ETV Bharat / state

Cold Storage collapse Update: হিমঘরে অ্যামোনিয়া গ্যাস লিকের ঘটনায় নামল এনডিআরএফ, অসুস্থ 9

author img

By

Published : Apr 14, 2023, 9:19 AM IST

বৃহস্পতিবারই বিকেলে হিমঘরের ছাদ ভেঙে ক্ষতিগ্রস্থ হয়েছে হিমঘরের একাংশ ৷ হিমঘরের একটি পাইপ ক্ষতিগ্রস্থ হওয়ায় অ্যামোনিয়া গ্যাস নির্গত হতে শুরু করে ৷ গ্যাসের প্রভাবে 9 জন এলাকাবাসী অসুস্থ হয়ে পড়েন ৷ ঘটনাস্থলে উপস্থিত হয় বিপর্যয় মোকাবিলা কর্মীরা ৷

ETv Bharat
হিমঘর ভেঙে পরে অ্যামোনিয়া গ্যাস লিক

জলপাইগুড়ি, 14 এপ্রিল: ময়নাগুড়ির জল্পেশে হিমঘর ভেঙে পরে অ্যামোনিয়া গ্যাস লিক করার ঘটনায় ঘটনাস্থলে উপস্থিত ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স(এনডিআরএফ)। বৃহস্পতিবার বিকেলে হিমঘরে ছাদ ভেঙে গিয়ে একাংশ ধ্বসে পড়েছে হিমঘরের । তার জেরেই ক্ষতিগ্রস্থ হয়েছে অ্যামোনিয়া গ্যাসের পাইপ লাইনটি । এরপরই অ্যামোনিয়া গ্যাস নির্গত হতে শুরু করে । তার প্রভাবে অসুস্থ হয়ে পরেন এলাকার 9 জন বাসিন্দা । তড়িঘড়ি তাদের ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় । সেখান থেকে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে । হিমঘরটিকে পুরোপুরি ভেঙে ফেলা হবে বলে জানা গিয়েছে প্রশাসনিক সূত্রে ।

হিমঘরের আসেপাশে যাতে কেউ যেতে না-পারে তার জন্য বিরাট পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে । জেলাপ্রশাসনের পক্ষ থেকে খবর দেওয়া হয় ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্সকে । বিকেলে ঘটনাটি ঘটলেও এনডিআরএফ-কে ডাকা হয় রাতে । কেন এত পরে এনডিআরএফ-কে ডাকা হল সেটা নিয়েও প্রশ্ন উঠেছে । প্রসঙ্গত, কয়েকদিন আগে হিমঘরে ফাটল দেখা দিলেও প্রশাসনের তরফে কোনও ব্যবস্থাই নেওয়া হয়নি বলে অভিযোগ স্থানীয়দের । দায় এড়ানো কাজ ছাড়া বাড়তি কোনও সতর্কতাও নেওয়া হয়নি বলে স্থানীয়রা অভিযোগ করেছেন ৷ হিমঘরের পার্শ্ববর্তী এলাকার বাসিন্দাদের জল্পেশ স্কুলে অস্থায়ী ক্যাম্প করে রাখার ব্যবস্থা করা হয়েছে ।

এনডিআরএফ-এর এক আধিকারিক বিবেক কুমার বলেন, "প্রশাসনের কাছ থেকে খবর পেয়েই আমরা ঘটনাস্থলে উপস্থিত হয়েছি ৷ গ্যাস চেম্বারটিও বন্ধ করে দেওয়া হয়েছে ৷ 30 জনের এনডিআরএফ জওয়ানের একটি দল কাজ করেছেন ৷ তবে এখনও পাইপে সামান্য পরিমাণ অ্যামোনিয়া গ্যাস রয়ে গিয়েছে ৷ বিশেষজ্ঞদের খবর দেওয়া হয়েছে, তাঁর পারমর্শ মতো কাজ হবে ।"

স্থানীয় বাসিন্দা দিলীপ রায় জানান, প্রশাসনিক গাফিলতির জন্য এই ঘটনাটি ঘটেছে । কয়েকদিন আগে থেকেই পদক্ষেপ নেওয়ার কথা বলা হয়েছিল ৷ অথচ প্রশাসন কর্ণপাত করেনি । এদিকে অ্যামোনিয়া গ্যাসের কারণে ময়নাগুড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে অসুস্থদের । অসুস্থ হয়েগিয়েছেন, নবীন কর্মকার (24), অনিন্দিতা সেন (10), সীমা সেন (28), আবির রায় (5) কে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে । এছাড়াও গ্রামের বাসিন্দা গোপাল কর্মকার (17), ঝুমা রায় কর্মকার (25), সুমিত্রা কর্মকার (50), পুলক সরকার (29) এবং ময়নাগুড়ি থানার সিভিক ভলেন্টিয়ারের রাজু সাহার (32) চিকিৎসা চলছে ময়নাগুড়ি হাসপাতালে ।

আরও পড়ুন : ভেঙে পড়ল হিমঘরের একাংশ, বিষাক্ত অ্যামোনিয়া গ্যাসে অসুস্থ পাঁচ

ময়নাগুড়ির ব্লক স্বাস্থ্য আধিকারিক ড: সিতেশ বর বলেন, "অ্যামোনিয়া গ্যাসের কারণে অনেকেই অসুস্থ হয়ে পরেছেন । তাদের চিকিৎসা চলছে ময়নাগুড়ি হাসপাতালে ৷ বেশ কয়েকজনকে জলপাইগুড়িতে স্থানান্তরিত করা হয়েছে । ঘটনার খবর পেয়েই দূষণ নিয়ন্ত্রন পর্ষদের শিলিগুড়ি রিজিওনাল কার্যালয় থেকে আধিকারিকরা উপস্থিত হন ঘটনাস্থলে ৷

জলপাইগুড়ি, 14 এপ্রিল: ময়নাগুড়ির জল্পেশে হিমঘর ভেঙে পরে অ্যামোনিয়া গ্যাস লিক করার ঘটনায় ঘটনাস্থলে উপস্থিত ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স(এনডিআরএফ)। বৃহস্পতিবার বিকেলে হিমঘরে ছাদ ভেঙে গিয়ে একাংশ ধ্বসে পড়েছে হিমঘরের । তার জেরেই ক্ষতিগ্রস্থ হয়েছে অ্যামোনিয়া গ্যাসের পাইপ লাইনটি । এরপরই অ্যামোনিয়া গ্যাস নির্গত হতে শুরু করে । তার প্রভাবে অসুস্থ হয়ে পরেন এলাকার 9 জন বাসিন্দা । তড়িঘড়ি তাদের ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় । সেখান থেকে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে । হিমঘরটিকে পুরোপুরি ভেঙে ফেলা হবে বলে জানা গিয়েছে প্রশাসনিক সূত্রে ।

হিমঘরের আসেপাশে যাতে কেউ যেতে না-পারে তার জন্য বিরাট পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে । জেলাপ্রশাসনের পক্ষ থেকে খবর দেওয়া হয় ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্সকে । বিকেলে ঘটনাটি ঘটলেও এনডিআরএফ-কে ডাকা হয় রাতে । কেন এত পরে এনডিআরএফ-কে ডাকা হল সেটা নিয়েও প্রশ্ন উঠেছে । প্রসঙ্গত, কয়েকদিন আগে হিমঘরে ফাটল দেখা দিলেও প্রশাসনের তরফে কোনও ব্যবস্থাই নেওয়া হয়নি বলে অভিযোগ স্থানীয়দের । দায় এড়ানো কাজ ছাড়া বাড়তি কোনও সতর্কতাও নেওয়া হয়নি বলে স্থানীয়রা অভিযোগ করেছেন ৷ হিমঘরের পার্শ্ববর্তী এলাকার বাসিন্দাদের জল্পেশ স্কুলে অস্থায়ী ক্যাম্প করে রাখার ব্যবস্থা করা হয়েছে ।

এনডিআরএফ-এর এক আধিকারিক বিবেক কুমার বলেন, "প্রশাসনের কাছ থেকে খবর পেয়েই আমরা ঘটনাস্থলে উপস্থিত হয়েছি ৷ গ্যাস চেম্বারটিও বন্ধ করে দেওয়া হয়েছে ৷ 30 জনের এনডিআরএফ জওয়ানের একটি দল কাজ করেছেন ৷ তবে এখনও পাইপে সামান্য পরিমাণ অ্যামোনিয়া গ্যাস রয়ে গিয়েছে ৷ বিশেষজ্ঞদের খবর দেওয়া হয়েছে, তাঁর পারমর্শ মতো কাজ হবে ।"

স্থানীয় বাসিন্দা দিলীপ রায় জানান, প্রশাসনিক গাফিলতির জন্য এই ঘটনাটি ঘটেছে । কয়েকদিন আগে থেকেই পদক্ষেপ নেওয়ার কথা বলা হয়েছিল ৷ অথচ প্রশাসন কর্ণপাত করেনি । এদিকে অ্যামোনিয়া গ্যাসের কারণে ময়নাগুড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে অসুস্থদের । অসুস্থ হয়েগিয়েছেন, নবীন কর্মকার (24), অনিন্দিতা সেন (10), সীমা সেন (28), আবির রায় (5) কে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে । এছাড়াও গ্রামের বাসিন্দা গোপাল কর্মকার (17), ঝুমা রায় কর্মকার (25), সুমিত্রা কর্মকার (50), পুলক সরকার (29) এবং ময়নাগুড়ি থানার সিভিক ভলেন্টিয়ারের রাজু সাহার (32) চিকিৎসা চলছে ময়নাগুড়ি হাসপাতালে ।

আরও পড়ুন : ভেঙে পড়ল হিমঘরের একাংশ, বিষাক্ত অ্যামোনিয়া গ্যাসে অসুস্থ পাঁচ

ময়নাগুড়ির ব্লক স্বাস্থ্য আধিকারিক ড: সিতেশ বর বলেন, "অ্যামোনিয়া গ্যাসের কারণে অনেকেই অসুস্থ হয়ে পরেছেন । তাদের চিকিৎসা চলছে ময়নাগুড়ি হাসপাতালে ৷ বেশ কয়েকজনকে জলপাইগুড়িতে স্থানান্তরিত করা হয়েছে । ঘটনার খবর পেয়েই দূষণ নিয়ন্ত্রন পর্ষদের শিলিগুড়ি রিজিওনাল কার্যালয় থেকে আধিকারিকরা উপস্থিত হন ঘটনাস্থলে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.