ETV Bharat / state

গরুমারা জাতীয় উদ্যানের ডন-এর মৃত্যু - গোরুমারা জাতীয় উদ্যানে একশৃঙ্গ গন্ডারের মৃত্যু

নিজের এলাকায় অন্য কোনও পুরুষকে ঢুকতে দিত না ডন । একচ্ছত্র অধিকার ছিল তার ।

Jalpaiguri news
One horned rhinosores died in gorumara national park
author img

By

Published : Oct 14, 2020, 4:38 PM IST

জলপাইগুড়ি, 14 অক্টোবর : গরুমারা জাতীয় উদ্যানের ডনের মৃত্যু । শোকাহত বনকর্মীরা । এই ডন আর কেউ নয় । গরুমারা জাতীয় উদ্যানের এক শৃঙ্গ গন্ডার । 35 বছর বয়সে ডনের মৃত্যু হল ।

নাগরাকাটা ব্লকের বামনডাঙ্গা চা বাগানের কাছে জিরো বাঁধ এলাকায় আজ সকালে ডনের মৃতদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা । তারা বনদপ্তরকে খবর দেন । ডন তার এলাকায় অন্য কোন পুরুষ গন্ডারকে প্রবেশ করতে দিত না । এলাকায় নিজের আধিপত্য বিস্তার করেছিল । তাই তার নাম ডন রাখা হয়েছিল । ডনের মৃত্যুর খবর পেয়ে খবর পেয়ে ঘটনাস্থানে যান গরুমারা বন্যপ্রাণী বিভাগের বনাধিকার নিশা গোস্বামী ও বনকর্মীরা । নিশা গোস্বামী বলেন, "ডন গরুমারা জঙ্গলের গন্ডার। কীভাবে ডনের মৃত্যু হল সেটা তদন্ত করে দেখা হবে । প্রাথমিকভাবে স্বাভাবিক মৃত্যু বলে মনে হচ্ছে । তবে ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে ।

জলপাইগুড়ি, 14 অক্টোবর : গরুমারা জাতীয় উদ্যানের ডনের মৃত্যু । শোকাহত বনকর্মীরা । এই ডন আর কেউ নয় । গরুমারা জাতীয় উদ্যানের এক শৃঙ্গ গন্ডার । 35 বছর বয়সে ডনের মৃত্যু হল ।

নাগরাকাটা ব্লকের বামনডাঙ্গা চা বাগানের কাছে জিরো বাঁধ এলাকায় আজ সকালে ডনের মৃতদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা । তারা বনদপ্তরকে খবর দেন । ডন তার এলাকায় অন্য কোন পুরুষ গন্ডারকে প্রবেশ করতে দিত না । এলাকায় নিজের আধিপত্য বিস্তার করেছিল । তাই তার নাম ডন রাখা হয়েছিল । ডনের মৃত্যুর খবর পেয়ে খবর পেয়ে ঘটনাস্থানে যান গরুমারা বন্যপ্রাণী বিভাগের বনাধিকার নিশা গোস্বামী ও বনকর্মীরা । নিশা গোস্বামী বলেন, "ডন গরুমারা জঙ্গলের গন্ডার। কীভাবে ডনের মৃত্যু হল সেটা তদন্ত করে দেখা হবে । প্রাথমিকভাবে স্বাভাবিক মৃত্যু বলে মনে হচ্ছে । তবে ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.