ETV Bharat / state

Dhupguri Bye Election: ধূপগুড়িতে নির্বাচনী প্রচারে সায়নী ঘোষ, বিঁধলেন বিজেপিকে - সায়নী ঘোষ

বুধবার জলপাইগুড়ির ধূপগুড়িতে উপনির্বাচনের প্রচারে যান যুব তৃণমূল নেত্রী সায়নী ঘোষ ৷ সেখানে তিনি বিজেপিকে আক্রমণ করেন ৷ কটাক্ষ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও ৷

ETV Bharat
সায়নী ঘোষ
author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 30, 2023, 7:45 PM IST

সায়নী ঘোষের বক্তব্য

ধূপগুড়ি, 30 অগস্ট: আগামী 5 সেপ্টেম্বর ধূপগুড়ি বিধানসভার উপনির্বাচন ৷ এই উপনির্বাচনে তৃণমূল প্রার্থী অধ্যাপক নির্মলচন্দ্র রায়ের হয়ে বুধবার এলাকায় যান যুব তৃণমূল সভানেত্রী সায়নী ঘোষ ৷ এদির প্রচারে সায়নীর গলায় শোনা গিয়েছে, 'হরে কৃষ্ণ হরে হরে, মমতা দিদি ঘরে ঘরে' স্লোগান ৷ এদিনের প্রচারে গিয়ে বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করেছেন সায়নী ৷ ভোটের আগে গ্যাসের দাম কমানো নিয়েও এদিন নরেন্দ্র মোদি সরকারের সমালোচনা শোনা গিয়েছে যুবনেত্রীর গলায় ৷

জয় বাংলা স্লোগান দিয়ে ভাষণ শুরু করে সায়নী এদিন বলেন, "আপনাদের রায় নিয়ে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এসেছে । তৃণমূল কংগ্রেস সবার জন্য কাজ করেছে । আগামী লোকসভা নির্বাচনের আগে গ্যাসের দাম কমাল মোদি সরকার । গ্যাসের দাম প্রায় 1200 টাকা করে তারপর 200 টাকা কম করল । আসলে জামা-প্যান্ট খুলে নিয়ে গামছা ধরিয়ে দিল ।"

বিজেপি সরকারকে কটাক্ষ করে সায়নী ঘোষ এদিন আরও বলেন, "2014 সালে গ্যাসের দাম যখন 400 টাকা তখন বিজেপি কংগ্রেসের বিরুদ্ধে আন্দোলন করেছিল। আর এখন গ্যাসের দাম এত হওয়ার পর তারা বলে সবকিছুর দাম বেড়েছে । তাই গ্যাসের দাম বেড়েছে ।" তিনি প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, "দশলক্ষ টাকার স্যুট পরেন । দেড় লক্ষ টাকার পেন পকেটে রাখেন তিনি । তিনি কি গরীবের কথা ভাববেন ? ইসরোর মহিলা বিজ্ঞানীদের সঙ্গে তিনি দেখা করলেন । আর বিজেপি শাসিত রাজ্যে দু'জন মহিলাকে নগ্ন করে ঘোরানো হল । সে ব্যাপারে তিনি নিশ্চুপ । অনেক পরে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বরাদ্দ করলেন 36 সেকেন্ড ।"

আরও পড়ুন: ধূপগুড়ি উপ-নির্বাচনে বিজেপি-তৃণমূলের তারকা প্রচারকদের তালিকা প্রকাশ

ধূপগুড়ি উপনির্বাচনের জন্য গ্রামে গ্রামে টাকা বিলি করছে বিজেপি, এমনটাই এদিন অভিযোগ করেন সায়নী ঘোষ । পাশাপাশি তাঁর কটাক্ষ, বিজেপির দুই ভাই ইডি আর সিবিআই ৷

সায়নী ঘোষের বক্তব্য

ধূপগুড়ি, 30 অগস্ট: আগামী 5 সেপ্টেম্বর ধূপগুড়ি বিধানসভার উপনির্বাচন ৷ এই উপনির্বাচনে তৃণমূল প্রার্থী অধ্যাপক নির্মলচন্দ্র রায়ের হয়ে বুধবার এলাকায় যান যুব তৃণমূল সভানেত্রী সায়নী ঘোষ ৷ এদির প্রচারে সায়নীর গলায় শোনা গিয়েছে, 'হরে কৃষ্ণ হরে হরে, মমতা দিদি ঘরে ঘরে' স্লোগান ৷ এদিনের প্রচারে গিয়ে বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করেছেন সায়নী ৷ ভোটের আগে গ্যাসের দাম কমানো নিয়েও এদিন নরেন্দ্র মোদি সরকারের সমালোচনা শোনা গিয়েছে যুবনেত্রীর গলায় ৷

জয় বাংলা স্লোগান দিয়ে ভাষণ শুরু করে সায়নী এদিন বলেন, "আপনাদের রায় নিয়ে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এসেছে । তৃণমূল কংগ্রেস সবার জন্য কাজ করেছে । আগামী লোকসভা নির্বাচনের আগে গ্যাসের দাম কমাল মোদি সরকার । গ্যাসের দাম প্রায় 1200 টাকা করে তারপর 200 টাকা কম করল । আসলে জামা-প্যান্ট খুলে নিয়ে গামছা ধরিয়ে দিল ।"

বিজেপি সরকারকে কটাক্ষ করে সায়নী ঘোষ এদিন আরও বলেন, "2014 সালে গ্যাসের দাম যখন 400 টাকা তখন বিজেপি কংগ্রেসের বিরুদ্ধে আন্দোলন করেছিল। আর এখন গ্যাসের দাম এত হওয়ার পর তারা বলে সবকিছুর দাম বেড়েছে । তাই গ্যাসের দাম বেড়েছে ।" তিনি প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, "দশলক্ষ টাকার স্যুট পরেন । দেড় লক্ষ টাকার পেন পকেটে রাখেন তিনি । তিনি কি গরীবের কথা ভাববেন ? ইসরোর মহিলা বিজ্ঞানীদের সঙ্গে তিনি দেখা করলেন । আর বিজেপি শাসিত রাজ্যে দু'জন মহিলাকে নগ্ন করে ঘোরানো হল । সে ব্যাপারে তিনি নিশ্চুপ । অনেক পরে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বরাদ্দ করলেন 36 সেকেন্ড ।"

আরও পড়ুন: ধূপগুড়ি উপ-নির্বাচনে বিজেপি-তৃণমূলের তারকা প্রচারকদের তালিকা প্রকাশ

ধূপগুড়ি উপনির্বাচনের জন্য গ্রামে গ্রামে টাকা বিলি করছে বিজেপি, এমনটাই এদিন অভিযোগ করেন সায়নী ঘোষ । পাশাপাশি তাঁর কটাক্ষ, বিজেপির দুই ভাই ইডি আর সিবিআই ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.