ETV Bharat / state

Trinamool Congress: চা-বাগানের সন্তান হয়ে রাজ্যসভায় মনোনয়ন পাওয়া বিরাট ব্যাপার, মমতাকে ধন্যবাদ প্রকাশ চিক বড়াইকের - মমতা বন্দ্যোপাধ্যায়

সোমবার রাজ্যসভার নির্বাচনের জন্য প্রার্থীদের নাম ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেস ৷ সেই তালিকায় রয়েছে আলিপুরদুয়ারে তৃণমূলের জেলা সভাপতি প্রকাশ চিক বড়াইক ৷ সাংসদ হয়ে তিনি উত্তরবঙ্গের মানুষের জন্য কাজ করতে চান ৷

Trinamool Congress
Trinamool Congress
author img

By

Published : Jul 10, 2023, 7:28 PM IST

মমতাকে ধন্যবাদ প্রকাশ চিক বড়াইকের

জলপাইগুড়ি, 10 জুলাই: রাজ্যসভার ভোটে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন প্রকাশ চিক বড়াইক । কুমারগ্রাম ব্লকের নিউল্যান্ডস চা-বাগানের শ্রমিক পরিবারের সন্তান প্রকাশ চিক বড়াইক আলিপুরদুয়ার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি ৷ চা-বাগানের কোনও ব্যক্তিকে উত্তরবঙ্গ থেকে এই প্রথম তৃণমূল কংগ্রেসের তরফে রাজ্যসভায় টিকিট দেওয়া হল ।

প্রার্থী হিসেবে নাম ঘোষণা হওয়ার প্রকাশ চিক বড়াইক বলেন, ‘‘চা-বাগানের সন্তান আমি ৷ আমাকে তৃণমূল কংগ্রেসের সভানেত্রী সাংসদ পদপ্রার্থী করেছেন ৷ এটা আমার কাছে বিরাট ব্যাপার । আমার ধারণার বাইরে । একজন গ্রাম ও চা-বাগানের ছেলেকে সাংসদ করার কথা মামুলি নয় ।’’

Trinamool Congress
মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে প্রকাশ চিক বড়াইক

এখানেই শেষ নয়৷ তিনি আরও বলেন, ‘‘আমি আলিপুরদুয়ারের জেলা সভাপতি ছিলাম । চা-বাগানের বাড়ি বাড়ি গিয়েছিল ।আমার প্রতি নেত্রী যে বিশ্বাস রেখেছে আমি কৃতজ্ঞ । আমি চা-বাগানের আদিবাসী, বোরো, টোটো, রাভা, বিহারী-সহ সব জনজাতির জন্য কাজ করতে চাই । উত্তরবঙ্গের সব মানুষের জন্য নেত্রী যে সমস্ত কাজ করেছেন, সেই কাজগুলোকে এগিয়ে নিতে চাই ।’’

আরও পড়ুন: নেত্রী আমার শক্তির উৎস, সংবিধান রক্ষায় লড়াই চালিয়ে যাব: সাকেত গোখলে

উল্লেখ্য, 2019 সালে আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের ভরাডুবি হয় । লক্ষ্মীপাড়া চা-বাগানের শ্রমিক জন বারলাকে বিজেপি প্রার্থী করে বাজিমাত করে ৷ বিরাট অঙ্কের ব্যবধানে বিজেপি প্রার্থী জন বারলা তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে হারিয়ে দেন । সেই সময় আলিপুরদুয়ারের তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি ছিলেন মোহন শর্মা । মোহন শর্মাকে সরিয়ে জেলা সভাপতি করা হয় মৃদুল গোস্বামীকে ।

Trinamool Congress
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে প্রকাশ চিক বড়াইক

কিন্তু তাতেও কাজ হয়নি ৷ 2021 সালের বিধানসভা নির্বাচনেও আলিপুরদুয়ারে ভরাডুবি হয় শাসক দল তৃণমূল কংগ্রেসের ৷ এরপর মৃদুল গোস্বামীকে সরিয়ে চা-বাগানের যুবক প্রকাশ চিক বড়াইককে 2021 সালের অগস্ট মাসে জেলা সভাপতি করা হয় । তারপর থেকে আলিপুরদুয়ার জেলায় সবাইকে নিয়ে একসঙ্গে চলে দলের একটা জায়গা করে নেন তিনি ৷ জলপাইগুড়ি জেলায় নির্বাচনী সভায় এসেও প্রকাশের সঙ্গে আলাদা ভাবেও কথা বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় । তাছাড়া তিনি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও ঘনিষ্ঠ বলে পরিচিত ৷

আরও পড়ুন: সংখ্যালঘু মুখ হিসাবে সামিরুলকে বাছলেন মমতা, সংবিধান রক্ষায় লড়াই চলবে বলে জানালেন প্রার্থী

প্রকাশ চিক বড়াইক সূর্য সেন কলেজ থেকে বি কম পাশ করেন 2004 সালে । তাঁর পড়াশোনার শুরু রহিমাবাদ ওয়ার্কার্স হাইস্কুল ৷ সেখান থেকেই প্রাইমারির গন্ডি পার হওয়ার পর তিনি কালচিনি হিন্দি হাইস্কুল থেকে 1999 সালে উচ্চমাধ্যমিক পাশ করেন ৷ পরিবারে তাঁর দুই ভাই রয়েছে ৷ তাছাড়া তিনি এক সন্তানের পিতা ৷

মমতাকে ধন্যবাদ প্রকাশ চিক বড়াইকের

জলপাইগুড়ি, 10 জুলাই: রাজ্যসভার ভোটে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন প্রকাশ চিক বড়াইক । কুমারগ্রাম ব্লকের নিউল্যান্ডস চা-বাগানের শ্রমিক পরিবারের সন্তান প্রকাশ চিক বড়াইক আলিপুরদুয়ার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি ৷ চা-বাগানের কোনও ব্যক্তিকে উত্তরবঙ্গ থেকে এই প্রথম তৃণমূল কংগ্রেসের তরফে রাজ্যসভায় টিকিট দেওয়া হল ।

প্রার্থী হিসেবে নাম ঘোষণা হওয়ার প্রকাশ চিক বড়াইক বলেন, ‘‘চা-বাগানের সন্তান আমি ৷ আমাকে তৃণমূল কংগ্রেসের সভানেত্রী সাংসদ পদপ্রার্থী করেছেন ৷ এটা আমার কাছে বিরাট ব্যাপার । আমার ধারণার বাইরে । একজন গ্রাম ও চা-বাগানের ছেলেকে সাংসদ করার কথা মামুলি নয় ।’’

Trinamool Congress
মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে প্রকাশ চিক বড়াইক

এখানেই শেষ নয়৷ তিনি আরও বলেন, ‘‘আমি আলিপুরদুয়ারের জেলা সভাপতি ছিলাম । চা-বাগানের বাড়ি বাড়ি গিয়েছিল ।আমার প্রতি নেত্রী যে বিশ্বাস রেখেছে আমি কৃতজ্ঞ । আমি চা-বাগানের আদিবাসী, বোরো, টোটো, রাভা, বিহারী-সহ সব জনজাতির জন্য কাজ করতে চাই । উত্তরবঙ্গের সব মানুষের জন্য নেত্রী যে সমস্ত কাজ করেছেন, সেই কাজগুলোকে এগিয়ে নিতে চাই ।’’

আরও পড়ুন: নেত্রী আমার শক্তির উৎস, সংবিধান রক্ষায় লড়াই চালিয়ে যাব: সাকেত গোখলে

উল্লেখ্য, 2019 সালে আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের ভরাডুবি হয় । লক্ষ্মীপাড়া চা-বাগানের শ্রমিক জন বারলাকে বিজেপি প্রার্থী করে বাজিমাত করে ৷ বিরাট অঙ্কের ব্যবধানে বিজেপি প্রার্থী জন বারলা তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে হারিয়ে দেন । সেই সময় আলিপুরদুয়ারের তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি ছিলেন মোহন শর্মা । মোহন শর্মাকে সরিয়ে জেলা সভাপতি করা হয় মৃদুল গোস্বামীকে ।

Trinamool Congress
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে প্রকাশ চিক বড়াইক

কিন্তু তাতেও কাজ হয়নি ৷ 2021 সালের বিধানসভা নির্বাচনেও আলিপুরদুয়ারে ভরাডুবি হয় শাসক দল তৃণমূল কংগ্রেসের ৷ এরপর মৃদুল গোস্বামীকে সরিয়ে চা-বাগানের যুবক প্রকাশ চিক বড়াইককে 2021 সালের অগস্ট মাসে জেলা সভাপতি করা হয় । তারপর থেকে আলিপুরদুয়ার জেলায় সবাইকে নিয়ে একসঙ্গে চলে দলের একটা জায়গা করে নেন তিনি ৷ জলপাইগুড়ি জেলায় নির্বাচনী সভায় এসেও প্রকাশের সঙ্গে আলাদা ভাবেও কথা বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় । তাছাড়া তিনি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও ঘনিষ্ঠ বলে পরিচিত ৷

আরও পড়ুন: সংখ্যালঘু মুখ হিসাবে সামিরুলকে বাছলেন মমতা, সংবিধান রক্ষায় লড়াই চলবে বলে জানালেন প্রার্থী

প্রকাশ চিক বড়াইক সূর্য সেন কলেজ থেকে বি কম পাশ করেন 2004 সালে । তাঁর পড়াশোনার শুরু রহিমাবাদ ওয়ার্কার্স হাইস্কুল ৷ সেখান থেকেই প্রাইমারির গন্ডি পার হওয়ার পর তিনি কালচিনি হিন্দি হাইস্কুল থেকে 1999 সালে উচ্চমাধ্যমিক পাশ করেন ৷ পরিবারে তাঁর দুই ভাই রয়েছে ৷ তাছাড়া তিনি এক সন্তানের পিতা ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.