ETV Bharat / state

Theft in Jalpaiguri: চিঠি দিয়ে টাকার বদলে সামগ্রী ফেরতের দাবি চোরের, গ্রেফতার যুবক - চিঠি দিয়ে টাকার বদলে সামগ্রী ফেরতের দাবি চোরের

চুরি গিয়েছে বাড়ির বহুমুল্য দলিল ও সোনা (Theft in Jalpaiguri) । পরের দিনই বাড়িতে আসতে থাকে চিঠি । টাকা দিলে গৃহস্থকে সামগ্রী ফিরিয়ে দেবে জানিয়ে চিঠি দেয় চোর ।

one arrested for Theft in Jalpaiguri
one arrested for Theft in Jalpaiguri
author img

By

Published : Nov 3, 2022, 8:48 PM IST

জলপাইগুড়ি, 3 নভেম্বর: অপহরণ করে মুক্তিপণ দাবি করার ঘটনা ঘটে প্রায়শ্যেই । তবে চুরি করে পণ দাবি হয়তো এই প্রথম । আগের দিন চুরি করে পরের দিন গৃহস্থকে চিঠি দিল চোর ।

চোরের অবশ্য দাবি, নথি ফিরে পেতে চাইলে কালোডোবায় পাশে ব্যাগে টাকা রেখে দিয়ে আসুন । সব জিনিস পেয়ে যাবেন । তবে তিনিই যে চোর তার প্রমাণ স্বরূপ টোটোচালককে দিয়ে খোয়া যাওয়া একটি নথিও পাঠানো হয়েছে গৃহস্থকে । এমন ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় জলপাইগুড়িতে । ঘটনায় এক যুবককে গ্রেফতার করেছে জলপাইগুড়ি কোতয়ালি থানার পুলিশ । ধৃতকে পাঁচদিনের রিমান্ডে নিয়ে তদন্তে শুরু করেছে পুলিশ ।

জানা গিয়েছে, সম্প্রতি জলপাইগুড়ি উত্তর রায়কতপাড়ার বাসিন্দা বিউটি রায়ের বাড়ি থেকে গুরুত্বপূর্ণ নথি ও সোনা খোয়া যায় । চুরির পরে বাড়িতে একটি চিঠি আসে ৷ তাতে বলা ছিল, নথি ফিরে পেতে হলে দেওয়া ঠিকানায় টাকা পৌঁছে দিতে হবে । চোরই যে এই চিঠি পাঠিয়েছে তার প্রমাণ দিতে এক টোটোচালককে দিয়ে গৃহস্থের বাড়িতে চুরির একটি নথিও পাঠানো হয় । এরপর গৃহস্থ টোটোচালককে ধরে পুলিশে খবর দেয় ।

one arrested for Theft in Jalpaiguri
চিঠি দিয়ে টাকার বদলে সামগ্রী ফেরতের দাবি চোরের

পুলিশ টোটোচালককে জিজ্ঞাসাবাদ করে জানতে পারে, তাঁকে এই নথি পৌঁছে দেওয়ার জন্য 50 টাকা দিয়েছিল একজন ৷ তাই তিনি নথি পৌঁছতে এসেছিলেন কেবল । এরপরেই কোতয়ালি থানার ওসি অভিজিৎ কুণ্ডুর নেতৃত্বে তদন্তে নেমে সুদীপ নামে এক যুবককে গ্রেফতার করা হয় (one arrested for Theft in Jalpaiguri) । সুদীপ রায় বেশ কয়েকটি বাড়িতে চুরি করে চিঠি দিয়েছিল বলে জানা গিয়েছে ।

যুবককে গ্রেফতার করেছে জলপাইগুড়ি কোতয়ালি থানার পুলিশ

আরও পড়ুন: জলপাইগুড়িতে রেশন না-পেয়ে দোকানে তালা দিলেন গ্রাহকরা

জলপাইগুড়ির পুলিশ সুপার দেবর্ষি দত্ত বলেন, "চুরি করে তারপর গৃহস্থকে চিঠি দিয়ে টাকা দাবি করত চোর । টাকা পেলেই চুরির সব সামগ্রী ফিরিয়ে দেবেন বলে চিঠিতে দাবি করা হয় । আমরা তদন্তে নেমে সুদীপ রায় নামে এক যুবককে গ্রেফতার করেছি । রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছি তাকে ।"

জলপাইগুড়ি, 3 নভেম্বর: অপহরণ করে মুক্তিপণ দাবি করার ঘটনা ঘটে প্রায়শ্যেই । তবে চুরি করে পণ দাবি হয়তো এই প্রথম । আগের দিন চুরি করে পরের দিন গৃহস্থকে চিঠি দিল চোর ।

চোরের অবশ্য দাবি, নথি ফিরে পেতে চাইলে কালোডোবায় পাশে ব্যাগে টাকা রেখে দিয়ে আসুন । সব জিনিস পেয়ে যাবেন । তবে তিনিই যে চোর তার প্রমাণ স্বরূপ টোটোচালককে দিয়ে খোয়া যাওয়া একটি নথিও পাঠানো হয়েছে গৃহস্থকে । এমন ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় জলপাইগুড়িতে । ঘটনায় এক যুবককে গ্রেফতার করেছে জলপাইগুড়ি কোতয়ালি থানার পুলিশ । ধৃতকে পাঁচদিনের রিমান্ডে নিয়ে তদন্তে শুরু করেছে পুলিশ ।

জানা গিয়েছে, সম্প্রতি জলপাইগুড়ি উত্তর রায়কতপাড়ার বাসিন্দা বিউটি রায়ের বাড়ি থেকে গুরুত্বপূর্ণ নথি ও সোনা খোয়া যায় । চুরির পরে বাড়িতে একটি চিঠি আসে ৷ তাতে বলা ছিল, নথি ফিরে পেতে হলে দেওয়া ঠিকানায় টাকা পৌঁছে দিতে হবে । চোরই যে এই চিঠি পাঠিয়েছে তার প্রমাণ দিতে এক টোটোচালককে দিয়ে গৃহস্থের বাড়িতে চুরির একটি নথিও পাঠানো হয় । এরপর গৃহস্থ টোটোচালককে ধরে পুলিশে খবর দেয় ।

one arrested for Theft in Jalpaiguri
চিঠি দিয়ে টাকার বদলে সামগ্রী ফেরতের দাবি চোরের

পুলিশ টোটোচালককে জিজ্ঞাসাবাদ করে জানতে পারে, তাঁকে এই নথি পৌঁছে দেওয়ার জন্য 50 টাকা দিয়েছিল একজন ৷ তাই তিনি নথি পৌঁছতে এসেছিলেন কেবল । এরপরেই কোতয়ালি থানার ওসি অভিজিৎ কুণ্ডুর নেতৃত্বে তদন্তে নেমে সুদীপ নামে এক যুবককে গ্রেফতার করা হয় (one arrested for Theft in Jalpaiguri) । সুদীপ রায় বেশ কয়েকটি বাড়িতে চুরি করে চিঠি দিয়েছিল বলে জানা গিয়েছে ।

যুবককে গ্রেফতার করেছে জলপাইগুড়ি কোতয়ালি থানার পুলিশ

আরও পড়ুন: জলপাইগুড়িতে রেশন না-পেয়ে দোকানে তালা দিলেন গ্রাহকরা

জলপাইগুড়ির পুলিশ সুপার দেবর্ষি দত্ত বলেন, "চুরি করে তারপর গৃহস্থকে চিঠি দিয়ে টাকা দাবি করত চোর । টাকা পেলেই চুরির সব সামগ্রী ফিরিয়ে দেবেন বলে চিঠিতে দাবি করা হয় । আমরা তদন্তে নেমে সুদীপ রায় নামে এক যুবককে গ্রেফতার করেছি । রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছি তাকে ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.