জলপাইগুড়ি, 21 ফেব্রুয়ারি: জাতীয় সড়কে ট্রাক্টর আর ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত হলেন 3 জন ৷ গুরুতর আহত 12 জন । আহত ও মৃতরা সকলেই শ্রমিক বলে জানা গিয়েছে (Road Accident in Jalpaiguri)। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে ময়নাগুড়ি উল্লাডাবরি এলাকায় । ময়নাগুড়ি রোড থেকে দোমহনী এলাকায় রেলের কাজ করতে যাচ্ছিলেন 15 জন শ্রমিক । ট্রাক্টরে করে তাঁরা সকলে জাতীয় সড়কের উলটো দিকের লেন ধরে আসছিলেন । সঠিক লেনে থাকা একটি বড় লরি সেই সময় সামনে চলে আসে । ট্রাকটি ট্রাক্টরটিকে প্রায় 100 মিটার হিঁচড়ে নিয়ে যায় । এর ফলে ট্রাক্টরে থাকা 15 জন শ্রমিকই ছিটকে পড়ে যান । দুমড়ে মুচড়ে যায় ট্রাক্টরটি । এহেন ঘটনা দেখে স্থানীয়রাই প্রথমে আহতদের উদ্ধার করতে এগিয়ে আসেন । এরপর খবর পেয়ে ময়নাগুড়ি থানার হাইওয়ে পেট্রল ও থানার পুলিশ আসে ঘটনাস্থলে ।
আহতদের সবাইকে উদ্ধার করে জলপাইগুড়ি গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালের অধীন সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসা হয় । সেখানেই কর্তব্যরত চিকিৎসক 3 জনকে মৃত বলে ঘোষণা করেন । জানা গিয়েছে, মুর্শিদাবাদ ও বীরভূম জেলার 30 জন রেলের ঠিকাকর্মী ময়নাগুড়ি রোডে ফুলচাঁদ সরকারের বাড়িতে ভাড়া থাকেন । ভাড়া থেকেই তাঁরা নিউ মালবাজার ও চ্যাংরাবান্ধার রুটে রেললাইনের ইলেকট্রিফিকেশনের কাজ করতেন । আজ সকালে প্রতিদিনের মতো ইলেকট্রিফিকেশনের পিলার ঢালাইয়ের জন্য 17 জন শ্রমিক ট্রাক্টরে করে 31 নং জাতীয় সড়কের উলটো দিকের লেন ধরে দোমহনী মোড়ের দিকে যাচ্ছিলেন । কিন্তু সঠিক লাইনে থাকা একটি বড় লরির সঙ্গে মুখোমুখি হয়ে যায় ট্রাক্টরটি । যার ফলেই এই দুর্ঘটনা ৷ আহত ও মৃতরা সকলেই বীরভূম ও মুর্শিবাবাদের বাসিন্দা বলে জানা গিয়েছে ।
মৃতরা হলেন সুমন শেখ, হাসান শেখ ও কমল মাল । আহত 12 জনের অবস্থা আশঙ্কাজনক । তাদের চিকিৎসা চলছে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে । এই ঘটনায় রেলের ঠিকাকর্মী আসিবুল শেখ বলেন,"আমরা সকালে রেলের কাজের জন্য সাইডে যাচ্ছিলাম । ট্রাক্টরে বালি পাথর সবই ছিল । রোডের দিকে থেকে দোমহনীর দিকে আসার পথে একটি ট্রাকের সঙ্গে আমাদের গাড়ির সংঘর্ষ হয় । সবাই আহত হন ।
আরও পড়ুন : চাকায় শাড়ির আঁচল আটকেই বিপত্তি, মরণকূপের দুর্ঘটনায় বন্ধ মেলা