বলছে, সংক্রমণ রুখতে শারীরিক দূরত্ব বজায় রাখতে হবে । জলপাইগুড়ি শহরে সংক্রমণ রুখতে টোটো চালকদের জন্য ও ব্যবসায়ীদের জন্য বেশ কিছু বিধিনিষেধ জারি করা হয়েছে । এরপরেও সরকারি অনুষ্ঠানে এই ধরনের গাদাগাদি ও ভিড় থেকে সংক্রমণ ছড়াতে পারে বলে আশঙ্কা করছেন অনেকে । আর্ট গ্যালারিতেও কানায় কানায় ভিড় উপচে পরেছিল ৷