জলপাইগুড়ি, 16 জুন : আজ থেকে 15 সেপ্টেম্বর পর্যন্ত তিনমাসের জন্য বন্ধ হয়ে গেল উত্তরবঙ্গের সমস্ত জাতীয় উদ্যান ও অভয়ারণ্য (National Forests Closed)। করোনাভাইরাসের সংক্রমণ রুখতে জারি করা বিধিনিষিধের ফলে একমাস পর্যটকদের প্রবেশের ক্ষেত্রে বন্ধ ছিল সব কটি জাতীয় উদ্যান ও অভয়ারণ্য ।
বর্ষাকাল বন্যপ্রাণীদের প্রজনন ঋতু ৷ তাছাড়া বর্ষাকালে অভয়ারণ্য ও জাতীয় উদ্যানের রাস্তাগুলো ঠিক থাকে না । জঙ্গলের ভেতরের রাস্তা গুলি কাঁচা থাকায় এই বর্ষার সময়ে যানবাহন চলাচল করলে তা আরও খারাপ হবে, সেই বিষয়টাও মাথায় রাখা হয় । সেই কারণেই এই তিনমাস পর্যটকদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয় প্রতি বছর । সেই মতোই 16 জুন থেকে উত্তরবঙ্গের সবকটি জাতীয় উদ্যান ও অভয়ারণ্যে পর্যটকদের জন্য প্রবেশ বন্ধ হয়ে গেল । 15 সেপ্টেম্বর পর্যন্ত তিনমাস পর্যটকরা জঙ্গলে প্রবেশ করতে পারবেন না ।
আরও পড়ুন: ভয়ঙ্কর বিপর্যয় বুকে চেপে 8 বছর পার কেদারনাথের
উত্তরবঙ্গের বিশেষ করে দার্জিলিং জেলার মহানন্দা অভয়ারণ্য, আলিপুরদুয়ার জেলার জলদাপাড়া জাতীয় উদ্যান, বক্সা ব্যাঘ্র প্রকল্প, জলপাইগুড়ি জেলার গরুমারা জাতীয় উদ্যান, চাপরামারি অভয়ারণ্য, গরুমারা বন্যপ্রাণী বিভাগের অন্তর্গত নেওরাভ্যালি জাতীয় উদ্যানে আগামী তিনমাস পর্যটকরা প্রবেশ করতে পারবেন না । পরিবেশ প্রেমীদের মতে, টানা চারমাস জঙ্গল বন্ধ থাকার কারণে বন্যপ্রাণীরা জঙ্গলে অবাধ বিচরণের একটা জায়গা পেল ৷ জঙ্গলে প্রবেশের ফলে যে হই-হুল্লোড় হয় তা কিছুটা কমায় ভালো হয়েছে তাঁদের মত ৷