ধুপগুড়ি , 22 মে : গধেয়ারকুঠি গ্রামের পোলট্রি ফার্মে কোয়ারেনটাইনে রয়েছেন 5 যুবক ৷ স্বেচ্ছায় তাঁরা এই জায়গাতে থাকার সিদ্ধান্ত নিয়েছেন বলে স্থানীয় সূত্রে খবর ৷
তাঁদের এই উদ্যোগকে সাধুবাদ জানান গ্রামবাসীরা ৷ কোয়ারেনটাইনে থাকা ওই যুবকদের খাবার পোলট্রি ফার্মে পৌঁছে দিচ্ছে তাঁদের পরিবারের লোকজন ৷
করোনা আবহ থেকে খানিকটা রেহাই মিলতেই রোজগারের উদ্দেশে মুম্বই রওনা দিয়েছিল এই যুবকের দল ৷ তবে পরিস্থিতি জটিল হতে শুরু করলে নিজেদের গ্রামে ফিরে আসেন তাঁরা ৷
আরও পড়ুন :আমফানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে যশ মোকাবিলায় তৎপর বারুইপুর প্রশাসন
নিরাপত্তার স্বার্থে এবং সংক্রমণ রুখতে ওই যুবকরা সিদ্ধান্ত নেন বাড়ির বাইরে থাকার ৷ সেকারণেই এখন তাঁরা আশ্রয় নিয়েছেন পোলট্রি ফার্মে ৷
এবিষয়ে গ্রাম পঞ্চায়েতের কাছে প্রশ্ন করা হয় ৷ তারা জানায়, এই বিষয় কিছুই জানানো হয়নি তাদের ৷