জলপাইগুড়ি, 9 জানুয়ারি: পর্যটকদের কথা চিন্তা করে সিকিম ও দার্জিলিং বাস চালানোর পরিকল্পনা নিল উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা ৷ এতে পর্যটকদের কোচবিহার ও ডুয়ার্স থেকে সিকিম যাওয়া এবার অনেক সহজ হবে। এর আগে সিকিম ও দার্জিলিং যেতে হলে সরাসরি কোনও পরিষেবা ছিল না ৷ শিলিগুড়ি থেকে ব্রেক জার্নি করে যেতে হত পর্যটকদের ৷ তাই এবার ডুয়ার্স ও কোচবিহার থেকে সরাসরি দার্জিলিং ও সিকিম যাওয়া যাবে ৷ উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার বাস চালানোর এহেন উদ্যোগে খুশি পর্যটকরা।
শীতের এই মরশুমেই পাহাড়ে বেশি করে বাস চালানোর পরিকল্পনা করা হয়েছে এনবিএসটিসি'র তরফে। পাশাপাশি এনবিএসটিসি ঝাড়খণ্ডের রাঁচি পর্যন্ত বাস চালাবে, এমনটাই বললেন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার চেয়ারম্যান পার্থপ্রতীম রায়। সরকারের পক্ষ থেকে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থাকে 43টি নতুন বাস দেওয়া হয়েছে। আগামী দু'মাসের মধ্যে 30টি সিএনজি বাস পাচ্ছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা বলে জানান এনবিএসটিসি'র চেয়ারম্যান।
চেয়ারম্যান পার্থপ্রতীম রায় বলেন, "বাসের সংখ্যা বাড়লে আমরা আরও রুট বাড়ানোর চিন্তাভাবনা করব। তাতে করে উত্তরবঙ্গের পরিবহণ সংস্থাকে আরও সচল করা যাবে। আমাদের ভালো রেভিনিউ কালেকশন হচ্ছে। আমরা পরিকাঠামো উন্নয়ন করার কাজ করছি। নতুন কিছু সিটি বাস চালানোর পরিকল্পনা হয়েছে। খুব তাড়াতাড়ি আমরা ঝাড়খণ্ডেও বাস চালাব। আশা করছি, এই মাসের মাঝামাঝি সময়ে ঝাড়খণ্ড-রাঁচি রুটে বাস চালাতে পারব।একটা এনওসি-র প্রয়োজন আছে। তা পেলেই শুরু হয়ে যাবে।"
তিনি আরও বলেন, "পানিট্যাঙ্কি, ময়নাগুড়ি-সহ বিভিন্ন জায়গা থেকে এনবিএসটিসি'র জমি আমরা উদ্ধার করছি। এনবিএসটি-র মোট 68টি জায়গা আছে যার জমির পরিমাণ 100 একর। আমরা ল্যান্ড ব্যাঙ্ক করছি। সরকারি জমি কাজে লাগাতে পারব। সারাদিনে 21 জোড়া বাস দার্জিলিংয়ে চলবে।"
আরও পড়ুন: