জলপাইগুড়ি, 2 সেপ্টেম্বর : স্পেশাল টাস্ক ফোর্স ও জলপাইগুড়ির কোতোয়ালি থানার পুলিশের যৌথ অভিযানে উদ্ধার হল ইয়াবা ট্যাবলেট ৷ গ্রেফতার করা হয়েছে তিনজন পাচারকারীকে ৷
আরও পড়ুন : Submerged Jailpaiguri : বৃষ্টিতে জলমগ্ন জলপাইগুড়ি
পুলিশ সূত্রে জানা গিয়েছে, যে তিনজন গ্রেফতার হয়েছে তাদের নাম মহম্মদ হায়াতুল্লা, একরাসুল মোমিন ও ইকবাল হুসেন ৷ হায়াতুল্লা ও মোবিন মালদহের বাসিন্দা ৷ আর ইকবাল হুসেন মুর্শিদাবাদের বাসিন্দা ৷
বুধবার রাতে গোপন সূত্রে পুলিশ খবর পায়, অসমের দিকে থেকে শিলিগুড়ি দিয়ে প্রচুর পরিমাণে মাদকদ্রব্য পাচার করছে কিছু যুবক ৷ খবর পেয়েই উত্তরবঙ্গের স্পেশাল টাস্ক ফোর্সের টিম কোতোয়ালি থানার পুলিশকে নিয়ে জলপাইগুড়ি থেকে শিলিগুড়িগামী পাহাড়পুর মোড়ে নাকা তল্লাশি করে ৷ সেই তল্লাশিতেই ইয়াবা ট্যাবলেট-সহ গাড়িতে থাকা তিন যুবককে আটক করে পুলিশ । পরে তাদের গ্রেফতার করা হয় ৷
পুলিশ সূত্রে জানা গিয়েছে, যুবকদের কাছে থাকা একটি ব্যাগে তল্লাশি চালিয়ে মোট 100টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়েছে ৷ ধৃতদের আজ, বৃহস্পতিবার জলপাইগুড়ি জেলা আদালতে তোলা হয় । তবে আদালত কী নির্দেশ দেওয়া হয়েছে তা জানা যায়নি ৷
এই প্রথম নয় ৷ এর আগেও ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়েছে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে ৷ কখনও 2 হাজার, কখনও 6 হাজার, আবার কখনও 15 হাজার ইয়াবা ট্যাবলেট একসঙ্গে উদ্ধার হয়েছে ৷ সেই তুলনায় এবারের সংখ্যাটা অনেক কম ৷
আরও পড়ুন : Dhupguri Update : ধূপগুড়িতে ভ্যাকসিনেশন ক্যাম্পের ঘটনায় শোকজ় স্বাস্থ্য আধিকারিক, বিডিও