ETV Bharat / state

মুখে চুনকালি মাখিয়ে "শত্রুবলি"দেওয়া হয় নিয়োগী বাড়ির পুজোয় - নিয়োগী বাড়ির পুজোয় শত্রুবলি

নিয়োগী বাড়ির দুর্গা প্রতিমার রং অতসী ফুলের রঙের মতো । দুর্গার ডানপাশে থাকে সরস্বতী ও গণেশ ৷ বামদিকে লক্ষ্মী এবং কার্তিক ।

মুখে চুনকালি মাখিয়ে শত্রু কে বলি দেয় নিয়োগী বাড়ির সদস্যরা।
মুখে চুনকালি মাখিয়ে শত্রু কে বলি দেয় নিয়োগী বাড়ির সদস্যরা।
author img

By

Published : Oct 18, 2020, 9:58 PM IST

জলপাইগুড়ি, 18 অক্টোবর : শত্রুর গালে চুনকালি মাখিয়ে দুর্গার সামনে বলি দেন নিয়োগী বাড়ির সদস্যরা । বহু বছর ধরে জলপাইগুড়ির নিয়োগী বাড়ির পুজোয় এই নিয়ম চলে আসছে ৷ নিয়োগী বাড়ির পুজোর অন্যতম আকর্ষণ এই "শত্রুবলি" ৷

জলপাইগুড়ির কামারপাড়ার নিয়োগী বাড়ির পুজো এবার 212 বছরে পা দেবে ৷ 1808 সালে বাংলাদেশের পাটগ্রামে নিয়োগী পরিবারের দুর্গাপুজো শুরু হয় । 1952 সালে কলকাতার ভবানীপুরের প্রিয়নাথ মল্লিক লেনের বাড়িতে স্থানান্তরিত হয় এই পুজো । সেখান থেকে আসে জলপাইগুড়ির বাড়িতে । এই বনেদি বাড়ির নিয়ম আর পাঁচটা পুজোর থেকে একটু আলাদা ৷ পুজোর নিয়ম একটু অন্যরকম ৷ নবমীতে মা দুর্গার সামনে মুখে কালি মাখিয়ে শত্রুবলি দেওয়া হয় ৷ বাড়ির সদস্যরা জানিয়েছেন, কলাগাছের থোড় এক হাত মাপের মতো কেটে নিয়ে চালের গুড়ো দিয়ে মানুষের অবয়ব বানানো হয় । আর তার একগালে মাখানো হয় কালি । চুন-হলুদ দিয়ে রক্তের রং দেওয়া হয় । বলির পর থোড়রূপী এই শত্রুকে দুই খণ্ড করে বাড়ির বাইরে ছুঁড়ে দেওয়া হয় ।

মুখে চুনকালি মাখিয়ে "শত্রু"কে বলি দেওয়া হয় নিয়োগী বাড়ির পুজোয়

পরিবারের সদস্য শ্রীমন্তি নিয়োগী জানিয়েছেন, নিয়োগী বাড়ির দুর্গা প্রতিমার রং অতসী ফুলের রঙের মতো । দুর্গার ডানপাশে থাকে সরস্বতী ও গণেশ ৷ বামদিকে লক্ষ্মী এবং কার্তিক ।মহালয়ার পরদিন বসে যায় ঘট । পঞ্চমীতে মনসা পুজাে করা হয় । সপ্তমী এবং অষ্টমীর সন্ধি মুহূর্তে কালীপুজো করা হয় । আগে কলকাতা থেকে প্রতিমা শিল্পীরা জলপাইগুড়ি আসতেন ৷ এখন স্থানীয় শিল্পীরাই প্রতিমা গড়েন । পুজোর ভোগ হিসেবে অন্ন ভোগ, হাতে তৈরি নাড়ু, মিষ্টি ও মোয়া দেওয়া হয় ।

রীতি অনুযায়ী এবারও পারিবারিক পত্রিকা "জ্যোতি"র আত্মপ্রকাশ হবে নবমীর দিন । আগে হাতে লিখে প্রকাশিত হত এই পত্রিকা ৷ পরিবারের সদস্যরাই পত্রিকার পাতায় ছবি আঁকতেন ৷ এখনও প্রচ্ছদ থেকে সবকিছুই করেন নিয়োগী পরিবারের সদস্যরাই ৷

জলপাইগুড়ি, 18 অক্টোবর : শত্রুর গালে চুনকালি মাখিয়ে দুর্গার সামনে বলি দেন নিয়োগী বাড়ির সদস্যরা । বহু বছর ধরে জলপাইগুড়ির নিয়োগী বাড়ির পুজোয় এই নিয়ম চলে আসছে ৷ নিয়োগী বাড়ির পুজোর অন্যতম আকর্ষণ এই "শত্রুবলি" ৷

জলপাইগুড়ির কামারপাড়ার নিয়োগী বাড়ির পুজো এবার 212 বছরে পা দেবে ৷ 1808 সালে বাংলাদেশের পাটগ্রামে নিয়োগী পরিবারের দুর্গাপুজো শুরু হয় । 1952 সালে কলকাতার ভবানীপুরের প্রিয়নাথ মল্লিক লেনের বাড়িতে স্থানান্তরিত হয় এই পুজো । সেখান থেকে আসে জলপাইগুড়ির বাড়িতে । এই বনেদি বাড়ির নিয়ম আর পাঁচটা পুজোর থেকে একটু আলাদা ৷ পুজোর নিয়ম একটু অন্যরকম ৷ নবমীতে মা দুর্গার সামনে মুখে কালি মাখিয়ে শত্রুবলি দেওয়া হয় ৷ বাড়ির সদস্যরা জানিয়েছেন, কলাগাছের থোড় এক হাত মাপের মতো কেটে নিয়ে চালের গুড়ো দিয়ে মানুষের অবয়ব বানানো হয় । আর তার একগালে মাখানো হয় কালি । চুন-হলুদ দিয়ে রক্তের রং দেওয়া হয় । বলির পর থোড়রূপী এই শত্রুকে দুই খণ্ড করে বাড়ির বাইরে ছুঁড়ে দেওয়া হয় ।

মুখে চুনকালি মাখিয়ে "শত্রু"কে বলি দেওয়া হয় নিয়োগী বাড়ির পুজোয়

পরিবারের সদস্য শ্রীমন্তি নিয়োগী জানিয়েছেন, নিয়োগী বাড়ির দুর্গা প্রতিমার রং অতসী ফুলের রঙের মতো । দুর্গার ডানপাশে থাকে সরস্বতী ও গণেশ ৷ বামদিকে লক্ষ্মী এবং কার্তিক ।মহালয়ার পরদিন বসে যায় ঘট । পঞ্চমীতে মনসা পুজাে করা হয় । সপ্তমী এবং অষ্টমীর সন্ধি মুহূর্তে কালীপুজো করা হয় । আগে কলকাতা থেকে প্রতিমা শিল্পীরা জলপাইগুড়ি আসতেন ৷ এখন স্থানীয় শিল্পীরাই প্রতিমা গড়েন । পুজোর ভোগ হিসেবে অন্ন ভোগ, হাতে তৈরি নাড়ু, মিষ্টি ও মোয়া দেওয়া হয় ।

রীতি অনুযায়ী এবারও পারিবারিক পত্রিকা "জ্যোতি"র আত্মপ্রকাশ হবে নবমীর দিন । আগে হাতে লিখে প্রকাশিত হত এই পত্রিকা ৷ পরিবারের সদস্যরাই পত্রিকার পাতায় ছবি আঁকতেন ৷ এখনও প্রচ্ছদ থেকে সবকিছুই করেন নিয়োগী পরিবারের সদস্যরাই ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.